অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রে একটি বয়স্ক ও দৃষ্টিশক্তিহীন কুকুরকে রাস্তায় ফেলে আসায় পশু নিষ্ঠুরতা আইনে গ্রেপ্তার হয়েছেন এক নারী। গত বুধবার, অ্যারিজোনার ফিনিক্সে ক্যারেন ব্ল্যাক নামের ৬২ বছর বয়সী ওই নারীকে পুলিশ গ্রেপ্তার করে।
নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুসারে, কোচিস কাউন্টি শেরিফের কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের টিউসন থেকে ৪৫ মাইল দূরে অ্যারিজোনার রাস্তায় কুকুরটিকে খুঁজে পায়।
গত ২৬ আগস্ট কোচিস কাউন্টি শেরিফ মার্ক ড্যানেলস ও তাঁর স্ত্রী দুপুরের দিকে রাস্তায় ছোট্ট কুকুরটিকে খুঁজে পান। ফেসবুকে শেরিফের কার্যালয় থেকে পোস্ট করা হয়, ‘কুকুরের মালিককে কোচিস কাউন্টি শেরিফের কার্যালয়ের পশু নিয়ন্ত্রণ বিভাগ থেকে অসংখ্য ফোনকল ও বার্তা দেওয়া হয়। কিন্তু কোনো জবাব আসেনি।’
ফেসবুকে কুকুরটির ছবিসহ শেরিফের পোস্টে বলা হয়, ‘শেরিফ ড্যানেলস ও তাঁর স্ত্রী নিকি ভীতসন্ত্রস্ত কুকুরটিকে তাঁদের গাড়িতে তুলে নেন। গত ৬ সেপ্টেম্বর ৪টা ৩০ মিনিটে শেরিফ ড্যানেলস এবং কমিউনিটি আউটরিচ সুপারভাইজার সার্জেন্ট রে ম্যাকনিলি ফিনিক্সে এক জনসভায় উপস্থিত হন। তাঁরা সেখানে কুকুরটির মালিককে খুঁজে বের করার চেষ্টা করেন।’
ফক্স নিউজের প্রতিবেদন অনুসারে, গত ৬ সেপ্টেম্বরে তাঁরা কুকুরের মালিক ক্যারেন ব্ল্যাককে ফিনিক্সে তাঁর বাড়িতে পান। শেরিফ কর্মকর্তারা বলেন, ক্যারেন প্রথমে দাবি করেন, তিনি কখনোই কোচিস কাউন্টিতে যাননি। পরে তিনি রাস্তার ধারে কুকুর ফেলে আসার বিষয়টি স্বীকার করেন।
ব্ল্যাকের বিরুদ্ধে পশু নিষ্ঠুরতা আইনে মামলা করা হয়েছে। চলতি মাসেই তাঁকে কোচিস কাউন্টির আদালতে উপস্থিত হতে হবে। কুকুরটি বর্তমানে আশ্রয়কেন্দ্রে আছে এবং ব্ল্যাক এ মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সেখানেই থাকবেন।
যুক্তরাষ্ট্রে একটি বয়স্ক ও দৃষ্টিশক্তিহীন কুকুরকে রাস্তায় ফেলে আসায় পশু নিষ্ঠুরতা আইনে গ্রেপ্তার হয়েছেন এক নারী। গত বুধবার, অ্যারিজোনার ফিনিক্সে ক্যারেন ব্ল্যাক নামের ৬২ বছর বয়সী ওই নারীকে পুলিশ গ্রেপ্তার করে।
নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুসারে, কোচিস কাউন্টি শেরিফের কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের টিউসন থেকে ৪৫ মাইল দূরে অ্যারিজোনার রাস্তায় কুকুরটিকে খুঁজে পায়।
গত ২৬ আগস্ট কোচিস কাউন্টি শেরিফ মার্ক ড্যানেলস ও তাঁর স্ত্রী দুপুরের দিকে রাস্তায় ছোট্ট কুকুরটিকে খুঁজে পান। ফেসবুকে শেরিফের কার্যালয় থেকে পোস্ট করা হয়, ‘কুকুরের মালিককে কোচিস কাউন্টি শেরিফের কার্যালয়ের পশু নিয়ন্ত্রণ বিভাগ থেকে অসংখ্য ফোনকল ও বার্তা দেওয়া হয়। কিন্তু কোনো জবাব আসেনি।’
ফেসবুকে কুকুরটির ছবিসহ শেরিফের পোস্টে বলা হয়, ‘শেরিফ ড্যানেলস ও তাঁর স্ত্রী নিকি ভীতসন্ত্রস্ত কুকুরটিকে তাঁদের গাড়িতে তুলে নেন। গত ৬ সেপ্টেম্বর ৪টা ৩০ মিনিটে শেরিফ ড্যানেলস এবং কমিউনিটি আউটরিচ সুপারভাইজার সার্জেন্ট রে ম্যাকনিলি ফিনিক্সে এক জনসভায় উপস্থিত হন। তাঁরা সেখানে কুকুরটির মালিককে খুঁজে বের করার চেষ্টা করেন।’
ফক্স নিউজের প্রতিবেদন অনুসারে, গত ৬ সেপ্টেম্বরে তাঁরা কুকুরের মালিক ক্যারেন ব্ল্যাককে ফিনিক্সে তাঁর বাড়িতে পান। শেরিফ কর্মকর্তারা বলেন, ক্যারেন প্রথমে দাবি করেন, তিনি কখনোই কোচিস কাউন্টিতে যাননি। পরে তিনি রাস্তার ধারে কুকুর ফেলে আসার বিষয়টি স্বীকার করেন।
ব্ল্যাকের বিরুদ্ধে পশু নিষ্ঠুরতা আইনে মামলা করা হয়েছে। চলতি মাসেই তাঁকে কোচিস কাউন্টির আদালতে উপস্থিত হতে হবে। কুকুরটি বর্তমানে আশ্রয়কেন্দ্রে আছে এবং ব্ল্যাক এ মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সেখানেই থাকবেন।
আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, যা আইসিসির ইতিহাসে একটি বিরল পদক্ষেপ।
৪৪ মিনিট আগেযুক্তরাজ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের তিনটি সামরিক ঘাঁটির ওপর রহস্যজনক ড্রোন দেখা গেছে বলে জানিয়েছেন পেন্টাগনের কর্মকর্তারা। কিছু কিছু মহল এমনটাও বলছেন, অজানা উড়ন্ত বস্তুগুলো (ইউএফও) বহির্জাগতিক বা এলিয়েন টাইপ কিছু হতে পারে। এই ঘাঁটিগুলো যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ব্যবহার করে। সামরিক ঘাঁটির কাছাকাছি এমন
১ ঘণ্টা আগেএকজনের বাড়ি ইউক্রেন, একজন যুক্তরাষ্ট্রের, জার্মানিরও আছেন একজন, অন্য দুজন সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের। বাইকের হ্যান্ডেল ধরে শুধু রাস্তাই নয়, নিজেদের জীবনকেও নতুন করে আবিষ্কার করেছেন এই পাঁচ নারী।
২ ঘণ্টা আগেদীর্ঘ ১৬ বছর ধরে খোঁজাখুঁজির পর জীবনে গুরুত্বপূর্ণ এক ঘটনার মুখোমুখি হলেন ডিডি বোসওয়েল নামে এক মার্কিন নারী। সম্প্রতি তিনি প্রথমবারের মতো নিজের বাবার সঙ্গে দেখা হওয়ার একটি আবেগঘন মুহূর্তের ভিডিও শেয়ার করেছেন।
৩ ঘণ্টা আগে