Ajker Patrika

শেষ মুহূর্তে পাকিস্তান জাতীয় পরিষদের অধিবেশন ডাকলেন প্রেসিডেন্ট আলভি

অনলাইন ডেস্ক
আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১১: ০৯
শেষ মুহূর্তে পাকিস্তান জাতীয় পরিষদের অধিবেশন ডাকলেন প্রেসিডেন্ট আলভি

অবশেষে পাকিস্তান পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদের অধিবেশন ডেকেছেন দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি। আগের অসম্মতি সত্ত্বেও গতকাল বুধবার রাতে জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করার জন্য একটি নতুন সুপারিশপত্রে তিনি স্বাক্ষর করেছেন। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার সকাল ১০টায় অধিবেশনটি বসবে।

পাকিস্তানের গণমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, বুধবার জাতীয় পরিষদ সচিবালয়ের এক নোটিশে পাকিস্তানের জাতীয় পরিষদের প্রথম অধিবেশন ডাকা হয়েছিল। পরে সেদিন রাতেই পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর পাঠানো দ্বিতীয় সুপারিশপত্রে স্বাক্ষর করে প্রেসিডেন্ট আলভি বৃহস্পতিবার একই সময়ে সংসদের নবনির্বাচিত নিম্নকক্ষের প্রথম অধিবেশন আহ্বান করেন।

প্রথমে অধিবেশন আহ্বানের ব্যাপারে অস্বীকৃতি জানালেও চলমান জল্পনাকল্পনা ও বিতর্কের অবসান ঘটাতে প্রেসিডেন্ট আলভি জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করে তাঁর সাংবিধানিক বাধ্যবাধকতা পূরণ করেছেন।

পাকিস্তানের সংবিধান অনুযায়ী, সাধারণ নির্বাচনের ২১ দিনের মধ্যে নতুন জাতীয় পরিষদের অধিবেশন ডাকতে হবে। সে অনুযায়ী, জাতীয় পরিষদের সেক্রেটারি তাহির হুসাইনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয় যে, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাক্কার সংবিধানের ৯১ (২) অনুচ্ছেদের অধীনে ২৯ ফেব্রুয়ারি অধিবেশনের জন্য অনুমোদন দিয়েছেন। সংসদবিষয়ক মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার পর অধিবেশন আহ্বানের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
 
এর আগে সুন্নি ইত্তেহাদ কাউন্সিলকে (এসআইসি) সংরক্ষিত আসন বরাদ্দ দেওয়ার বিষয়টি সুরাহা না হওয়ায় অধিবেশন ডাকতে অস্বীকৃতি জানান প্রেসিডেন্ট আলভি। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমানে কারাবন্দী অবস্থায় থাকা ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) বিজয়ী স্বতন্ত্র প্রার্থীরা সংরক্ষিত আসন পেতে এসআইসিতে যোগ দিয়েছিলেন।

অবশেষে প্রেসিডেন্ট আলভি পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করেছেন। প্রথম অধিবেশনের শুরুতেই সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন। তারপর স্পিকার, ডেপুটি স্পিকার, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা ঠিক করা হবে।

পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) স্পিকার পদে সরদার আয়াজ সাদিককে মনোনয়ন দিয়েছে। পিএমএল-এন ও পিপিপির সমঝোতা অনুযায়ী পিএমএল-এনের নেতা শাহবাজ শরিফ প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। আর পিপিপির নেতা আসিফ আলী জারদারি প্রেসিডেন্ট হচ্ছেন। সমঝোতার ভিত্তিতে ডেপুটি স্পিকার পদে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রার্থী দেওয়ার কথা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত