অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের আকাশে ‘সন্দেহজনক বস্তু’ গুলি করে ভূপাতিত করার পর এবার কানাডার আকাশসীমায়ও অনুরূপ বস্তু দেখা গেছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানিয়েছেন, সন্দেহজনক বস্তুটিকে গুলি করে ভূপাতিত করা হয়েছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি আজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
জাস্টিন ট্রুডো বলেছেন, কানাডার উত্তর-পশ্চিমের ইউকন অঞ্চলের আকাশসীমায় সন্দেহজনক বস্তুটি শনাক্ত করার পর সেটি ধ্বংস করতে কানাডা ও যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান পাঠানো হয়। শেষে মার্কিন যুদ্ধবিমান এফ-২২ সেটিকে গুলি করে ভূপাতিত করে।
এর আগে গত শুক্রবার (১০ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলে আলাস্কার আকাশে প্রায় ৪০ হাজার ফুট উঁচুতে একটি সন্দেহজনক বস্তুকে উড়তে দেখা গিয়েছিল। পরে প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে বস্তুটিকে যুদ্ধবিমানের সহায়তায় গুলি করে ভূপাতিত করা হয়।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো গতকাল এক টুইটার পোস্টে বলেছেন, তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সন্দেহজনক বস্তুটি নিয়ে কথা বলেছেন। এখন কানাডার সেনাবাহিনী ওই বস্তুর ধ্বংসাবশেষ উদ্ধার করে বিশ্লেষণ করবে।
সন্দেহজনক বস্তুটিকে ভূপাতিত করার জন্য উত্তর আমেরিকার অ্যারোস্পেস ডিফেন্স কমান্ডকে ধন্যবাদও জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী।
এদিকে হোয়াইট হাউস বলেছে, বস্তুটি শনাক্ত করার পর ২৪ ঘণ্টা ধরে পর্যবেক্ষণ করা হয়েছে। পরে প্রেসিডেন্ট জো বাইডেন ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর অনুমতিক্রমে সেটি ভূপাতিত করা হয়েছে। উভয় দেশের নেতাই বস্তুটির ধ্বংসাবশেষ নিয়ে ব্যাপক পরীক্ষা-নিরীক্ষা ও বিশ্লেষণের নির্দেশ দিয়েছেন, যাতে বস্তুটির লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে জানা যায়।
পেন্টাগনের প্রেস সেক্রেটারি ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রাইডার বলেছেন, এ ব্যাপারে এফবিআই কানাডার নিরাপত্তা বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে।
এর আগে গত শনিবার (৪ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের জলসীমায় আটলান্টিক মহাসাগরে চীনা নজরদারি বেলুন যুদ্ধবিমানের সহায়তায় গুলি করে ভূপাতিত করা হয়। যুক্তরাষ্ট্রের অভিযোগ, চীন ওই বেলুন পাঠিয়ে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক সাইটগুলোতে গুপ্তচরবৃত্তি করছিল।
তবে এর কয়েক ঘণ্টা পরে এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলে, বেলুনটি বেসামরিক কাজে ব্যবহার করা হচ্ছিল এবং এটি ভুল পথে যুক্তরাষ্ট্রের আকাশে প্রবেশ করেছিল। এটি নিছক দুর্ঘটনা ছাড়া আর কিছু নয়।
নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, চীনের নজরদারি বেলুনের টার্গেটে যুক্তরাষ্ট্র ছাড়াও রয়েছে জাপান, ভারত, ভিয়েতনাম, তাইওয়ান ও ফিলিপাইন। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। অন্তত ৪০টি দেশকে এ বিষয়ে যুক্তরাষ্ট্র সতর্ক করে দিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
যুক্তরাষ্ট্রের আকাশে ‘সন্দেহজনক বস্তু’ গুলি করে ভূপাতিত করার পর এবার কানাডার আকাশসীমায়ও অনুরূপ বস্তু দেখা গেছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানিয়েছেন, সন্দেহজনক বস্তুটিকে গুলি করে ভূপাতিত করা হয়েছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি আজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
