Ajker Patrika

সম্পদের সিংহভাগ দান করতে চান জেফ বেজোস

অনলাইন ডেস্ক
আপডেট : ১৫ নভেম্বর ২০২২, ১১: ২৩
সম্পদের সিংহভাগ দান করতে চান জেফ বেজোস

বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস তাঁর বিপুল পরিমাণ সম্পদের সিংহভাগ দাতব্য প্রতিষ্ঠানে দান করবেন বলে জানিয়েছেন। সম্প্রতি মার্কিন গণমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে বেজোস তাঁর এই ইচ্ছার কথা জানিয়েছেন।

জেফ বেজোসের সম্পদের পরিমাণ ১২ হাজার ৪০০ কোটি ডলার। তিনি সিএনএনকে বলেছেন, এই সম্পদের বেশির ভাগ তিনি দাতব্য প্রতিষ্ঠানে দিতে চান, যাতে জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও মানবতার প্রয়োজনে ব্যয় করা যায়।

বিশ্বের অনেক ধনী ব্যক্তিই দাতব্য প্রতিষ্ঠানে নিজেদের সম্পদ ব্যয় করে থাকেন। সে ক্ষেত্রে দাতব্য প্রতিষ্ঠানে নিজের সম্পদ ব্যয় না করার জন্য অতীতে সমালোচিত ছিলেন বিশ্বের এই অন্যতম শীর্ষ ধনকুবের। এই প্রথমবারের মতো তিনি প্রকাশ্যে দাতব্য প্রতিষ্ঠানে সম্পদ দান করার ঘোষণা দিলেন।

স্থানীয় সময় শনিবার সিএনএনের সাংবাদিক ক্লোই মেলাসকে এই সাক্ষাৎকার দেন জেফ বেজোস। সাক্ষাৎকারটি ধারণ করা হয়েছে ওয়াশিংটন ডিসিতে বেজোসের বাড়িতে। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সমাজসেবক লরেন সানচেজ।

বেজোস তাঁর জীবদ্দশাতেই সম্পদের সিংহভাগ দান করতে চান কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হ্যাঁ, আমি তা করব।’

বেজোস দাতব্য কাজে ব্যবহারের জন্য সংগীত তারকা ও জনহিতৈষী ডলি পার্টনকে ১০ কোটি ডলার দান করার পরে নিজের এই পরিকল্পনার কথা জানান। প্রায় ২০ মিনিটের সাক্ষাৎকারে রাজনৈতিক বিষয়, সম্ভাব্য অর্থনৈতিক মন্দা, মহাকাশভ্রমণের পরিকল্পনা, ব্যবসায়িক অংশীদারত্ব ইত্যাদি বিষয় নিয়ে খোলামেলা কথা বলেছেন জেফ বেজোস।

এর আগে বিশ্বের অন্যান্য শীর্ষ ধনী যেমন ওয়ারেন বাফেট, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস এবং বেজোসের সাবেক স্ত্রী ম্যাকেনজি স্কট নিজেদের সম্পদ দান করার ঘোষণা দিয়েছেন। এত দিন বেজোস এ ধরনের ঘোষণা না দিলেও শেষ পর্যন্ত তিনিও দাতব্য কাজে সম্পদ ব্যয়ের ঘোষণা দিলেন।

ই-কমার্স জায়ান্ট আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ১৯৯৪ সালে আমাজন প্রতিষ্ঠা করেন। এরপর বিশ্বব্যাপী আমাজনের ব্যবসা সম্প্রসারিত হলে তিনি বিশ্বের অন্যতম শীর্ষ ধনীতে পরিণত হন। তবে ২০২১ সালে আমাজনের প্রধান নির্বাহীর পদ থেকে পদত্যাগ করেছেন বেজোস। এখন তিনি প্রতিষ্ঠানটির পর্ষদের চেয়ারম্যান হিসেবে রয়েছেন। আমাজন ছাড়াও প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এবং মহাকাশ পর্যটন কোম্পানি ব্লু অরিজিনের মালিক জেফ বেজোস। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত