অনলাইন ডেস্ক
একের পর এক নেতার পদত্যাগে অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই। এ ছাড়া দলের হাজারো কর্মী-সমর্থক বর্তমানে কারাগারে। এমনকি নিষিদ্ধও হতে পারে পিটিআই। পাশাপাশি গত ৯ মে গ্রেপ্তারকে কেন্দ্র করে সমর্থকেরা সামরিক বাহিনীর স্থাপনায় হামলা চালানোয় ইমরানের বিরুদ্ধে উসকানির অভিযোগ আনা হয়েছে। যেকোনো মুহূর্তে সামরিক আদালতে বিচারের মুখোমুখি হতে পারেন তিনি।
এমন পরিস্থিতিতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ইমরান খান বলেন, ‘আপনি হয়তো মনে করছেন, এই মুহূর্তে দল নিয়ে আমার বড় সংকট চলছে। কিন্তু আমি তা মনে করি না।’ লাহোরে জামান পার্কের নিজ বাসভবনে অবস্থান করছেন ইমরান খান। সেখানেই চলমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন তিনি।
এ সপ্তাহে পিটিআইয়ের সাবেক ভাইস প্রেসিডেন্ট ফাওয়াদ চৌধুরীসহ দুই ডজনেরও বেশি নেতাকে দল থেকে হারিয়েছেন ইমরান। গ্রেপ্তার এড়াতেই তাঁরা পদত্যাগ করেছেন বলে ধারণা করা হচ্ছে। বিবিসির সাক্ষাৎকারে পিটিআই চেয়ারম্যানকে প্রশ্ন করা হয়েছিল, এই পরিস্থিতিতে কীভাবে দল চালাবেন তিনি। জবাবে ইমরান বলেন, ‘প্রথমত শূন্য হওয়া পদ পূরণ করব। আর এ ক্ষেত্রে তরুণ ও নতুন নেতৃত্ব আনা হবে। তবে তারাও গ্রেপ্তার হতে পারেন। এসব সরকারের সন্ত্রাসী কার্যক্রম।’
এর আগে সরকারের সঙ্গে আলোচনার আগ্রহের কথা জানিয়েছিলেন ইমরান খান। তিনি বলেন, ‘সরকারের সঙ্গে আলোচনার জন্য আমি একটা কমিটি গঠন করব। এই কমিটি সরকারের যেকোনো ব্যক্তির সঙ্গে আলোচনা করতে প্রস্তুত। সরকারের কাছে আমার প্রতিনিধিরা দুটি বিষয় নিয়ে আলোচনা করবেন। এক. তারা যদি মনে করে আমি রাজনীতি ছাড়লে তাদের দাবি অনুযায়ী দেশের কল্যাণ হবে, তাহলে আমি রাজনীতি ছাড়ব। দুই. অক্টোবরে নির্বাচন হলে তা দেশের জন্য কতটা উপকারী? তারা যদি আমাদের এ দুটি বিষয়ে বোঝাতে সক্ষম হয়, তাহলে আমরা তাদের সবকিছু মেনে নেব।’
উল্লেখ্য, গত ৯ মে ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে ইমরান খানকে গ্রেপ্তার করা হয়। প্রতিবাদে তাঁর সমর্থকেরা দেশটির বিভিন্ন জায়গায় ভাঙচুর চালায়। ভাঙচুর চালানো হয় নানা সামরিক স্থাপনায়। এমনকি রাওয়ালপিন্ডির সেনা সদর দপ্তরেও পিটিআই নেতা-কর্মীরা ভাঙচুর চালান। ইতিমধ্যে ইমরান খানকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। বেশ কিছু মামলায় বিভিন্ন মেয়াদে তাঁর জামিন মঞ্জুর করা হয়।
একের পর এক নেতার পদত্যাগে অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই। এ ছাড়া দলের হাজারো কর্মী-সমর্থক বর্তমানে কারাগারে। এমনকি নিষিদ্ধও হতে পারে পিটিআই। পাশাপাশি গত ৯ মে গ্রেপ্তারকে কেন্দ্র করে সমর্থকেরা সামরিক বাহিনীর স্থাপনায় হামলা চালানোয় ইমরানের বিরুদ্ধে উসকানির অভিযোগ আনা হয়েছে। যেকোনো মুহূর্তে সামরিক আদালতে বিচারের মুখোমুখি হতে পারেন তিনি।
এমন পরিস্থিতিতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ইমরান খান বলেন, ‘আপনি হয়তো মনে করছেন, এই মুহূর্তে দল নিয়ে আমার বড় সংকট চলছে। কিন্তু আমি তা মনে করি না।’ লাহোরে জামান পার্কের নিজ বাসভবনে অবস্থান করছেন ইমরান খান। সেখানেই চলমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন তিনি।
এ সপ্তাহে পিটিআইয়ের সাবেক ভাইস প্রেসিডেন্ট ফাওয়াদ চৌধুরীসহ দুই ডজনেরও বেশি নেতাকে দল থেকে হারিয়েছেন ইমরান। গ্রেপ্তার এড়াতেই তাঁরা পদত্যাগ করেছেন বলে ধারণা করা হচ্ছে। বিবিসির সাক্ষাৎকারে পিটিআই চেয়ারম্যানকে প্রশ্ন করা হয়েছিল, এই পরিস্থিতিতে কীভাবে দল চালাবেন তিনি। জবাবে ইমরান বলেন, ‘প্রথমত শূন্য হওয়া পদ পূরণ করব। আর এ ক্ষেত্রে তরুণ ও নতুন নেতৃত্ব আনা হবে। তবে তারাও গ্রেপ্তার হতে পারেন। এসব সরকারের সন্ত্রাসী কার্যক্রম।’
এর আগে সরকারের সঙ্গে আলোচনার আগ্রহের কথা জানিয়েছিলেন ইমরান খান। তিনি বলেন, ‘সরকারের সঙ্গে আলোচনার জন্য আমি একটা কমিটি গঠন করব। এই কমিটি সরকারের যেকোনো ব্যক্তির সঙ্গে আলোচনা করতে প্রস্তুত। সরকারের কাছে আমার প্রতিনিধিরা দুটি বিষয় নিয়ে আলোচনা করবেন। এক. তারা যদি মনে করে আমি রাজনীতি ছাড়লে তাদের দাবি অনুযায়ী দেশের কল্যাণ হবে, তাহলে আমি রাজনীতি ছাড়ব। দুই. অক্টোবরে নির্বাচন হলে তা দেশের জন্য কতটা উপকারী? তারা যদি আমাদের এ দুটি বিষয়ে বোঝাতে সক্ষম হয়, তাহলে আমরা তাদের সবকিছু মেনে নেব।’
উল্লেখ্য, গত ৯ মে ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে ইমরান খানকে গ্রেপ্তার করা হয়। প্রতিবাদে তাঁর সমর্থকেরা দেশটির বিভিন্ন জায়গায় ভাঙচুর চালায়। ভাঙচুর চালানো হয় নানা সামরিক স্থাপনায়। এমনকি রাওয়ালপিন্ডির সেনা সদর দপ্তরেও পিটিআই নেতা-কর্মীরা ভাঙচুর চালান। ইতিমধ্যে ইমরান খানকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। বেশ কিছু মামলায় বিভিন্ন মেয়াদে তাঁর জামিন মঞ্জুর করা হয়।
আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস বলেছেন, গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) পরোয়ানা জারি করায় বেনিয়ামিন নেতানিয়াহু আয়ারল্যান্ডে এলে তাকে গ্রেপ্তার করা হবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি প
১ মিনিট আগেনিজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) ‘মানবতার শত্রু’ বলে অবহিত করেছেন নেতানিয়াহু। হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত, মানবতাকে রক্ষা করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু আজ সেটি মানবতার শত্রুতে পরিণত হয়েছে।
২৪ মিনিট আগেলাওসের পর্যটন শহর ভাং ভিয়েং-এ সন্দেহজনক মিথানল বিষক্রিয়ায় আরও একজন অস্ট্রেলীয় তরুণীর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিষাক্ত অ্যালকোহল সেবনে সেখানে ছয় বিদেশি পর্যটকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
১ ঘণ্টা আগেদখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে নিন্দা জানিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ার মিলেই।
২ ঘণ্টা আগে