অনলাইন ডেস্ক
৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে কারচুপির বিষয়ে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দী ইমরান খান আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) উদ্দেশে একটি চিঠি লিখবেন বলে জানিয়েছে তাঁর দল পিটিআই।
দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, আজ বৃহস্পতিবার ইমরান খানের সঙ্গে দেখা করার পর আদিয়ালা কারাগারের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পিটিআইয়ের বর্তমান চেয়ারম্যান গহর আলী খানসহ দলের নেতা আলী জাফর। তাঁরা আইএমএফের কাছে চিঠি পাঠাতে ইমরানের পরিকল্পনার কথা জানান।
আলী জাফর বলেন, ‘আইএমএফ ও ইউরোপীয় ইউনিয়নের নিজস্ব ম্যান্ডেট রয়েছে এবং আইএমএফ চায় সুশাসন।’
আন্তর্জাতিক সংস্থাগুলো গণতান্ত্রিক অনুশীলনের অভাব থাকা দেশগুলোর সঙ্গে জড়িত হয় না দাবি করে জাফর আরও বলেন, ‘পুরো বিশ্ব দেখেছে, পাকিস্তানে জনগণের ভোট চুরি করা হয়েছে। চোরের আদেশে গণতন্ত্র চলতে পারে না। ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান যখন দেখে গণতন্ত্র নেই, তখন তারা ঋণ দেয় না।’
জাফর আরও বলেন, ‘আমরা পাকিস্তানে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য আইএমএফকে অনুরোধ করেছি।’
এর আগে গত সোমবার আন্তর্জাতিক ক্রেডিট রেটিং এজেন্সি ‘ফিচ’ সতর্ক করেছিল—৮ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন এবং এর ফলে যে রাজনৈতিক অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে তা পাকিস্তানে আইএমএফের অর্থায়ন চুক্তিকে বাধাগ্রস্ত করতে পারে। এক দিন পর গত মঙ্গলবার পিটিআইয়ের চেয়ারম্যান গহর আলী খানও সতর্ক করেছিলেন—নির্বাচনের ফলাফল ফরম-৪৫ অনুযায়ী প্রকাশ করা না হলে বিষয়টি পাকিস্তানের আইএমএফের কর্মসূচিতে প্রভাব ফেলতে পারে।
সে সময় গহর বলেছিলেন, ‘আমদের দাবি, প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি নির্বাচনী প্রক্রিয়ার প্রতি আস্থা ফিরিয়ে আনতে হবে। সঠিক ফলাফল অবশ্যই পাবলিক ম্যান্ডেটের অধীনে প্রকাশ করতে হবে।’
৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে কারচুপির বিষয়ে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দী ইমরান খান আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) উদ্দেশে একটি চিঠি লিখবেন বলে জানিয়েছে তাঁর দল পিটিআই।
দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, আজ বৃহস্পতিবার ইমরান খানের সঙ্গে দেখা করার পর আদিয়ালা কারাগারের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পিটিআইয়ের বর্তমান চেয়ারম্যান গহর আলী খানসহ দলের নেতা আলী জাফর। তাঁরা আইএমএফের কাছে চিঠি পাঠাতে ইমরানের পরিকল্পনার কথা জানান।
আলী জাফর বলেন, ‘আইএমএফ ও ইউরোপীয় ইউনিয়নের নিজস্ব ম্যান্ডেট রয়েছে এবং আইএমএফ চায় সুশাসন।’
আন্তর্জাতিক সংস্থাগুলো গণতান্ত্রিক অনুশীলনের অভাব থাকা দেশগুলোর সঙ্গে জড়িত হয় না দাবি করে জাফর আরও বলেন, ‘পুরো বিশ্ব দেখেছে, পাকিস্তানে জনগণের ভোট চুরি করা হয়েছে। চোরের আদেশে গণতন্ত্র চলতে পারে না। ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান যখন দেখে গণতন্ত্র নেই, তখন তারা ঋণ দেয় না।’
জাফর আরও বলেন, ‘আমরা পাকিস্তানে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য আইএমএফকে অনুরোধ করেছি।’
এর আগে গত সোমবার আন্তর্জাতিক ক্রেডিট রেটিং এজেন্সি ‘ফিচ’ সতর্ক করেছিল—৮ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন এবং এর ফলে যে রাজনৈতিক অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে তা পাকিস্তানে আইএমএফের অর্থায়ন চুক্তিকে বাধাগ্রস্ত করতে পারে। এক দিন পর গত মঙ্গলবার পিটিআইয়ের চেয়ারম্যান গহর আলী খানও সতর্ক করেছিলেন—নির্বাচনের ফলাফল ফরম-৪৫ অনুযায়ী প্রকাশ করা না হলে বিষয়টি পাকিস্তানের আইএমএফের কর্মসূচিতে প্রভাব ফেলতে পারে।
সে সময় গহর বলেছিলেন, ‘আমদের দাবি, প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি নির্বাচনী প্রক্রিয়ার প্রতি আস্থা ফিরিয়ে আনতে হবে। সঠিক ফলাফল অবশ্যই পাবলিক ম্যান্ডেটের অধীনে প্রকাশ করতে হবে।’
একজন বাক্প্রতিবন্ধী তরুণকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেছিলেন। কিন্তু সৎকারের জন্য চিতায় ওঠানোর ঠিক আগমুহূর্তে প্রাণ ফিরে পেয়েছেন রোহিতাশ! দুপুর ২টা নাগাদ চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য ফ্রিজিং করে রাখা হয়।
৬ ঘণ্টা আগেউত্তর কোরিয়াকে তেল, ক্ষেপণাস্ত্র ও আর্থিক সহায়তা দিয়ে ইউক্রেন যুদ্ধের জন্য সৈন্য সহায়তা নিচ্ছে রাশিয়া। আজ শুক্রবার দক্ষিণ কোরিয়ার একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
৭ ঘণ্টা আগেইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানাকে ইসরায়েলের ‘‘শেষ এবং রাজনৈতিক মৃত্যু’ হিসাবে অভিহিত করেছে ইরান।
৭ ঘণ্টা আগেভারতের মণিপুর রাজ্যে নতুন করে শুরু হওয়া সহিংসতার পরিপ্রেক্ষিতে ভারতের কেন্দ্রীয় সরকার সেখানে আরও ১০ হাজার সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। মিয়ানমারের সীমান্তবর্তী ওই রাজ্যটিতে এ নিয়ে কেন্দ্রীয় বাহিনীর মোট ২৮৮টি কোম্পানি মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছে এনডিটিভি।
৮ ঘণ্টা আগে