অনলাইন ডেস্ক
করোনাভাইরাসের অতি সংক্রামক ধরন ওমিক্রন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ায় শঙ্কা প্রকাশ করেছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনাঢ্য ব্যক্তি বিল গেটস। গতকাল মঙ্গলবার একাধিক টুইট বার্তায় এই পরিস্থিতিতে মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা।
ওমিক্রন সংক্রমণের কারণে নিজের আসন্ন ছুটির দিনের বেশির ভাগ পরিকল্পনা বাতিল করেছেন বলেও জানিয়েছেন তিনি।
গেটসের টুইটগুলো ওমিক্রন ভেরিয়েন্টের ভয়াবহতার ওপর জোর দিয়ে লেখা হয়েছে।
একটি টুইট বার্তায় বিল গেটস বলেন, ইতিহাসের যেকোনো ভাইরাসের চেয়ে ওমিক্রন দ্রুত ছড়িয়ে পড়ছে। এটি শিগগিরই বিশ্বের প্রতিটি দেশে হবে
আরেকটি টুইট বার্তায় মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বলেন, আমাদেরকে এই সত্য উপলব্ধি করতে হবে যে, আমরা করোনা মহামারির সবচেয়ে খারাপ অংশে প্রবেশ করতে পারি।
আরেকটি টুইটে বিল গেটস বলেন, ওমিক্রনে সংক্রমিত ব্যক্তি ঠিক কতটা অসুস্থ হবে, সেটি আমরা ঠিক জানি না। এমনকি ওমিক্রন যদি ডেল্টার তুলনায় মাত্র অর্ধেক মাত্রায়ও ক্ষমতাসম্পন্ন হয় তাহলেও সেটি ইতিহাসের সবেচেয়ে বেশি সংক্রামক পরিস্থিতি সৃষ্টি করতে পারে। কারণ করোনার এই ভ্যারিয়েন্টটি খুবই সংক্রামক।
ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে বিল গেটস যখন এমন শঙ্কা প্রকাশ করলেন যখন যুক্তরাষ্ট্রে নতুন করে করোনায় আক্রান্তদের ৭৩ শতাংশেরও বেশি মানুষ ভাইরাসের নতুন ধরনের কারণে সংক্রমিত হয়েছেন। মাত্র এক সপ্তাহের মধ্যে ওমিক্রনে সংক্রমণের হার ৩ শতাংশ থেকে একলাফে ৭৩ শতাংশে পৌঁছেছে।
এমন পরিস্থিতিতে মার্কিনিদের টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এমনকি টিকার উভয় ডোজ সম্পন্ন করা ব্যক্তিদের বুস্টার ডোজ নেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি। অনেকটা একই সুর উঠে এসেছে বিল গেটসের টুইটেও।
মাইক্রোসফটের এই সহ-প্রতিষ্ঠাতার ভাষায়, করোনা টিকার বুস্টার ডোজ সবচেয়ে ভালো সুরক্ষা দেয়।
প্রথমে শঙ্কা প্রকাশ করলেও শেষ দিকে ইতিবাচকভাবে টুইট শেষ করেছেন বিল গেটস। শেষ টুইট বার্তায় তিনি বলেন, চিরকাল এই মহামারি থাকবে না। একদিন এটি শেষ হবে। আমরা যত ভালোভাবে একে অপরের যত্ন নেব, তত তাড়াতাড়ি সেই সময় আসবে।
করোনাভাইরাসের অতি সংক্রামক ধরন ওমিক্রন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ায় শঙ্কা প্রকাশ করেছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনাঢ্য ব্যক্তি বিল গেটস। গতকাল মঙ্গলবার একাধিক টুইট বার্তায় এই পরিস্থিতিতে মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা।
ওমিক্রন সংক্রমণের কারণে নিজের আসন্ন ছুটির দিনের বেশির ভাগ পরিকল্পনা বাতিল করেছেন বলেও জানিয়েছেন তিনি।
গেটসের টুইটগুলো ওমিক্রন ভেরিয়েন্টের ভয়াবহতার ওপর জোর দিয়ে লেখা হয়েছে।
একটি টুইট বার্তায় বিল গেটস বলেন, ইতিহাসের যেকোনো ভাইরাসের চেয়ে ওমিক্রন দ্রুত ছড়িয়ে পড়ছে। এটি শিগগিরই বিশ্বের প্রতিটি দেশে হবে
আরেকটি টুইট বার্তায় মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বলেন, আমাদেরকে এই সত্য উপলব্ধি করতে হবে যে, আমরা করোনা মহামারির সবচেয়ে খারাপ অংশে প্রবেশ করতে পারি।
আরেকটি টুইটে বিল গেটস বলেন, ওমিক্রনে সংক্রমিত ব্যক্তি ঠিক কতটা অসুস্থ হবে, সেটি আমরা ঠিক জানি না। এমনকি ওমিক্রন যদি ডেল্টার তুলনায় মাত্র অর্ধেক মাত্রায়ও ক্ষমতাসম্পন্ন হয় তাহলেও সেটি ইতিহাসের সবেচেয়ে বেশি সংক্রামক পরিস্থিতি সৃষ্টি করতে পারে। কারণ করোনার এই ভ্যারিয়েন্টটি খুবই সংক্রামক।
ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে বিল গেটস যখন এমন শঙ্কা প্রকাশ করলেন যখন যুক্তরাষ্ট্রে নতুন করে করোনায় আক্রান্তদের ৭৩ শতাংশেরও বেশি মানুষ ভাইরাসের নতুন ধরনের কারণে সংক্রমিত হয়েছেন। মাত্র এক সপ্তাহের মধ্যে ওমিক্রনে সংক্রমণের হার ৩ শতাংশ থেকে একলাফে ৭৩ শতাংশে পৌঁছেছে।
এমন পরিস্থিতিতে মার্কিনিদের টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এমনকি টিকার উভয় ডোজ সম্পন্ন করা ব্যক্তিদের বুস্টার ডোজ নেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি। অনেকটা একই সুর উঠে এসেছে বিল গেটসের টুইটেও।
মাইক্রোসফটের এই সহ-প্রতিষ্ঠাতার ভাষায়, করোনা টিকার বুস্টার ডোজ সবচেয়ে ভালো সুরক্ষা দেয়।
প্রথমে শঙ্কা প্রকাশ করলেও শেষ দিকে ইতিবাচকভাবে টুইট শেষ করেছেন বিল গেটস। শেষ টুইট বার্তায় তিনি বলেন, চিরকাল এই মহামারি থাকবে না। একদিন এটি শেষ হবে। আমরা যত ভালোভাবে একে অপরের যত্ন নেব, তত তাড়াতাড়ি সেই সময় আসবে।
যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, মুক্তির অন্তত ২৪ ঘণ্টা আগে হামাসকে জিম্মিদের নামের তালিকা সরবরাহ করতে হবে। তবে এখনো হামাস এই তালিকা প্রকাশ করেনি। রোববার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় বিকেল ৪টা পর্যন্ত জিম্মিদের মুক্তির সময়সীমা...
৪ ঘণ্টা আগেএকজন বন্দুকধারী সুপ্রিম কোর্টে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই দুই বিচারক নিহত হন। এ সময় আদালতের একজন নিরাপত্তা কর্মী আহত হন। বন্দুকধারী পালানোর সময় আত্মহত্যা করেছে বলে জানিয়েছে মিজান।
৪ ঘণ্টা আগেপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় দেওয়া সাজার রায় চ্যালেঞ্জ করার ঘোষণা দিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলটির অভিযোগ, এই রায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তবে সরকার বলছে, এই সাজা ইমরান খানের প্রাপ্য ছিল।
৮ ঘণ্টা আগেআগামী ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি অ্যারো ইন্ডিয়া ২০২৫–এর ১৫ তম প্রদর্শনী বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা বিমানঘাঁটি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা বিমানঘাঁটির ১৩ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে মাংস বিক্রি ও পরিবেশনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
৮ ঘণ্টা আগে