Ajker Patrika

যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রের নথি হারানোর কথা আবারও স্বীকার করলেন ইমরান খান

অনলাইন ডেস্ক
আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ১৯: ৫৮
যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রের নথি হারানোর কথা আবারও স্বীকার করলেন ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির চেয়ারম্যান ইমরান খান আবারও একটি সাংকেতিক নথি হারানোর কথা স্বীকার করেছেন। নথিটি তিনি কোথায় রেখেছেন তা মনে করতে পারছেন না বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তাদের। 

অভিযোগ রয়েছে, ওই নথিটিতে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার পেছনে যুক্তরাষ্ট্রের যড়যন্ত্রের তথ্য আছে। পাকিস্তানের জিও নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের এপ্রিলে অনাস্থা ভোটে অপসারিত প্রধানমন্ত্রী ইমরান খানকে অ্যাটক কারাগারে ফেডারেল তদন্ত সংস্থার (এফআইএ) তিন সদস্যের একটি দল জিজ্ঞাসাবাদ করেছে। নিখোঁজ সাংকেতিক নথি মামলার এ জিজ্ঞাসাবাদে নেতৃত্ব দিয়েছেন এফআইএর ডেপুটি ডিরেক্টর আইয়াজ খান। 

সূত্র জানিয়েছে, পিটিআইর প্রধান ধৈর্যের সঙ্গে ঘণ্টাব্যাপী তদন্তকারী দলকে সহযোগিতা করেছেন। তবে গত বছর এক জনসমাবেশে তাঁর হাতে থাকা কাগজটি সাংকেতিক নথি বলে অস্বীকার করেছেন। 

ইমরান খান দাবি করেন, ‘জনসভায় আমার হাতে থাকা কাগজটি মন্ত্রিসভা বৈঠকের নথি ছিল। কোনো সাংকেতিক নথি নয়।’ তবে কেন তিনি কাগজটিকে জনসমক্ষে সাংকেতিক নথি বলেছিলেন তার জবাব দেননি। 

ধারণা করা হচ্ছে, এটি সম্ভবত সাংকেতিক নথি হারানো মামলার তদন্তের শেষ পর্যায়, যা আগামী সপ্তাহে শেষ হবে। শিগগিরই মামলার তদন্ত কর্মকর্তারা সিদ্ধান্তে আসতে পারস্পরিক বৈঠক শুরু করবেন এবং অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত