অনলাইন ডেস্ক
রাশিয়ার বিরুদ্ধে লড়াইরত ইউক্রেনকে দূরপাল্লার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনর চলমান পাল্টা আক্রমণে সহায়তা করতেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই পরিকল্পনায় সায় দিয়েছেন। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে।
বিষয়টির সঙ্গে পরিচিত শীর্ষস্থানীয় মার্কিন কর্মকর্তারা বলেছেন, ইউক্রেনকে দূরপাল্লার অত্যাধুনিক আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম বা এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র দেওয়া হবে। এই ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা ১৯০ মাইল বা প্রায় ৩০০ কিলোমিটার। গত সপ্তাহের শেষ দিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ওয়াশিংটন সফরের সময় এই ক্ষেপণাস্ত্র চাইলেও সে সময় যুক্তরাষ্ট্র কোনো প্রতিশ্রুতি দেয়নি।
বেনামি একটি সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি ও ওয়াল স্ট্রিট জার্নাল পৃথক প্রতিবেদনে জানিয়েছে, গত বৃহস্পতিবার জেলেনস্কির সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকের সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের প্রেসিডেন্টকে ‘অল্পসংখ্যক’ এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র দেওয়া হবে বলে জানিয়েছেন। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই ক্ষেপণাস্ত্রগুলো সরবরাহ করা হবে।
এই ক্ষেপণাস্ত্রগুলো ইউক্রেনকে রণক্ষেত্রে রাশিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা দেবে। তবে ইউক্রেন বা যুক্তরাষ্ট্র এখনো আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
গত বৃহস্পতিবারের বৈঠকের সময় ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ও আব্রামস ট্যাংকসহ প্রায় ১৩ কোটি ডলারের সামরিক সহায়তার ঘোষণা দেন জো বাইডেন। হোয়াইট হাউসে জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, ‘আগামী সপ্তাহেই ইউক্রেনে প্রথম আব্রামস ট্যাংক পৌঁছাবে।’ বাইডেন জানান, তিনি ইউক্রেনের জন্য আরও নতুন সহায়তা প্যাকেজের প্রস্তাব দিয়েছেন। এই সহায়তা প্যাকেজের মধ্যে রয়েছে—আকাশ প্রতিরক্ষাব্যবস্থা, হিমার্স রকেটের গোলা, অ্যান্টি ট্যাংক অস্ত্র এবং অন্যান্য গোলাবারুদ।
হোয়াইট হাউসে বাইডেন প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে জেলেনস্কি অনবরত সাহায্যের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় তিনি দাবি করেন, ওয়াশিংটনের সঙ্গে তাঁর আলোচনা দৃঢ় ও ফলপ্রসূ হয়েছে।
ইউক্রেন যুদ্ধ চলার সময় উল্লেখ করে জেলেনস্কি বলেন, ‘এই ৫৭৫ দিন আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।’ তিনি আরও বলেন, ‘মার্কিন জনগণকে ধন্যবাদ, তারা এত দিন ধরে আমাদের সঙ্গে, আমাদের সাধারণ জনগণের পাশে থেকেছে।’
রাশিয়ার বিরুদ্ধে লড়াইরত ইউক্রেনকে দূরপাল্লার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনর চলমান পাল্টা আক্রমণে সহায়তা করতেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই পরিকল্পনায় সায় দিয়েছেন। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে।
বিষয়টির সঙ্গে পরিচিত শীর্ষস্থানীয় মার্কিন কর্মকর্তারা বলেছেন, ইউক্রেনকে দূরপাল্লার অত্যাধুনিক আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম বা এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র দেওয়া হবে। এই ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা ১৯০ মাইল বা প্রায় ৩০০ কিলোমিটার। গত সপ্তাহের শেষ দিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ওয়াশিংটন সফরের সময় এই ক্ষেপণাস্ত্র চাইলেও সে সময় যুক্তরাষ্ট্র কোনো প্রতিশ্রুতি দেয়নি।
বেনামি একটি সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি ও ওয়াল স্ট্রিট জার্নাল পৃথক প্রতিবেদনে জানিয়েছে, গত বৃহস্পতিবার জেলেনস্কির সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকের সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের প্রেসিডেন্টকে ‘অল্পসংখ্যক’ এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র দেওয়া হবে বলে জানিয়েছেন। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই ক্ষেপণাস্ত্রগুলো সরবরাহ করা হবে।
এই ক্ষেপণাস্ত্রগুলো ইউক্রেনকে রণক্ষেত্রে রাশিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা দেবে। তবে ইউক্রেন বা যুক্তরাষ্ট্র এখনো আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
গত বৃহস্পতিবারের বৈঠকের সময় ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ও আব্রামস ট্যাংকসহ প্রায় ১৩ কোটি ডলারের সামরিক সহায়তার ঘোষণা দেন জো বাইডেন। হোয়াইট হাউসে জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, ‘আগামী সপ্তাহেই ইউক্রেনে প্রথম আব্রামস ট্যাংক পৌঁছাবে।’ বাইডেন জানান, তিনি ইউক্রেনের জন্য আরও নতুন সহায়তা প্যাকেজের প্রস্তাব দিয়েছেন। এই সহায়তা প্যাকেজের মধ্যে রয়েছে—আকাশ প্রতিরক্ষাব্যবস্থা, হিমার্স রকেটের গোলা, অ্যান্টি ট্যাংক অস্ত্র এবং অন্যান্য গোলাবারুদ।
হোয়াইট হাউসে বাইডেন প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে জেলেনস্কি অনবরত সাহায্যের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় তিনি দাবি করেন, ওয়াশিংটনের সঙ্গে তাঁর আলোচনা দৃঢ় ও ফলপ্রসূ হয়েছে।
ইউক্রেন যুদ্ধ চলার সময় উল্লেখ করে জেলেনস্কি বলেন, ‘এই ৫৭৫ দিন আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।’ তিনি আরও বলেন, ‘মার্কিন জনগণকে ধন্যবাদ, তারা এত দিন ধরে আমাদের সঙ্গে, আমাদের সাধারণ জনগণের পাশে থেকেছে।’
একজন বাক্প্রতিবন্ধী তরুণকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেছিলেন। কিন্তু সৎকারের জন্য চিতায় ওঠানোর ঠিক আগমুহূর্তে প্রাণ ফিরে পেয়েছেন রোহিতাশ! দুপুর ২টা নাগাদ চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য ফ্রিজিং করে রাখা হয়।
৯ ঘণ্টা আগেউত্তর কোরিয়াকে তেল, ক্ষেপণাস্ত্র ও আর্থিক সহায়তা দিয়ে ইউক্রেন যুদ্ধের জন্য সৈন্য সহায়তা নিচ্ছে রাশিয়া। আজ শুক্রবার দক্ষিণ কোরিয়ার একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
৯ ঘণ্টা আগেইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানাকে ইসরায়েলের ‘‘শেষ এবং রাজনৈতিক মৃত্যু’ হিসাবে অভিহিত করেছে ইরান।
১০ ঘণ্টা আগেভারতের মণিপুর রাজ্যে নতুন করে শুরু হওয়া সহিংসতার পরিপ্রেক্ষিতে ভারতের কেন্দ্রীয় সরকার সেখানে আরও ১০ হাজার সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। মিয়ানমারের সীমান্তবর্তী ওই রাজ্যটিতে এ নিয়ে কেন্দ্রীয় বাহিনীর মোট ২৮৮টি কোম্পানি মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছে এনডিটিভি।
১১ ঘণ্টা আগে