ভোটের আগে পাকিস্তানে নির্বাচন কমিশনের কার্যালয়ের সামনে বিস্ফোরণ

অনলাইন ডেস্ক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৪: ৫৪
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৫: ০৪

পাকিস্তান নির্বাচন কমিশনের (ইসিপি) করাচি কার্যালয়ের কাছে গতকাল শুক্রবার রাতে একটি বিস্ফোরণ ঘটেছে। পাকিস্তানের সাধারণ নির্বাচনের এক সপ্তাহ আগে ঘটা এই বিস্ফোরণে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। পুলিশ সূত্রের বরাত দিয়ে খবরটি জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ। 

করাচি পুলিশের জ্যেষ্ঠ সুপারিনটেনডেন্ট (এসএসপি) সাজিদ সাদোজাই সংবাদমাধ্যম এআরআইকে বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, এটি ছিল টাইম বোমা। করাচির রেড জোন এলাকায় অবস্থিত নির্বাচন কমিশনের সীমানা দেয়ালের কাছে একটি শপিং ব্যাগে বোমাটি রাখা হয়েছিল।

পাকিস্তানের গণমাধ্যম ডন করাচি পুলিশের উদ্ধৃতি দিয়ে জানায়, বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে বিস্ফোরণস্থলে তলব করা হয়েছে। বিস্ফোরণের ধরন ও লক্ষ্য সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট জানিয়েছে, বিস্ফোরকটি ‘হোম মেইড’ এবং সেটিতে প্রায় ৪০০ গ্রাম বিস্ফোরক পদার্থ ছিল।

এদিকে, পাকিস্তানের বিরোধপূর্ণ বেলুচিস্তান প্রদেশে গত বৃহস্পতিবার কমপক্ষে ১০টি বোমা ও গ্রেনেড হামলা হয়েছে। এতে নিহত হয়েছেন এক ব্যক্তি। বেশ কয়েকটি থানা ও জেলা প্রশাসকের কার্যালয়কে লক্ষ্যবস্তু করে চালানো এসব হামলায় পুলিশ ও জেল কর্মকর্তাসহ ছয়জন আহত হয়েছেন বলে জানায় ডন।

পাকিস্তানে আগামী ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে পার্লামেন্ট নির্বাচন। আগামী সপ্তাহের নির্বাচন সামনে রেখে সারা দেশে শান্তি বজায় রাখার চেষ্টা করছে পাকিস্তান কর্তৃপক্ষ।

পাকিস্তানের নির্বাচন কমিশন গত বৃহস্পতিবার নির্বাচন সম্পর্কিত ক্রমবর্ধমান সহিংসতা এবং নিরাপত্তা চ্যালেঞ্জ নিয়ে আলোচনার জন্য একটি বৈঠক ডেকেছিল। বৈঠকের পরপরই পাকিস্তানের প্রধান নির্বাচন কমিশনার বলেন, ৮ ফেব্রুয়ারির নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। নিরাপত্তা চ্যালেঞ্জ সত্ত্বেও নির্বাচন পরিচালনা করার ব্যাপারে ইসিপি সম্পূর্ণভাবে প্রস্তুত।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত