যুদ্ধবাজ অভিজাতদের নিয়ন্ত্রণে দল, ডেমোক্রেটিক পার্টি ছাড়লেন তুলসী

অনলাইন ডেস্ক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২২, ০০: ৪০

গত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি থেকে প্রার্থী হয়েছিলেন তুলসী গ্যাবার্ড। সেই দলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে ২০ বছরের সম্পর্ক ছিন্ন করলেন তিনি।

মঙ্গলবার (১১ অক্টোবর) ডেমোক্রেটিক পার্টি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন তুলসী। দলকে ‘জাতির প্রতিটি ইস্যুকে বর্ণবাদী রূপ দেওয়ার কারিগর’ এবং ‘যুদ্ধবাজদের একটি অভিজাত চক্র’ বলে অভিহিত করেছেন।

টুইটার হ্যান্ডলে পোস্ট করা প্রায় ৩০ মিনিটের একটি ভিডিওতে তুলসী গ্যাবার্ড দল ত্যাগের ঘোষণা দেন। ভিডিওতে তিনি ডেমোক্রেটিক পার্টির অভ্যন্তরীণ চর্চা নিয়ে কঠোর সমালোচনা করেছেন।

যুক্তরাষ্ট্রে শ্বেতাঙ্গ বিরোধী বর্ণবাদের জন্য ডেমোক্রেটিক পার্টিকেই দোষারোপ করেছেন তুলসী। তিনি বলেছেন, এ দলের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখা তাঁর পক্ষে সম্ভব নয়।

ভিডিওতে তুলসী গ্যাবার্ড বলেন, ‘আমি আজকের এই ডেমোক্রেটিক পার্টিতে আর থাকতে পারি না, যেটি এখন যুদ্ধবাজদের অভিজাত চক্রে পরিণত হয়েছে। যে দল নিয়ন্ত্রিত হচ্ছে অমূলক এক ভীতিজনিত সচেতনতা থেকে। এই চক্র প্রতিটি বিষয়কে বর্ণবাদে রূপ দিয়ে আমাদের বিভক্ত করে এবং শ্বেতাঙ্গ বিরোধী বর্ণবাদকে উসকে দেয়।’

গ্যাবার্ড তাঁর ডেমোক্র্যাট সহকর্মীদের দল ছেড়ে তাঁর সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। অবশ্য তিনি এখন পর্যন্ত তাঁর নতুন রাজনৈতিক ভাবনা বা বিরোধী রিপাবলিকান পার্টিতে যোগদানের বিষয়ে কোনো ইঙ্গিত দেননি।

তুলসী গ্যাবার্ড বেড়ে উঠেছেন হাওয়াইতে। ২১ বছর বয়সে হাওয়াই স্টেট হাউসে প্রার্থী হোন। এর আগে তিনি কখনো রাজনীতিতে যুক্ত ছিলেন না। ডেমোক্রেটিক পার্টিতে আছেন ২০ বছর ধরে।

তুলসী মনে করছেন, দেশের মানুষের মৌলিক স্বাধীনতা ক্ষুণ্ন করছে ডেমোক্রেটিক পার্টি। তিনি এমন একটি সরকারে বিশ্বাস করেন যা জনগণের দ্বারা পরিচালিত এবং জনগণের জন্য কাজ করে। কিন্তু আজকের ডেমোক্রেটিক পার্টি এই মূল্যবোধের ধার ধারে না।

তুলসী বলেন, ‘দুর্ভাগ্যবশত, আজকের ডেমোক্রেটিক পার্টি অত্যন্ত ক্ষমতাবান অভিজাতদের দ্বারা পরিচালিত একটি সরকারের পক্ষে অবস্থান নিয়েছে। আমি আমার সাধারণ সহকর্মীদের আহ্বান জানাচ্ছি, স্বাধীনচেতা ডেমোক্র্যাটদের ডেমোক্রেটিক পার্টি ছেড়ে আমার সঙ্গে যোগ দেওয়ার কথা ভাবা উচিত।’

উল্লেখ্য, তুলসী গ্যাবার্ড মার্কিন কংগ্রেসের প্রথম হিন্দু প্রতিনিধি, যিনি প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

তুলসী ইরাক যুদ্ধে ২০০৪ থেকে ২০০৫ সাল পর্যন্ত হাওয়াই আর্মি ন্যাশনাল গার্ডের ফিল্ড মেডিকেল ইউনিটে কাজ করেছেন। ২০০৮ থেকে ২০০৯ সাল পর্যন্ত কুয়েতে মার্কিন ঘাঁটিতে ছিলেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আবু সাঈদকে ৪–৫ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়—শেখ হাসিনার দাবির সত্যতা কতটুকু

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

বিমানবন্দরে সাংবাদিক নূরুল কবীরকে হয়রানির তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

ভারত ও তরুণ প্রজন্মের নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রসঙ্গে যা বললেন মির্জা ফখরুল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত