সুপার টুয়েসডে: অধিকাংশ অঙ্গরাজ্যে জয়ের পথে ট্রাম্প ও বাইডেন

অনলাইন ডেস্ক
প্রকাশ : ০৬ মার্চ ২০২৪, ১০: ০৬
আপডেট : ০৬ মার্চ ২০২৪, ১০: ৪২

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে সুপার টুয়েসডে এক বহুল আলোচিত বিষয়। নির্বাচনের বছর মার্চ মাসের প্রথম মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশিসংখ্যক অঙ্গরাজ্যে একই সঙ্গে, একই দিনে প্রাইমারি বা ককাস নির্বাচন অনুষ্ঠিত হয়। চলতি বছরের ৫ মার্চ ছিল যুক্তরাষ্ট্রের সুপার টুয়েসডে। এখন পর্যন্ত পাওয়া খবর অনুসারে, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন নিজ নিজ দলের প্রাইমারি ও ককাসে জয়ের পথে আছেন। 

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৫ অঙ্গরাজ্যের মধ্যে প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ১৩টিতে। সেগুলো হলো—আলাবামা, আরকানসাস, ক্যালিফোর্নিয়া, কলোরাডো, মেইন, ম্যাসাচুসেটস, মিনেসোটা, নর্থ ক্যারোলিনা, ওকলাহোমা, টেনেসি, টেক্সাস, ভারমন্ট ও ভার্জিনিয়া। এ ছড়া, ককাস নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আলাস্কা ও ইউটাহে। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প ভার্জিনিয়া প্রাইমারিতে এগিয়ে আছেন। নর্থ ক্যারোলাইনা, ওকলাহোমায়ও এগিয়ে আছেন এই দুজন। ভারমন্টে জো বাইডেন এগিয়ে থাকলেও ডোনাল্ড ট্রাম্পের অবস্থান এখনো জানা যায়নি, বরং এখানে খানিকটা এগিয়ে আছেন ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী নিক্কি হ্যালি। 

টেনেসি অঙ্গরাজ্যে নিজ নিজ দলের প্রাইমারিতে এগিয়ে আছেন জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প। তবে ম্যাসাচুসেটস রিপাবলিকান প্রাইমারির ফলাফলে ডোনাল্ড ট্রাম্প এগিয়ে আছেন। ডেমোক্রেটিক প্রাইমারিতে স্পষ্ট জয়ের পথে আছেন বাইডেন। 

মেইন অঙ্গরাজ্যের রিপাবলিকান ও ডেমোক্রেটিক প্রাইমারিতে স্পষ্ট এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন। এই দুজন এগিয়ে আছেন আরকানসাস অঙ্গরাজ্যের প্রাইমারিতেও। মিনেসোটায়ও জয়ের পথে আছেন এই দুজন। কলোরাডো ও আলাবামায় নিজ নিজ দলের প্রাইমারিতে এগিয়ে এই দুই নেতা। 

অপর গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য টেক্সাসেও নিজ নিজ দলের প্রাইমারিতে জয়ের পথে আছেন। যে দুই অঙ্গরাজ্যে ককাস নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, তার মধ্যে আলাস্কার কোনো খবর এখনো জানা যায়নি। তবে বিবিসি জানিয়েছে, ইউটাহের ডেমোক্রেটিক ককাসে এগিয়ে আছেন জো বাইডেন। কিন্তু রিপাবলিকান ককাসের কী অবস্থা তা জানা যায়নি।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত