অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রে আবারও বন্দুকধারীর হামলার ঘটনা ঘটেছে। এবার ওকলাহোমার টুলশা শহরের সেন্ট ফ্রান্সিস হাসপাতালের একটি ভবনে গতকাল বুধবার বন্দুকধারীর গুলিতে চারজন নিহত হয়েছেন। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে ওই বন্দুকধারীর মরদেহ উদ্ধার করে। পুলিশের একজন উপপ্রধান কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন।
ঘটনার পর টুলশা পুলিশের উপপ্রধান এরিক ডাল্গলিশ সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, বন্দুকধারী স্বপ্রণোদিত হয়ে এ ঘটনা ঘটিয়েছে।’ বন্দুকধারীর সম্পূর্ণ পরিচয় এখনো জানা যায়নি বলেও জানিয়েছেন তিনি। এরিক ডাল্গলিশ বলেন, ‘বন্দুকধারীর সঙ্গে একটি রাইফেল ও একটি হ্যান্ডগান ছিল।’
এরিক ডাল্গলিশ আরও বলেন, ‘সেন্ট ফ্রান্সিস হাসপাতালের নাটালি মেডিকেল বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটেছে। হামলার সংবাদ পাওয়ামাত্র পুলিশ সেখানে পৌঁছেছে।’
টুলশা শহরের মেয়র জিটি বাইরাম পুলিশের ভূমিকার প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘পুলিশ বিভাগের নারী ও পুরুষ কর্মকর্তারা খুব দ্রুত পদক্ষেপ নিয়েছেন। এই ক্যাম্পাস (নাটালি মেডিকেল সেন্টার) আমাদের সম্প্রদায়ের এক পবিত্র স্থান।’
এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নিহতদের মধ্যে রোগী ও হাসপাতালের কর্মচারী রয়েছেন বলে প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে।
এ ঘটনায় বিবৃতি প্রকাশ করেছে হোয়াইট হাউস। বিবৃতিতে বলা হয়েছে, হামলার সংবাদ প্রেসিডেন্ট জো বাইডেনকে জানানো হয়েছে। বর্তমান পরিস্থিতিতে টুলমার স্থানীয় কর্মকর্তাদের সহায়তার প্রস্তাব দেওয়া হয়েছে।
বন্দুক হামলার ঘটনা যুক্তরাষ্ট্রে নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি স্কুলে বন্দুক হামলায় ১৯ জন শিক্ষার্থী ও দুজন শিক্ষক মারা যায়। এর আগে গত ১৫ মে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাফেলোতে একটি সুপার মার্কেটে বন্দুকধারীর গুলিতে অন্তত ১০ জন নিহত হয়েছে।
যুক্তরাষ্ট্রে আবারও বন্দুকধারীর হামলার ঘটনা ঘটেছে। এবার ওকলাহোমার টুলশা শহরের সেন্ট ফ্রান্সিস হাসপাতালের একটি ভবনে গতকাল বুধবার বন্দুকধারীর গুলিতে চারজন নিহত হয়েছেন। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে ওই বন্দুকধারীর মরদেহ উদ্ধার করে। পুলিশের একজন উপপ্রধান কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন।
ঘটনার পর টুলশা পুলিশের উপপ্রধান এরিক ডাল্গলিশ সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, বন্দুকধারী স্বপ্রণোদিত হয়ে এ ঘটনা ঘটিয়েছে।’ বন্দুকধারীর সম্পূর্ণ পরিচয় এখনো জানা যায়নি বলেও জানিয়েছেন তিনি। এরিক ডাল্গলিশ বলেন, ‘বন্দুকধারীর সঙ্গে একটি রাইফেল ও একটি হ্যান্ডগান ছিল।’
এরিক ডাল্গলিশ আরও বলেন, ‘সেন্ট ফ্রান্সিস হাসপাতালের নাটালি মেডিকেল বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটেছে। হামলার সংবাদ পাওয়ামাত্র পুলিশ সেখানে পৌঁছেছে।’
টুলশা শহরের মেয়র জিটি বাইরাম পুলিশের ভূমিকার প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘পুলিশ বিভাগের নারী ও পুরুষ কর্মকর্তারা খুব দ্রুত পদক্ষেপ নিয়েছেন। এই ক্যাম্পাস (নাটালি মেডিকেল সেন্টার) আমাদের সম্প্রদায়ের এক পবিত্র স্থান।’
এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নিহতদের মধ্যে রোগী ও হাসপাতালের কর্মচারী রয়েছেন বলে প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে।
এ ঘটনায় বিবৃতি প্রকাশ করেছে হোয়াইট হাউস। বিবৃতিতে বলা হয়েছে, হামলার সংবাদ প্রেসিডেন্ট জো বাইডেনকে জানানো হয়েছে। বর্তমান পরিস্থিতিতে টুলমার স্থানীয় কর্মকর্তাদের সহায়তার প্রস্তাব দেওয়া হয়েছে।
বন্দুক হামলার ঘটনা যুক্তরাষ্ট্রে নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি স্কুলে বন্দুক হামলায় ১৯ জন শিক্ষার্থী ও দুজন শিক্ষক মারা যায়। এর আগে গত ১৫ মে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাফেলোতে একটি সুপার মার্কেটে বন্দুকধারীর গুলিতে অন্তত ১০ জন নিহত হয়েছে।
একজন বাক্প্রতিবন্ধী তরুণকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেছিলেন। কিন্তু সৎকারের জন্য চিতায় ওঠানোর ঠিক আগমুহূর্তে প্রাণ ফিরে পেয়েছেন রোহিতাশ! দুপুর ২টা নাগাদ চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য ফ্রিজিং করে রাখা হয়।
৮ ঘণ্টা আগেউত্তর কোরিয়াকে তেল, ক্ষেপণাস্ত্র ও আর্থিক সহায়তা দিয়ে ইউক্রেন যুদ্ধের জন্য সৈন্য সহায়তা নিচ্ছে রাশিয়া। আজ শুক্রবার দক্ষিণ কোরিয়ার একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
৮ ঘণ্টা আগেইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানাকে ইসরায়েলের ‘‘শেষ এবং রাজনৈতিক মৃত্যু’ হিসাবে অভিহিত করেছে ইরান।
৯ ঘণ্টা আগেভারতের মণিপুর রাজ্যে নতুন করে শুরু হওয়া সহিংসতার পরিপ্রেক্ষিতে ভারতের কেন্দ্রীয় সরকার সেখানে আরও ১০ হাজার সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। মিয়ানমারের সীমান্তবর্তী ওই রাজ্যটিতে এ নিয়ে কেন্দ্রীয় বাহিনীর মোট ২৮৮টি কোম্পানি মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছে এনডিটিভি।
১০ ঘণ্টা আগে