অনলাইন ডেস্ক
পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ অবস্থানে থাকলেও সরকার গঠনের মতো অবস্থানে নেই ইমরান খানের পিটিআই সমর্থিত এমএনএরা। এরই মধ্যে নওয়াজ শরিফ ও বিলাওয়াল ভুট্টোর দল সরকার গঠনে জোট তৈরির সিদ্ধান্তে পৌঁছেছে। এই অবস্থায় ইমরান-সমর্থিতরাও মজলিশ-ই-ওহদাতুল মুসলেমিনে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ফলে একক দল হিসেবে আসনের দিক থেকে শীর্ষে থাকবেন তাঁরা। কিন্তু তার পরও ইমরান খান সমর্থিত প্রার্থীরা সরকার গঠন করতে পারবেন কি না তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
ইমরান খানের দল পিটিআই বা পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রধান ব্যারিস্টার গহার আলী খান দাবি করেছেন, তাঁর দল জাতীয় পরিষদের অন্তত ১৭০টি আসনে জিতেছে। কিন্তু কারচুপি করে তাঁদের অনেককেই হারিয়ে দেওয়া হয়েছে। কেবল নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজকে (পিএমএল-এন) সুবিধা দিতেই এমনটা করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
যাই হোক, পাকিস্তানের জাতীয় পরিষদের ২৬৬ আসনের মধ্যে পিটিআই সমর্থিত প্রার্থীরা জিতেছে ৯২টি আসনে, নওয়াজ শরিফের দল জিতেছে ৭৫ আসনে এবং বিলাওয়াল ভুট্টোর দল পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপি জিতেছে ৫৪ আসনে।
জাতীয় পরিষদে নারী ও অন্যান্য ধর্মের জন্য বরাদ্দ মোট ৭০টি আসনসহ মোট আসন হলো ৩৩৬টি। এই আসনগুলোর মধ্যে সরকার গঠনের জন্য প্রয়োজন ১৬৯টি আসন। পিটিআইয়ের এমএনএ-রা মজলিশ-ই-ওহদাতুল মুসলেমিনে যোগ দেওয়ায় দল হিসেবে তাঁরা সংখ্যাগরিষ্ঠ অবস্থানে আছে। আসন অনুপাতে এ ক্ষেত্রে পিটিআই অন্তত ২৫ থেকে ২৭টি সংরক্ষিত আসন পেতে পারে। সে ক্ষেত্রে তাদের মোট আসন হবে ১১৭ বা তার বেশি। তারপরও সরকার গঠনের জন্য প্রয়োজন ৫২টি আসন।
পাকিস্তানি থিংক ট্যাংক পাকিস্তান ইনস্টিটিউট অব লেজিসলেটিভ ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রান্সপারেন্সির প্রেসিডেন্ট আহমেদ বিলাল মাহবুব বলেন, পিএমএল-এন বা পিপিপির মতো বড় কোনো দলের সঙ্গে জোট বাঁধা ছাড়া সরকার গঠনের মতো কোনো অবস্থানে নেই।
আহমেদ বিলাল মাহবুব আরও জানান, মজলিশ-ই-ওহদাতুল মুসলেমিনে (এমডব্লিউএম) যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে পিটিআইয়ের নেতাদের অ্যাফিডেভিট দিয়ে নিশ্চিত করতে হবে যে, তাঁরা আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দিচ্ছেন। একই সঙ্গে এমডব্লিউএমের প্রধানকেও বিষয়টি নিশ্চিত করে পাকিস্তান নির্বাচন কমিশনে লিখিতভাবে আবেদন করতে হবে। এই আবেদন দেওয়ার পর ৭২ ঘণ্টার মধ্যে পিটিআইয়ের এমএনএদের এমডব্লিউএমে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত হবে।
তবে বিলাল মাহবুবের শঙ্কা আছে আরও একটি জায়গা নিয়ে। বিশেষ করে, এমডব্লিউএমে যোগ দিলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় বাকি আসনগুলো কোথা থেকে নিশ্চিত করবে ইমরান-সমর্থিতরা সেটি একটি বিশাল প্রশ্ন।
এর জবাবও দিয়েছেন বিলাল মাহবুব। তাঁর মতে, কোনো দল বা জোট যদি ১৬৯ আসন না পায়, তবে প্রথম দফায় জাতীয় পরিষদে যে দল সংখ্যাগরিষ্ঠ, তারাই প্রধানমন্ত্রী নির্বাচন করবে। এরপর যদি আলাপ-আলোচনা বা জোট বাঁধার পর কোনো দল বা জোট সংখ্যাগরিষ্ঠতা পায়, তাহলে সে ক্ষেত্রে তারা সরকার গঠন করতে পারবে। এ ক্ষেত্রে প্রধানমন্ত্রীও হবে তাদেরই নির্বাচিত।
তবে এখন বোধ হয় আর এই সিনারিও চলবে না। কারণ নওয়াজ ও বিলাওয়ালের দল এরই মধ্যে তাদের পুরোনো জোট পিডিএম বা পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট সক্রিয় করে সরকার গঠনের সিদ্ধান্ত নিয়েছে। কে কোন পদ পাবেন, সে বিষয়েও ভাগ-বাঁটোয়ারা হয়ে গেছে। তাই আপাতত খুব বড় কোনো পরিবর্তন বা চমক না ঘটলে পাকিস্তানে ইমরান-সমর্থিতদের সরকার গঠনের সম্ভাবনা নেই বললেই চলে।
তথ্যসূত্র: এক্সপ্রেস ট্রিবিউন
পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ অবস্থানে থাকলেও সরকার গঠনের মতো অবস্থানে নেই ইমরান খানের পিটিআই সমর্থিত এমএনএরা। এরই মধ্যে নওয়াজ শরিফ ও বিলাওয়াল ভুট্টোর দল সরকার গঠনে জোট তৈরির সিদ্ধান্তে পৌঁছেছে। এই অবস্থায় ইমরান-সমর্থিতরাও মজলিশ-ই-ওহদাতুল মুসলেমিনে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ফলে একক দল হিসেবে আসনের দিক থেকে শীর্ষে থাকবেন তাঁরা। কিন্তু তার পরও ইমরান খান সমর্থিত প্রার্থীরা সরকার গঠন করতে পারবেন কি না তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
ইমরান খানের দল পিটিআই বা পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রধান ব্যারিস্টার গহার আলী খান দাবি করেছেন, তাঁর দল জাতীয় পরিষদের অন্তত ১৭০টি আসনে জিতেছে। কিন্তু কারচুপি করে তাঁদের অনেককেই হারিয়ে দেওয়া হয়েছে। কেবল নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজকে (পিএমএল-এন) সুবিধা দিতেই এমনটা করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
যাই হোক, পাকিস্তানের জাতীয় পরিষদের ২৬৬ আসনের মধ্যে পিটিআই সমর্থিত প্রার্থীরা জিতেছে ৯২টি আসনে, নওয়াজ শরিফের দল জিতেছে ৭৫ আসনে এবং বিলাওয়াল ভুট্টোর দল পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপি জিতেছে ৫৪ আসনে।
জাতীয় পরিষদে নারী ও অন্যান্য ধর্মের জন্য বরাদ্দ মোট ৭০টি আসনসহ মোট আসন হলো ৩৩৬টি। এই আসনগুলোর মধ্যে সরকার গঠনের জন্য প্রয়োজন ১৬৯টি আসন। পিটিআইয়ের এমএনএ-রা মজলিশ-ই-ওহদাতুল মুসলেমিনে যোগ দেওয়ায় দল হিসেবে তাঁরা সংখ্যাগরিষ্ঠ অবস্থানে আছে। আসন অনুপাতে এ ক্ষেত্রে পিটিআই অন্তত ২৫ থেকে ২৭টি সংরক্ষিত আসন পেতে পারে। সে ক্ষেত্রে তাদের মোট আসন হবে ১১৭ বা তার বেশি। তারপরও সরকার গঠনের জন্য প্রয়োজন ৫২টি আসন।
পাকিস্তানি থিংক ট্যাংক পাকিস্তান ইনস্টিটিউট অব লেজিসলেটিভ ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রান্সপারেন্সির প্রেসিডেন্ট আহমেদ বিলাল মাহবুব বলেন, পিএমএল-এন বা পিপিপির মতো বড় কোনো দলের সঙ্গে জোট বাঁধা ছাড়া সরকার গঠনের মতো কোনো অবস্থানে নেই।
আহমেদ বিলাল মাহবুব আরও জানান, মজলিশ-ই-ওহদাতুল মুসলেমিনে (এমডব্লিউএম) যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে পিটিআইয়ের নেতাদের অ্যাফিডেভিট দিয়ে নিশ্চিত করতে হবে যে, তাঁরা আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দিচ্ছেন। একই সঙ্গে এমডব্লিউএমের প্রধানকেও বিষয়টি নিশ্চিত করে পাকিস্তান নির্বাচন কমিশনে লিখিতভাবে আবেদন করতে হবে। এই আবেদন দেওয়ার পর ৭২ ঘণ্টার মধ্যে পিটিআইয়ের এমএনএদের এমডব্লিউএমে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত হবে।
তবে বিলাল মাহবুবের শঙ্কা আছে আরও একটি জায়গা নিয়ে। বিশেষ করে, এমডব্লিউএমে যোগ দিলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় বাকি আসনগুলো কোথা থেকে নিশ্চিত করবে ইমরান-সমর্থিতরা সেটি একটি বিশাল প্রশ্ন।
এর জবাবও দিয়েছেন বিলাল মাহবুব। তাঁর মতে, কোনো দল বা জোট যদি ১৬৯ আসন না পায়, তবে প্রথম দফায় জাতীয় পরিষদে যে দল সংখ্যাগরিষ্ঠ, তারাই প্রধানমন্ত্রী নির্বাচন করবে। এরপর যদি আলাপ-আলোচনা বা জোট বাঁধার পর কোনো দল বা জোট সংখ্যাগরিষ্ঠতা পায়, তাহলে সে ক্ষেত্রে তারা সরকার গঠন করতে পারবে। এ ক্ষেত্রে প্রধানমন্ত্রীও হবে তাদেরই নির্বাচিত।
তবে এখন বোধ হয় আর এই সিনারিও চলবে না। কারণ নওয়াজ ও বিলাওয়ালের দল এরই মধ্যে তাদের পুরোনো জোট পিডিএম বা পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট সক্রিয় করে সরকার গঠনের সিদ্ধান্ত নিয়েছে। কে কোন পদ পাবেন, সে বিষয়েও ভাগ-বাঁটোয়ারা হয়ে গেছে। তাই আপাতত খুব বড় কোনো পরিবর্তন বা চমক না ঘটলে পাকিস্তানে ইমরান-সমর্থিতদের সরকার গঠনের সম্ভাবনা নেই বললেই চলে।
তথ্যসূত্র: এক্সপ্রেস ট্রিবিউন
যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, মুক্তির অন্তত ২৪ ঘণ্টা আগে হামাসকে জিম্মিদের নামের তালিকা সরবরাহ করতে হবে। তবে এখনো হামাস এই তালিকা প্রকাশ করেনি। রোববার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় বিকেল ৪টা পর্যন্ত জিম্মিদের মুক্তির সময়সীমা...
২১ মিনিট আগেএকজন বন্দুকধারী সুপ্রিম কোর্টে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই দুই বিচারক নিহত হন। এ সময় আদালতের একজন নিরাপত্তা কর্মী আহত হন। বন্দুকধারী পালানোর সময় আত্মহত্যা করেছে বলে জানিয়েছে মিজান।
২৫ মিনিট আগেপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় দেওয়া সাজার রায় চ্যালেঞ্জ করার ঘোষণা দিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলটির অভিযোগ, এই রায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তবে সরকার বলছে, এই সাজা ইমরান খানের প্রাপ্য ছিল।
৪ ঘণ্টা আগেআগামী ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি অ্যারো ইন্ডিয়া ২০২৫–এর ১৫ তম প্রদর্শনী বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা বিমানঘাঁটি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা বিমানঘাঁটির ১৩ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে মাংস বিক্রি ও পরিবেশনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
৪ ঘণ্টা আগে