জাস্টিন ট্রুডো বলেছেন, কানাডার উত্তর-পশ্চিমের ইউকন অঞ্চলের আকাশসীমায় সন্দেহজনক বস্তুটি শনাক্ত করার পর সেটি ধ্বংস করতে কানাডা ও যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান পাঠানো হয়। শেষে মার্কিন যুদ্ধবিমান এফ-২২ সেটিকে গুলি করে ভূপাতিত করে।
এর আগে গত শুক্রবার (১০ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলে আলাস্কার আকাশে প্রায় ৪০ হাজার ফুট উঁচুতে একটি সন্দেহজনক বস্তুকে উড়তে দেখা গিয়েছিল। পরে প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে বস্তুটিকে যুদ্ধবিমানের সহায়তায় গুলি করে ভূপাতিত করা হয়।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো গতকাল এক টুইটার পোস্টে বলেছেন, তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সন্দেহজনক বস্তুটি নিয়ে কথা বলেছেন। এখন কানাডার সেনাবাহিনী ওই বস্তুর ধ্বংসাবশেষ উদ্ধার করে বিশ্লেষণ করবে।
সন্দেহজনক বস্তুটিকে ভূপাতিত করার জন্য উত্তর আমেরিকার অ্যারোস্পেস ডিফেন্স কমান্ডকে ধন্যবাদও জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী।
এদিকে হোয়াইট হাউস বলেছে, বস্তুটি শনাক্ত করার পর ২৪ ঘণ্টা ধরে পর্যবেক্ষণ করা হয়েছে। পরে প্রেসিডেন্ট জো বাইডেন ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর অনুমতিক্রমে সেটি ভূপাতিত করা হয়েছে। উভয় দেশের নেতাই বস্তুটির ধ্বংসাবশেষ নিয়ে ব্যাপক পরীক্ষা-নিরীক্ষা ও বিশ্লেষণের নির্দেশ দিয়েছেন, যাতে বস্তুটির লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে জানা যায়।
পেন্টাগনের প্রেস সেক্রেটারি ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রাইডার বলেছেন, এ ব্যাপারে এফবিআই কানাডার নিরাপত্তা বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে।
এর আগে গত শনিবার (৪ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের জলসীমায় আটলান্টিক মহাসাগরে চীনা নজরদারি বেলুন যুদ্ধবিমানের সহায়তায় গুলি করে ভূপাতিত করা হয়। যুক্তরাষ্ট্রের অভিযোগ, চীন ওই বেলুন পাঠিয়ে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক সাইটগুলোতে গুপ্তচরবৃত্তি করছিল।
তবে এর কয়েক ঘণ্টা পরে এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলে, বেলুনটি বেসামরিক কাজে ব্যবহার করা হচ্ছিল এবং এটি ভুল পথে যুক্তরাষ্ট্রের আকাশে প্রবেশ করেছিল। এটি নিছক দুর্ঘটনা ছাড়া আর কিছু নয়।
নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, চীনের নজরদারি বেলুনের টার্গেটে যুক্তরাষ্ট্র ছাড়াও রয়েছে জাপান, ভারত, ভিয়েতনাম, তাইওয়ান ও ফিলিপাইন। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। অন্তত ৪০টি দেশকে এ বিষয়ে যুক্তরাষ্ট্র সতর্ক করে দিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
একজন বাক্প্রতিবন্ধী তরুণকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেছিলেন। কিন্তু সৎকারের জন্য চিতায় ওঠানোর ঠিক আগমুহূর্তে প্রাণ ফিরে পেয়েছেন রোহিতাশ! দুপুর ২টা নাগাদ চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য ফ্রিজিং করে রাখা হয়।
২ ঘণ্টা আগেউত্তর কোরিয়াকে তেল, ক্ষেপণাস্ত্র ও আর্থিক সহায়তা দিয়ে ইউক্রেন যুদ্ধের জন্য সৈন্য সহায়তা নিচ্ছে রাশিয়া। আজ শুক্রবার দক্ষিণ কোরিয়ার একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
২ ঘণ্টা আগেইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানাকে ইসরায়েলের ‘‘শেষ এবং রাজনৈতিক মৃত্যু’ হিসাবে অভিহিত করেছে ইরান।
৩ ঘণ্টা আগেভারতের মণিপুর রাজ্যে নতুন করে শুরু হওয়া সহিংসতার পরিপ্রেক্ষিতে ভারতের কেন্দ্রীয় সরকার সেখানে আরও ১০ হাজার সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। মিয়ানমারের সীমান্তবর্তী ওই রাজ্যটিতে এ নিয়ে কেন্দ্রীয় বাহিনীর মোট ২৮৮টি কোম্পানি মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছে এনডিটিভি।
৩ ঘণ্টা আগে