সর্বকনিষ্ঠ মহাকাশচারী হতে যাচ্ছেন অলিভার

অনলাইন ডেস্ক
Thumbnail image

মাত্র ১৮ বছর বয়সে পৃথিবীর সবচেয়ে কম বয়সী মহাশূন্যচারী হতে যাচ্ছেন অলিভার। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২০ জুলাই বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও আমাজন প্রধান জেফ বেজোসের সঙ্গে মহাকাশ সফরে যাচ্ছেন এই কিশোর। কথা ছিল ২ কোটি ৮০ লাখ ডলারে নিলাম জিতে বেজোসের সঙ্গে মহাশূন্যে যাচ্ছেন এক রহস্যময় ব্যক্তি। কিন্তু হঠাৎ করেই নিজের নাম প্রত্যাহার করে নেন সেই ব্যক্তি। তাঁর বদলেই সুযোগ পেয়ে গেলেন বিলিয়নিয়ার জোস দায়েম্যানের পুত্র অলিভার। বৃহস্পতিবার তথ্যটি জানিয়েছে বেজোসের প্রতিষ্ঠান ব্লু অরিজিন। খবর প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। 

অবশ্য গত ১২ জুন এই নিলামের আয়োজন করা হয়েছিল। কিন্তু এত দিন রহস্য রেখে বিজয়ীর নাম প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি। কিন্তু সময়সূচি না মেলায় নিলাম জয়ী ওই ব্যক্তি এই মিশনে যোগ দিচ্ছেন না। 

এদিকে দ্বিতীয় ফ্লাইটের জন্য আসন নির্ধারণ করেছিলেন জোস দায়েম্যান। জয়ী দরদাতা সরে যাওয়ায় তিনি প্রথম ফ্লাইটে চলে আসেন। পরে নিজের জায়গায় সন্তানকে মহাকাশে পাঠাচ্ছেন জোস। 

মোট ১৪০ টির বেশি দেশ থেকে আগ্রহীরা নিলামে অংশগ্রহণ করেন। মহাকাশ যাত্রায় বেজোসের অন্য সঙ্গীরা হলেন বেজোসের ভাই মার্ক বেজোস এবং ৮২ বছর বয়সী নভোচারী ও পাইলট ওয়ালি ফানক। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত