অনলাইন ডেস্ক
রাশিয়া থেকে যুক্তরাষ্ট্রে সাইবার হামলা প্রতিরোধে ওয়াশিংটন যেকোনো ধরনের ব্যবস্থা নেবে। গতকাল শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপের সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই হুঁশিয়ারি দিয়েছেন বলে জানায় হোয়াইট হাউস।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, গতকাল শুক্রবার পুতিনের সঙ্গে ঘণ্টাব্যাপী ফোনে কথা বলেন জো বাইডেন। ফোনালাপের পর সাইবার হামলার কারণে রাশিয়াকে কোনো প্রকার ফল ভোগ করতে হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জো বাইডেন বলেন, ‘হ্যাঁ’।
এদিকে গত মাসে যুক্তরাষ্ট্রে হওয়া ওই সাইবার হামলার পর যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা করেছে বলে বাইডেন প্রশাসনের দাবি প্রত্যাখ্যান করেছে রাশিয়া।
পুতিনের সঙ্গে ফোনালাপের পর প্রেসিডেন্ট বাইডেন সাংবাদিকদের বলেন, ‘যখন রুশ ভূখণ্ড থেকে যুক্তরাষ্ট্রে সাইবার হামলার ঘটনা ঘটে, তখন ওয়াশিংটন আশা করতেই পারে যে অপরাধীদের বিরুদ্ধে পুতিন প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে।’
চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন জো বাইডেন। এরপর গত মাসে জেনেভায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রথমবারের মতো মুখোমুখি বৈঠক করেন তিনি। সেই বৈঠকের পর শুক্রবারই প্রথমবারের মতো উভয় নেতা ফোনে কথা বলেন।
যুক্তরাষ্ট্রে সাইবার হামলার সংখ্যা দিনদিন বাড়ছে। এমনকি সাম্প্রতিক একটি হামলা দেশটির ১ হাজার ৫০০ কোম্পানিকে অকার্যকর করে দিয়েছে। এই পরিস্থিতিতে শুক্রবার দুই নেতা একে অপরের সঙ্গে দীর্ঘ সময় ফোনে কথা বললেন।
রাশিয়া থেকে যুক্তরাষ্ট্রে সাইবার হামলা প্রতিরোধে ওয়াশিংটন যেকোনো ধরনের ব্যবস্থা নেবে। গতকাল শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপের সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই হুঁশিয়ারি দিয়েছেন বলে জানায় হোয়াইট হাউস।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, গতকাল শুক্রবার পুতিনের সঙ্গে ঘণ্টাব্যাপী ফোনে কথা বলেন জো বাইডেন। ফোনালাপের পর সাইবার হামলার কারণে রাশিয়াকে কোনো প্রকার ফল ভোগ করতে হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জো বাইডেন বলেন, ‘হ্যাঁ’।
এদিকে গত মাসে যুক্তরাষ্ট্রে হওয়া ওই সাইবার হামলার পর যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা করেছে বলে বাইডেন প্রশাসনের দাবি প্রত্যাখ্যান করেছে রাশিয়া।
পুতিনের সঙ্গে ফোনালাপের পর প্রেসিডেন্ট বাইডেন সাংবাদিকদের বলেন, ‘যখন রুশ ভূখণ্ড থেকে যুক্তরাষ্ট্রে সাইবার হামলার ঘটনা ঘটে, তখন ওয়াশিংটন আশা করতেই পারে যে অপরাধীদের বিরুদ্ধে পুতিন প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে।’
চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন জো বাইডেন। এরপর গত মাসে জেনেভায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রথমবারের মতো মুখোমুখি বৈঠক করেন তিনি। সেই বৈঠকের পর শুক্রবারই প্রথমবারের মতো উভয় নেতা ফোনে কথা বলেন।
যুক্তরাষ্ট্রে সাইবার হামলার সংখ্যা দিনদিন বাড়ছে। এমনকি সাম্প্রতিক একটি হামলা দেশটির ১ হাজার ৫০০ কোম্পানিকে অকার্যকর করে দিয়েছে। এই পরিস্থিতিতে শুক্রবার দুই নেতা একে অপরের সঙ্গে দীর্ঘ সময় ফোনে কথা বললেন।
একজন বাক্প্রতিবন্ধী তরুণকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেছিলেন। কিন্তু সৎকারের জন্য চিতায় ওঠানোর ঠিক আগমুহূর্তে প্রাণ ফিরে পেয়েছেন রোহিতাশ! দুপুর ২টা নাগাদ চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য ফ্রিজিং করে রাখা হয়।
৬ ঘণ্টা আগেউত্তর কোরিয়াকে তেল, ক্ষেপণাস্ত্র ও আর্থিক সহায়তা দিয়ে ইউক্রেন যুদ্ধের জন্য সৈন্য সহায়তা নিচ্ছে রাশিয়া। আজ শুক্রবার দক্ষিণ কোরিয়ার একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
৬ ঘণ্টা আগেইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানাকে ইসরায়েলের ‘‘শেষ এবং রাজনৈতিক মৃত্যু’ হিসাবে অভিহিত করেছে ইরান।
৭ ঘণ্টা আগেভারতের মণিপুর রাজ্যে নতুন করে শুরু হওয়া সহিংসতার পরিপ্রেক্ষিতে ভারতের কেন্দ্রীয় সরকার সেখানে আরও ১০ হাজার সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। মিয়ানমারের সীমান্তবর্তী ওই রাজ্যটিতে এ নিয়ে কেন্দ্রীয় বাহিনীর মোট ২৮৮টি কোম্পানি মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছে এনডিটিভি।
৮ ঘণ্টা আগে