অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে চূড়ান্ত প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে বিভিন্ন অঙ্গরাজ্যে অনুষ্ঠিত হচ্ছে প্রাইমারি-ককাস নির্বাচন। এরই মধ্যে বেশ কয়েকটি অঙ্গরাজ্যে প্রাইমারি বা ককাস নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যেখানে রিপাবলিকান প্রাইমারি বা ককাসে ডোনাল্ড ট্রাম্প সবগুলোতেই জয় পেয়েছেন। তবে ওয়াশিংটন ডিসির প্রাইমারিতে ট্রাম্পকে হারিয়ে দিয়েছেন নিক্কি হ্যালি।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পকে হারিয়ে এই প্রথমবারের প্রাইমারি জিতলেন নিক্কি হ্যালি। প্রথম নারী প্রার্থী হিসেবে রিপাবলিকান প্রাইমারি জিতেছেন নিক্কি হ্যালি। তবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে এখনো যোজন যোজন এগিয়ে ট্রাম্প।
জাতিসংঘে সাবেক মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা নিক্কি হ্যালি ওয়াশিংটন ডিসির প্রাইমারিতে ৬২ দশমিক ৯ শতাংশ ভোট পেয়েছেন। বিপরীতে ট্রাম্প পেয়েছেন ৩৩ দশমিক ২ শতাংশ ভোট।
এর আগে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প মিশিগান, মিজৌরি এবং আইডাহো রিপাবলিকান ককাসে জয় লাভ করেন। তিন অঙ্গরাজ্যেই ট্রাম্প রিপাবলিকান পার্টি থেকে প্রেসিডেন্ট পদে মনোনয়নের দৌড়ে টিকে থাকা শেষ প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালিকে বড় ব্যবধানে হারিয়েছেন।
রিপাবলিকান পার্টির মিশিগান রাজ্য শাখা জানিয়েছে, সেখানকার ১৩টি ডিসট্রিক্টের সব কটিতেই নিকি হ্যালিকে হারিয়েছেন ট্রাম্প। তিনি পেয়েছেন প্রায় ৯৮ শতাংশ সমর্থন। ট্রাম্পের ১৫৭৫ ভোটের বিপরীতে হ্যালি পান মাত্র ৩৬ ভোট।
তারও আগে, আইওয়া, নিউ হ্যাম্পশায়ার, নেভাদা, দ্য ইউএস ভার্জিন আইল্যান্ডস ও নিক্কি হ্যালির নিজ অঙ্গরাজ্য সাউথ ক্যারোলিনা প্রাইমারি ও ককাসে জিতেছেন ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে চূড়ান্ত প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে বিভিন্ন অঙ্গরাজ্যে অনুষ্ঠিত হচ্ছে প্রাইমারি-ককাস নির্বাচন। এরই মধ্যে বেশ কয়েকটি অঙ্গরাজ্যে প্রাইমারি বা ককাস নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যেখানে রিপাবলিকান প্রাইমারি বা ককাসে ডোনাল্ড ট্রাম্প সবগুলোতেই জয় পেয়েছেন। তবে ওয়াশিংটন ডিসির প্রাইমারিতে ট্রাম্পকে হারিয়ে দিয়েছেন নিক্কি হ্যালি।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পকে হারিয়ে এই প্রথমবারের প্রাইমারি জিতলেন নিক্কি হ্যালি। প্রথম নারী প্রার্থী হিসেবে রিপাবলিকান প্রাইমারি জিতেছেন নিক্কি হ্যালি। তবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে এখনো যোজন যোজন এগিয়ে ট্রাম্প।
জাতিসংঘে সাবেক মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা নিক্কি হ্যালি ওয়াশিংটন ডিসির প্রাইমারিতে ৬২ দশমিক ৯ শতাংশ ভোট পেয়েছেন। বিপরীতে ট্রাম্প পেয়েছেন ৩৩ দশমিক ২ শতাংশ ভোট।
এর আগে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প মিশিগান, মিজৌরি এবং আইডাহো রিপাবলিকান ককাসে জয় লাভ করেন। তিন অঙ্গরাজ্যেই ট্রাম্প রিপাবলিকান পার্টি থেকে প্রেসিডেন্ট পদে মনোনয়নের দৌড়ে টিকে থাকা শেষ প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালিকে বড় ব্যবধানে হারিয়েছেন।
রিপাবলিকান পার্টির মিশিগান রাজ্য শাখা জানিয়েছে, সেখানকার ১৩টি ডিসট্রিক্টের সব কটিতেই নিকি হ্যালিকে হারিয়েছেন ট্রাম্প। তিনি পেয়েছেন প্রায় ৯৮ শতাংশ সমর্থন। ট্রাম্পের ১৫৭৫ ভোটের বিপরীতে হ্যালি পান মাত্র ৩৬ ভোট।
তারও আগে, আইওয়া, নিউ হ্যাম্পশায়ার, নেভাদা, দ্য ইউএস ভার্জিন আইল্যান্ডস ও নিক্কি হ্যালির নিজ অঙ্গরাজ্য সাউথ ক্যারোলিনা প্রাইমারি ও ককাসে জিতেছেন ডোনাল্ড ট্রাম্প।
ব্রাজিলে ছোট আকারের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় বিমানটি একটি দোকানের ওপর ভেঙে পড়ে। পরে এটিতে মুহূর্তেই আগুন ধরে যায়। এই ঘটনায় বিমানটিতে থাকা ১০ যাত্রী ও ক্রুর সবাই নিহত হয়েছেন বলে জানা গেছে।
৯ ঘণ্টা আগেসিরিয়ার নতুন সরকার সিদ্ধান্ত নিয়েছে, দেশটির আকাশপথে ইরানের সামরিক কিংবা বেসামরিক কোনো ধরনের বিমান চলাচল করতে পারবে না। রোববার ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াল্লার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
৯ ঘণ্টা আগেরোববার সিএনএন জানিয়েছে, লন্ডনের কনস্ট্রাকশন অ্যাপ্রেন্টিস মার্কাস ফাকানা গত সেপ্টেম্বরে পরিবারের সঙ্গে দুবাই ভ্রমণে গিয়েছিলেন। সেখানেই তিনি একটি হোটেলে এক ব্রিটিশ কিশোরীর সঙ্গে দেখা করেন। পরে তাদের মধ্যে একটি রোমান্টিক সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কটি যৌনতায়ও গড়ায়।
১০ ঘণ্টা আগেগবেষকেরা জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডে ৪ হাজার বছর আগে সংঘটিত একটি গণহত্যায় ৩৭ জনকে হত্যা করা হয়েছিল এবং সম্ভবত উৎসবমুখর একটি অনুষ্ঠানে তাদের মাংস খেয়ে ফেলা হয়েছিল। মানুষের দাঁতের চিহ্নযুক্ত কিছু হাড় এই তত্ত্বকে সমর্থন করে।
১২ ঘণ্টা আগে