গাড়ি উড়ে গিয়ে পড়ল গাছের মাথায়, যুক্তরাষ্ট্রে ৩ ভারতীয় নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৪, ১৭: ০৩
আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ১৭: ২৪

মার্কিন যুক্তরাষ্ট্রে একটি সড়ক দুর্ঘটনায় তিন ভারতীয় নারী নিহত হয়েছেন। আজ শনিবার সাউথ ক্যারোলিনা অঙ্গরাজ্যের গ্রিনভিল কাউন্টিতে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, সেতুর ওপর দিয়ে দ্রুতবেগে যাচ্ছিল গাড়িটি। আর তখনই ঘটে দুর্ঘটনা। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। 

নিহতরা হলেন—রেহাবেন প্যাটেল, সঙ্গীতাবেন প্যাটেল এবং মনীষাবেন প্যাটেল। তাঁরা সবাই গুজরাটের আনন্দ জেলার বাসিন্দা। 

গ্রিনভিল কাউন্টি করোনার অফিস বলেছে, স্পোর্ট ইউটিলটি ভিকলটি (এসইউভি) দ্রুতবেগে অঙ্গরাজ্যের উত্তর দিকে যাচ্ছিল। স্টাউনটন ব্রিজ রোডের সেতুর ওপর দিয়ে যাওয়ার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ২০ ফুট দূরে একটি গাছের ওপর গিয়ে পড়ে। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় আহত আরও একজনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। 

ডেপুটি করোনার মাইক এলিস জানান, গাড়িটির গতি নির্ধারিত গতির চেয়ে অনেক বেশি ছিল। এতেই দুর্ঘটনা ঘটেছে। এতে অন্য কোনো গাড়ির সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। 

মাইক এলিস বলেন, ‘দুর্ঘটনার পর কোনো গাড়ি ৪-৬ লেন ছেড়ে বাইরে গিয়ে পড়া সাধারণ দুর্ঘটনা নয়। গাড়িটি এত দ্রুত গতিতে চলছিল য়ে প্রায় ২০ ফুট দূরে জঙ্গলে গিয়ে পড়েছে।’ 

খবর পেয়ে সাউথ ক্যারোলিনা হাইওয়ে প্যাট্রোল, গ্যান্ট ফায়ার রেসকিউ এবং একাধিক গ্রিনভিল কাউন্টির জরুরি ইউনিটসহ জরুরি পরিষেবাগুলো দুর্ঘটনাস্থলে পৌঁছায়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত