অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী জেনেট ইয়েলেন আজ সোমবার চীনকে সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের নতুন শিল্পকে ক্ষতিগ্রস্ত করতে পারে, এমন চীনা আমদানিকে অনুমোদন করবে না ওয়াশিংটন। বেইজিংকে তার অতিরিক্ত শিল্প ক্ষমতার লাগাম টেনে ধরার জন্য অনুরোধ করে চার দিনের চীন সফরের ইতি টেনেছেন ইয়েলেন। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
সংবাদ সম্মেলনে জেনেট ইয়েলেন বলেন, ২০০০-এর দশকের শুরুতে চীনা আমদানি পণ্যের ধাক্কায় প্লাবিত হয়ে গিয়েছিল বাজার, ধ্বংস হয়ে গিয়েছিল যুক্তরাষ্ট্রের প্রায় ২০ লাখ উৎপাদন সংশ্লিষ্ট কর্মসংস্থান। সে ঘটনার পুনরাবৃত্তি যেন আর না ঘটে, সে ব্যাপারে সতর্ক করে দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।
বৈদ্যুতিক যানবাহন, ব্যাটারি, সৌর প্যানেল এবং অন্যান্য সবুজ শক্তির পণ্যগুলোতে বেইজিং তার বিশাল রাষ্ট্রীয় সহায়তা অব্যাহত রাখলে যুক্তরাষ্ট্র চীনের ওপর নতুন করে শুল্ক বা অন্যান্য বাণিজ্য নিষেধাজ্ঞার হুমকি দেবে না বলে জানান ইয়েলেন।
নয় মাসের মধ্যে দ্বিতীয়বার চীন সফর করলেন জেনেট ইয়েলেন। এই সফরে তিনি অভিযোগ করেন যে, চীনের অত্যধিক বিনিয়োগের ফলে দেশটির কারখানায় উৎপাদিত পণ্য অভ্যন্তরীণ চাহিদা মিটিয়েও বেশি থেকে যাচ্ছে। এই বাড়তি পণ্য রপ্তানির ফলে যুক্তরাষ্ট্র এবং অন্য দেশের শিল্পগুলো পড়ছে হুমকির মুখে।
এই অতিরিক্ত উৎপাদন-সম্পর্কিত সমস্যার সমাধান নিয়ে আলোচনার জন্য নতুন একটি এক্সচেঞ্জ ফোরামের কথাও বলেন তিনি। একই ধরনের ঘটনায় যুক্তরাষ্ট্রকে যে অতীতেও ভুগতে হয়েছে সে কথাও মনে করিয়ে দেন মার্কিন অর্থমন্ত্রী।
তিনি বলেন, ‘আমরা এর আগেও এমনটি দেখেছি। এক দশকেরও বেশি আগে সরকারি সহায়তার ফলে কম দামে প্রচুর পরিমাণে ইস্পাত উৎপাদন করেছিল চীন। সেই কম দামি ইস্পাতে সয়লাব হয়ে গিয়েছিল বিশ্ব বাজার। এতে ধ্বংস হয় গিয়েছিল যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অনেক শিল্প প্রতিষ্ঠান।’
ইয়েলেন বলেন, ‘আমি পরিষ্কার করছি যে প্রেসিডেন্ট বাইডেন এবং আমি কোনোভাবেই আর তেমনটা ঘটতে দেব না। বিশ্ববাজার কৃত্রিমভাবে সস্তা চীনা পণ্যে সয়লাব হলে মার্কিন এবং অন্য বিদেশি সংস্থাগুলোর কার্যকারিতা প্রশ্নবিদ্ধ হয়।’
যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী আরও বলেন, চীনা কর্মকর্তাদের সঙ্গে তাঁর বৈঠকে মার্কিন স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়েছে। সে সঙ্গে, চীনের অতিরিক্ত শিল্পোৎপাদন ক্ষমতা নিয়ে যুক্তরাষ্ট্রের মতো একই উদ্বেগে রয়েছে ইউরোপ, জাপান, মেক্সিকো, ফিলিপাইন এবং অন্যান্য উদীয়মান বাজার।
যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী জেনেট ইয়েলেন আজ সোমবার চীনকে সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের নতুন শিল্পকে ক্ষতিগ্রস্ত করতে পারে, এমন চীনা আমদানিকে অনুমোদন করবে না ওয়াশিংটন। বেইজিংকে তার অতিরিক্ত শিল্প ক্ষমতার লাগাম টেনে ধরার জন্য অনুরোধ করে চার দিনের চীন সফরের ইতি টেনেছেন ইয়েলেন। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
সংবাদ সম্মেলনে জেনেট ইয়েলেন বলেন, ২০০০-এর দশকের শুরুতে চীনা আমদানি পণ্যের ধাক্কায় প্লাবিত হয়ে গিয়েছিল বাজার, ধ্বংস হয়ে গিয়েছিল যুক্তরাষ্ট্রের প্রায় ২০ লাখ উৎপাদন সংশ্লিষ্ট কর্মসংস্থান। সে ঘটনার পুনরাবৃত্তি যেন আর না ঘটে, সে ব্যাপারে সতর্ক করে দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।
বৈদ্যুতিক যানবাহন, ব্যাটারি, সৌর প্যানেল এবং অন্যান্য সবুজ শক্তির পণ্যগুলোতে বেইজিং তার বিশাল রাষ্ট্রীয় সহায়তা অব্যাহত রাখলে যুক্তরাষ্ট্র চীনের ওপর নতুন করে শুল্ক বা অন্যান্য বাণিজ্য নিষেধাজ্ঞার হুমকি দেবে না বলে জানান ইয়েলেন।
নয় মাসের মধ্যে দ্বিতীয়বার চীন সফর করলেন জেনেট ইয়েলেন। এই সফরে তিনি অভিযোগ করেন যে, চীনের অত্যধিক বিনিয়োগের ফলে দেশটির কারখানায় উৎপাদিত পণ্য অভ্যন্তরীণ চাহিদা মিটিয়েও বেশি থেকে যাচ্ছে। এই বাড়তি পণ্য রপ্তানির ফলে যুক্তরাষ্ট্র এবং অন্য দেশের শিল্পগুলো পড়ছে হুমকির মুখে।
এই অতিরিক্ত উৎপাদন-সম্পর্কিত সমস্যার সমাধান নিয়ে আলোচনার জন্য নতুন একটি এক্সচেঞ্জ ফোরামের কথাও বলেন তিনি। একই ধরনের ঘটনায় যুক্তরাষ্ট্রকে যে অতীতেও ভুগতে হয়েছে সে কথাও মনে করিয়ে দেন মার্কিন অর্থমন্ত্রী।
তিনি বলেন, ‘আমরা এর আগেও এমনটি দেখেছি। এক দশকেরও বেশি আগে সরকারি সহায়তার ফলে কম দামে প্রচুর পরিমাণে ইস্পাত উৎপাদন করেছিল চীন। সেই কম দামি ইস্পাতে সয়লাব হয়ে গিয়েছিল বিশ্ব বাজার। এতে ধ্বংস হয় গিয়েছিল যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অনেক শিল্প প্রতিষ্ঠান।’
ইয়েলেন বলেন, ‘আমি পরিষ্কার করছি যে প্রেসিডেন্ট বাইডেন এবং আমি কোনোভাবেই আর তেমনটা ঘটতে দেব না। বিশ্ববাজার কৃত্রিমভাবে সস্তা চীনা পণ্যে সয়লাব হলে মার্কিন এবং অন্য বিদেশি সংস্থাগুলোর কার্যকারিতা প্রশ্নবিদ্ধ হয়।’
যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী আরও বলেন, চীনা কর্মকর্তাদের সঙ্গে তাঁর বৈঠকে মার্কিন স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়েছে। সে সঙ্গে, চীনের অতিরিক্ত শিল্পোৎপাদন ক্ষমতা নিয়ে যুক্তরাষ্ট্রের মতো একই উদ্বেগে রয়েছে ইউরোপ, জাপান, মেক্সিকো, ফিলিপাইন এবং অন্যান্য উদীয়মান বাজার।
আশঙ্কা করা হয়, অচিরেই পৃথিবীতে ষষ্ঠ মহা বিলুপ্তির কাল আসবে। তবে বিখ্যাত প্রাইমাটোলজিস্ট এবং সংরক্ষণবাদী জেন গুডঅল সতর্ক করেছেন, সেই মহা বিলুপ্তির কাল ভবিষ্যতে ঘটবে এমন নয়, বরং এটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে।
৩৩ মিনিট আগেএবার ছিল মিস ইউনিভার্সের ৭৩ তম আয়োজন। মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার সর্বশেষ ধাপে স্থান করে নিয়েছিলেন নাইজেরিয়া, মেক্সিকো, থাইল্যান্ড, ভেনেজুয়েলা ও ডেনমার্কের প্রতিযোগীরা। তবে শেষ পর্যন্ত ডেনমার্কই পুরস্কারটি জিতে নিয়ে ইতিহাস গড়েছে।
২ ঘণ্টা আগেসৌদি আরবে বাণিজ্যিক উদ্দেশ্যে জাতীয়, ধর্মীয় ও গোষ্ঠী প্রতীক ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের দেওয়া নিষেধাজ্ঞার বিষয়টি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সৌদি গ্যাজেটের প্রতিবেদন থেকে জানা গেছে। ৯০ দিনের মধ্যে নিষেধাজ্ঞা কার্যকর না করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
২ ঘণ্টা আগেঅবসরে যাওয়ার প্রায় দুই দশক পর আবারও রিংয়ে ফিরে পুরো পৃথিবীকে তাক লাগালেন বর্তমানে ৫৮ বছর বয়সী সাবেক বিশ্বসেরা বক্সার মাইক টাইসন। শুধু তাই নয়, সর্বশেষ লড়াইয়ে তিনি ২৭ বছর বয়সী তরতাজা বক্সার জ্যাক পলকে চ্যালেঞ্জ জানান।
৩ ঘণ্টা আগে