অনলাইন ডেস্ক
প্রতিদ্বন্দ্বী চীন ও আঞ্চলিক শত্রু উত্তর কোরিয়ার সঙ্গে উত্তেজনার মধ্যে ওয়াশিংটনের দুটি প্রধান এশীয় মিত্র দেশ দক্ষিণ কোরিয়া ও জাপানে আগামী মে মাসে সফর করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউস গতকাল বুধবার এ ঘোষণা দিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি এক বিবৃতিতে জানিয়েছেন, আগামী ২০ থেকে ২৪ মে পর্যন্ত এই সফরের সময় নির্ধারণ করা হয়েছে। এ সময় বাইডেন দুই দেশের নেতাদের সঙ্গে দেখা করবেন। দেশ দুটির নেতাদের সঙ্গে বাইডেন একটি স্বাধীন ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিকের জন্য তাঁর প্রশাসনের দৃঢ় প্রতিশ্রুতি এবং তাদের সঙ্গে মার্কিন জোটের চুক্তির অগ্রসরের বিষয়ে আলোচনা করবেন।
জেন সাকি বলেছেন, দক্ষিণ কোরিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট ইউন সুক ইওল এবং জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিওর সঙ্গে বাইডেনের দ্বিপক্ষীয় বৈঠকের সময় তিনি আমাদের গুরুত্বপূর্ণ নিরাপত্তা সম্পর্ক গভীর করা, অর্থনৈতিক সম্পর্ক বাড়ানো এবং যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সহযোগিতা বাড়ানোর সুযোগ নিয়ে আলোচনা করবেন।
প্রতিবেদনে বলা হয়েছে, টোকিওতে বাইডেন কোয়াড গ্রুপের নেতাদের সঙ্গেও দেখা করবেন, যার মধ্যে অস্ট্রেলিয়া, জাপান ও ভারত অন্তর্ভুক্ত রয়েছে।
বাইডেন প্রশাসন বারবার এশিয়া-প্যাসিফিক অঞ্চলে বিশেষ করে কমিউনিস্ট চীনের উত্থানকে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এক নম্বর কৌশলগত সমস্যা হিসেবে চিহ্নিত করেছে।
এর আগে যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে পারমাণবিক কর্মসূচি বন্ধে আলোচনার প্রস্তাব দেয়। কিন্তু তিনি সেই প্রস্তাব উপেক্ষা করে এবং তাঁর পারমাণবিক কর্মসূচি দ্রুততর করার প্রতিশ্রুতি দিয়ে চলতি বছর বেশ কয়েকবার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালান। এর পরই বাইডেনের এই সফরের ঘোষণা এল।
প্রতিদ্বন্দ্বী চীন ও আঞ্চলিক শত্রু উত্তর কোরিয়ার সঙ্গে উত্তেজনার মধ্যে ওয়াশিংটনের দুটি প্রধান এশীয় মিত্র দেশ দক্ষিণ কোরিয়া ও জাপানে আগামী মে মাসে সফর করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউস গতকাল বুধবার এ ঘোষণা দিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি এক বিবৃতিতে জানিয়েছেন, আগামী ২০ থেকে ২৪ মে পর্যন্ত এই সফরের সময় নির্ধারণ করা হয়েছে। এ সময় বাইডেন দুই দেশের নেতাদের সঙ্গে দেখা করবেন। দেশ দুটির নেতাদের সঙ্গে বাইডেন একটি স্বাধীন ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিকের জন্য তাঁর প্রশাসনের দৃঢ় প্রতিশ্রুতি এবং তাদের সঙ্গে মার্কিন জোটের চুক্তির অগ্রসরের বিষয়ে আলোচনা করবেন।
জেন সাকি বলেছেন, দক্ষিণ কোরিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট ইউন সুক ইওল এবং জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিওর সঙ্গে বাইডেনের দ্বিপক্ষীয় বৈঠকের সময় তিনি আমাদের গুরুত্বপূর্ণ নিরাপত্তা সম্পর্ক গভীর করা, অর্থনৈতিক সম্পর্ক বাড়ানো এবং যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সহযোগিতা বাড়ানোর সুযোগ নিয়ে আলোচনা করবেন।
প্রতিবেদনে বলা হয়েছে, টোকিওতে বাইডেন কোয়াড গ্রুপের নেতাদের সঙ্গেও দেখা করবেন, যার মধ্যে অস্ট্রেলিয়া, জাপান ও ভারত অন্তর্ভুক্ত রয়েছে।
বাইডেন প্রশাসন বারবার এশিয়া-প্যাসিফিক অঞ্চলে বিশেষ করে কমিউনিস্ট চীনের উত্থানকে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এক নম্বর কৌশলগত সমস্যা হিসেবে চিহ্নিত করেছে।
এর আগে যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে পারমাণবিক কর্মসূচি বন্ধে আলোচনার প্রস্তাব দেয়। কিন্তু তিনি সেই প্রস্তাব উপেক্ষা করে এবং তাঁর পারমাণবিক কর্মসূচি দ্রুততর করার প্রতিশ্রুতি দিয়ে চলতি বছর বেশ কয়েকবার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালান। এর পরই বাইডেনের এই সফরের ঘোষণা এল।
উত্তর প্রদেশের সাম্ভালে একটি মসজিদের সমীক্ষা নিয়ে সহিংসতায় চারজন নিহত হওয়ার পর ইন্টারনেট পরিষেবা স্থগিত করা হয়েছে। বন্ধ করা হয়েছে স্কুলের পাঠদান কার্যক্রম। গতকাল রোববার সকালে মুঘল যুগের শাহী জামা মসজিদে আদালতের নির্দেশে সমীক্ষা চালানো হলে স্থানীয় বাসিন্দা ও পুলিশের মধ্যে সংঘর্ষ শুরু হয়। মসজিদটি...
৭ মিনিট আগেআন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, যা আইসিসির ইতিহাসে একটি বিরল পদক্ষেপ।
৯ ঘণ্টা আগেযুক্তরাজ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের তিনটি সামরিক ঘাঁটির ওপর রহস্যজনক ড্রোন দেখা গেছে বলে জানিয়েছেন পেন্টাগনের কর্মকর্তারা। কিছু কিছু মহল এমনটাও বলছেন, অজানা উড়ন্ত বস্তুগুলো (ইউএফও) বহির্জাগতিক বা এলিয়েন টাইপ কিছু হতে পারে। এই ঘাঁটিগুলো যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ব্যবহার করে। সামরিক ঘাঁটির কাছাকাছি এমন
১০ ঘণ্টা আগেএকজনের বাড়ি ইউক্রেন, একজন যুক্তরাষ্ট্রের, জার্মানিরও আছেন একজন, অন্য দুজন সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের। বাইকের হ্যান্ডেল ধরে শুধু রাস্তাই নয়, নিজেদের জীবনকেও নতুন করে আবিষ্কার করেছেন এই পাঁচ নারী।
১০ ঘণ্টা আগে