অনলাইন ডেস্ক
বাস্তবতা এবং পৌরাণিক কাহিনি যখন মিলেমিশে একাকার হয়ে যায় তখন এমন এক গল্প উঠে আসে যা কৌতূহল এবং বিতর্কের ঝড় তোলে। হেলেন শুইজারের গল্পটাও ঠিক তেমনই।
যুক্তরাষ্ট্রের হেলেন সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ভ্যাম্পায়ার হেলি’ নামে পরিচিত। কারণ নিজেকে ভ্যাম্পায়ার বলেই দাবি করেন তিনি। তাঁর এই অস্বাভাবিক দাবি অনেকের মধ্যেই বিশ্বাস-অবিশ্বাসের দোলাচল তৈরি করছে। তাঁর জীবনযাত্রা নিয়েও মানুষের কৌতূহল এবং আলোচনা বাড়ছে।
জানা গেছে, হেলেনের এই ভ্যাম্পায়ার পরিচিতি শুধু তাঁকে নয় তাঁর স্বামী জিনকেও বিভিন্ন সমস্যার মুখোমুখি করেছে।
পৌরাণিক মতে, ভ্যাম্পায়ারেরা রক্তপান করে বেঁচে থাকে। তবে হেলেন প্রথাগত ভ্যাম্পায়ারদের মতো রক্ত পান না করলেও তিনি তাঁর শারীরিক ও মানসিক এমন কিছু লক্ষণের কথা উল্লেখ করেছেন, যেগুলো ভ্যাম্পায়ার সত্তার সঙ্গে মিলে যায়।
হেলেন জানান, সূর্যের আলোতে তাঁর ত্বকে পুড়ে যাওয়ার মতো অনুভূতি তৈরি হয়। তাঁর শরীরের শক্তি নিঃশেষ হয়ে যায়। তবে এই শক্তি পুনরুদ্ধার করতে তিনি তাঁর স্বামী জিনের সঙ্গে অদ্ভুত এক রীতি পালন করেন।
সম্প্রতি ‘ট্রুলি’ নামে একটি ইউটিউব চ্যানেল হেলেন এবং জিনের সম্পর্ক এবং তাঁদের জীবনযাত্রা নিয়ে আলোচনা করা হয়। এই অনুষ্ঠানেও হেলেন দাবি করেন, তাঁর ভ্যাম্পায়ার পরিচয়ে কোনো নাটকীয়তা নেই বরং এটি বাস্তব।
হেলেন ও জিনের সম্পর্ক নিয়ে আরও বিশদ জানা যায় ‘লাভ ডোন্ট জাজ’ নামে একটি শো-তে। সেখানে হেলেন জানান—সূর্যের আলোতে তিনি অসুস্থ ও বিরক্তিবোধ করেন। মাথা ঘোরার অনুভূতি পান। এ ধরনের অবস্থায় পড়ে গেলে তিনি তাঁর স্বামীর কাছ থেকে ‘শক্তি বিনিময়’ করেন। মূলত তিনি এ সময় তাঁর স্বামীর মুখোমুখি কিছু সময় স্থির হয়ে বসে থেকে এই প্রক্রিয়া সম্পন্ন করেন। এভাবে তিনি পুনরুজ্জীবিত হয়ে ওঠেন।
জিন জানান, বিয়ের আগে তিনি হেলেনকে প্রতিশ্রুতি দিয়েছিলেন—তিনি তাঁর শক্তি বিনিময় প্রক্রিয়ায় সহযোগিতা করবেন।
হেলেন এবং জিনের এই অস্বাভাবিক জীবনযাত্রা সমাজ সহজভাবে গ্রহণ করেনি। জিনের বন্ধুরা তাঁর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। এমনকি ধর্মীয় বিশ্বাসের চ্যালেঞ্জ উল্লেখ করে অনেকে বন্ধুত্বের ইতিও টেনেছেন।
হেলেনও জানিয়েছেন, তাঁর শহরে তিনি নিজের উপস্থিতি নিয়ে অস্বস্তি বোধ করেন। তাঁর জীবনযাত্রা এবং চেহারার জন্য তাঁকে প্রায়ই হয়রানির শিকার হতে হয়।
সব বাধা ও প্রতিকূলতার মধ্যেও হেলেন ও জিন তাদের সম্পর্ক নিয়ে অটুট থাকার চেষ্টা করছেন। তবে তাঁদের জীবনযাত্রা সমাজের প্রচলিত ধ্যানধারণাকে চ্যালেঞ্জ জানাচ্ছে এবং কৌতূহলের পাশাপাশি প্রশ্নও তুলছে।
বাস্তবতা এবং পৌরাণিক কাহিনি যখন মিলেমিশে একাকার হয়ে যায় তখন এমন এক গল্প উঠে আসে যা কৌতূহল এবং বিতর্কের ঝড় তোলে। হেলেন শুইজারের গল্পটাও ঠিক তেমনই।
যুক্তরাষ্ট্রের হেলেন সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ভ্যাম্পায়ার হেলি’ নামে পরিচিত। কারণ নিজেকে ভ্যাম্পায়ার বলেই দাবি করেন তিনি। তাঁর এই অস্বাভাবিক দাবি অনেকের মধ্যেই বিশ্বাস-অবিশ্বাসের দোলাচল তৈরি করছে। তাঁর জীবনযাত্রা নিয়েও মানুষের কৌতূহল এবং আলোচনা বাড়ছে।
জানা গেছে, হেলেনের এই ভ্যাম্পায়ার পরিচিতি শুধু তাঁকে নয় তাঁর স্বামী জিনকেও বিভিন্ন সমস্যার মুখোমুখি করেছে।
পৌরাণিক মতে, ভ্যাম্পায়ারেরা রক্তপান করে বেঁচে থাকে। তবে হেলেন প্রথাগত ভ্যাম্পায়ারদের মতো রক্ত পান না করলেও তিনি তাঁর শারীরিক ও মানসিক এমন কিছু লক্ষণের কথা উল্লেখ করেছেন, যেগুলো ভ্যাম্পায়ার সত্তার সঙ্গে মিলে যায়।
হেলেন জানান, সূর্যের আলোতে তাঁর ত্বকে পুড়ে যাওয়ার মতো অনুভূতি তৈরি হয়। তাঁর শরীরের শক্তি নিঃশেষ হয়ে যায়। তবে এই শক্তি পুনরুদ্ধার করতে তিনি তাঁর স্বামী জিনের সঙ্গে অদ্ভুত এক রীতি পালন করেন।
সম্প্রতি ‘ট্রুলি’ নামে একটি ইউটিউব চ্যানেল হেলেন এবং জিনের সম্পর্ক এবং তাঁদের জীবনযাত্রা নিয়ে আলোচনা করা হয়। এই অনুষ্ঠানেও হেলেন দাবি করেন, তাঁর ভ্যাম্পায়ার পরিচয়ে কোনো নাটকীয়তা নেই বরং এটি বাস্তব।
হেলেন ও জিনের সম্পর্ক নিয়ে আরও বিশদ জানা যায় ‘লাভ ডোন্ট জাজ’ নামে একটি শো-তে। সেখানে হেলেন জানান—সূর্যের আলোতে তিনি অসুস্থ ও বিরক্তিবোধ করেন। মাথা ঘোরার অনুভূতি পান। এ ধরনের অবস্থায় পড়ে গেলে তিনি তাঁর স্বামীর কাছ থেকে ‘শক্তি বিনিময়’ করেন। মূলত তিনি এ সময় তাঁর স্বামীর মুখোমুখি কিছু সময় স্থির হয়ে বসে থেকে এই প্রক্রিয়া সম্পন্ন করেন। এভাবে তিনি পুনরুজ্জীবিত হয়ে ওঠেন।
জিন জানান, বিয়ের আগে তিনি হেলেনকে প্রতিশ্রুতি দিয়েছিলেন—তিনি তাঁর শক্তি বিনিময় প্রক্রিয়ায় সহযোগিতা করবেন।
হেলেন এবং জিনের এই অস্বাভাবিক জীবনযাত্রা সমাজ সহজভাবে গ্রহণ করেনি। জিনের বন্ধুরা তাঁর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। এমনকি ধর্মীয় বিশ্বাসের চ্যালেঞ্জ উল্লেখ করে অনেকে বন্ধুত্বের ইতিও টেনেছেন।
হেলেনও জানিয়েছেন, তাঁর শহরে তিনি নিজের উপস্থিতি নিয়ে অস্বস্তি বোধ করেন। তাঁর জীবনযাত্রা এবং চেহারার জন্য তাঁকে প্রায়ই হয়রানির শিকার হতে হয়।
সব বাধা ও প্রতিকূলতার মধ্যেও হেলেন ও জিন তাদের সম্পর্ক নিয়ে অটুট থাকার চেষ্টা করছেন। তবে তাঁদের জীবনযাত্রা সমাজের প্রচলিত ধ্যানধারণাকে চ্যালেঞ্জ জানাচ্ছে এবং কৌতূহলের পাশাপাশি প্রশ্নও তুলছে।
বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্থানীয় সময় অনুযায়ী আজ রোববারই ওয়াশিংটন ডিসিতে অবস্থিত হোয়াইট হাউস ছেড়ে সাউথ ক্যারোলিনায় চলে যাবেন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে শেষ দিনটি কাটাবেন তিনি।
৩৬ মিনিট আগেঘরের ভেতর প্রবীণ নারীদের ভিড়। তাঁদের হাত কুঞ্চিত, পিঠ বাঁকা। ধীর পায়ে তারা করিডরে হাঁটছেন, কেউ কেউ হাঁটার জন্য ওয়াকারও ব্যবহার করছেন। আর কিছু কর্মী তাঁদের গোসল, খাওয়া, হাঁটা এবং ওষুধ খেতে সাহায্য করছেন।
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্র তো বটেই, সারা বিশ্বের মানুষ নজর রেখেছেন ওয়াশিংটন ডিসিতে। আর মাত্র কয়েক ঘণ্টা পর ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। ট্রাম্পের এই দ্বিতীয় মেয়াদ নানা কারণেই আলোচনায়।
৪ ঘণ্টা আগেভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় আরজি কর নামের একটি হাসপাতালে ইন্টার্ন চিকিৎসককে ধর্ষণ ও হত্যার মামলায় সঞ্জয় রায় নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। স্থানীয় সময় আজ সোমবার পশ্চিমবঙ্গের শিয়ালদহে অবস্থিত কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইয়ের বিশেষ আদালত এই
৫ ঘণ্টা আগে