অনলাইন ডেস্ক
ঢাকা: চলতি মাসেই বিচ্ছেদের ঘোষণা দেন সফটওয়্যার জায়ান্ট বিল গেটস এবং তাঁর স্ত্রী মেলিন্ডা। তখন দুজনই বলেছিলেন, তাদের দাতব্য সংস্থা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনে এই বিচ্ছেদের কোনো প্রভাব পড়বে না।
তবে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, ডিভোর্সের ঘোষণা দেওয়ার এক মাস না পেরোতেই ফাউন্ডেশনের কাঠামোতে পরিবর্তন আনার বিষয়ে আলোচনা করছেন বিল গেটস ও মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস।
গতকাল বৃহস্পতিবার প্রকাশিত ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ফাউন্ডেশনের জন্য একটি নতুন পর্ষদ গঠন ও সেখানে বাইরের পরিচালক অন্তর্ভুক্ত করার বিষয়ে বিল এবং মেলিন্ডা আলোচনা করছেন।
প্রতিবেদনে আরও বলা হয়, মূলত মেলিন্ডাই এই আলোচনার উদ্যোগ নিয়েছেন। বিচ্ছেদের পরও যাতে ফাউন্ডেশনের কাজের গতি ও স্থিতিশীলতা বজায় থাকে সে উদ্দেশ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
ব্যক্তিগত উদ্যোগে গড়ে তোলা বিশ্বের বৃহত্তম দাতব্য সংস্থাগুলোর মধ্যে অন্যতম বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। ২৭ বছর আগে বিল গেটস ও মেলিন্ডা গেটস দম্পতি গড়ে তোলেন সংস্থাটি।
জানা গেছে, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন ট্রাস্টি হিসেবে বর্তমানে তিনজন রয়েছেন। তাঁরা হলেন-বিল গেটস, মেলিন্ডা গেটস এবং মার্কিন বিলিয়নেয়ার বিনিয়োগকারী ওয়ারেন বাফেট। বাফেট গত ১৫ বছরে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনে ২৭ বিলিয়ন ডলার সহায়তা দিয়েছেন।
গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক সুজমান বলেছেন, কর্মীদের সঙ্গে দাতা সংস্থার দীর্ঘস্থায়ী সম্পর্ক নিশ্চিতে আলোচনা চালিয়ে যাচ্ছেন তিনি।
গতকাল বৃহস্পতিবার একটি বিবৃতিতে সুজমান বলেন, বিল, মেলিন্ডা এবং ওয়ারেনের সঙ্গে আমি আলোচনা চালিয়ে যাচ্ছি। তবে আলোচনায় এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।
ঢাকা: চলতি মাসেই বিচ্ছেদের ঘোষণা দেন সফটওয়্যার জায়ান্ট বিল গেটস এবং তাঁর স্ত্রী মেলিন্ডা। তখন দুজনই বলেছিলেন, তাদের দাতব্য সংস্থা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনে এই বিচ্ছেদের কোনো প্রভাব পড়বে না।
তবে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, ডিভোর্সের ঘোষণা দেওয়ার এক মাস না পেরোতেই ফাউন্ডেশনের কাঠামোতে পরিবর্তন আনার বিষয়ে আলোচনা করছেন বিল গেটস ও মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস।
গতকাল বৃহস্পতিবার প্রকাশিত ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ফাউন্ডেশনের জন্য একটি নতুন পর্ষদ গঠন ও সেখানে বাইরের পরিচালক অন্তর্ভুক্ত করার বিষয়ে বিল এবং মেলিন্ডা আলোচনা করছেন।
প্রতিবেদনে আরও বলা হয়, মূলত মেলিন্ডাই এই আলোচনার উদ্যোগ নিয়েছেন। বিচ্ছেদের পরও যাতে ফাউন্ডেশনের কাজের গতি ও স্থিতিশীলতা বজায় থাকে সে উদ্দেশ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
ব্যক্তিগত উদ্যোগে গড়ে তোলা বিশ্বের বৃহত্তম দাতব্য সংস্থাগুলোর মধ্যে অন্যতম বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। ২৭ বছর আগে বিল গেটস ও মেলিন্ডা গেটস দম্পতি গড়ে তোলেন সংস্থাটি।
জানা গেছে, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন ট্রাস্টি হিসেবে বর্তমানে তিনজন রয়েছেন। তাঁরা হলেন-বিল গেটস, মেলিন্ডা গেটস এবং মার্কিন বিলিয়নেয়ার বিনিয়োগকারী ওয়ারেন বাফেট। বাফেট গত ১৫ বছরে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনে ২৭ বিলিয়ন ডলার সহায়তা দিয়েছেন।
গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক সুজমান বলেছেন, কর্মীদের সঙ্গে দাতা সংস্থার দীর্ঘস্থায়ী সম্পর্ক নিশ্চিতে আলোচনা চালিয়ে যাচ্ছেন তিনি।
গতকাল বৃহস্পতিবার একটি বিবৃতিতে সুজমান বলেন, বিল, মেলিন্ডা এবং ওয়ারেনের সঙ্গে আমি আলোচনা চালিয়ে যাচ্ছি। তবে আলোচনায় এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।
যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, মুক্তির অন্তত ২৪ ঘণ্টা আগে হামাসকে জিম্মিদের নামের তালিকা সরবরাহ করতে হবে। তবে এখনো হামাস এই তালিকা প্রকাশ করেনি। রোববার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় বিকেল ৪টা পর্যন্ত জিম্মিদের মুক্তির সময়সীমা...
৪ ঘণ্টা আগেএকজন বন্দুকধারী সুপ্রিম কোর্টে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই দুই বিচারক নিহত হন। এ সময় আদালতের একজন নিরাপত্তা কর্মী আহত হন। বন্দুকধারী পালানোর সময় আত্মহত্যা করেছে বলে জানিয়েছে মিজান।
৪ ঘণ্টা আগেপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় দেওয়া সাজার রায় চ্যালেঞ্জ করার ঘোষণা দিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলটির অভিযোগ, এই রায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তবে সরকার বলছে, এই সাজা ইমরান খানের প্রাপ্য ছিল।
৮ ঘণ্টা আগেআগামী ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি অ্যারো ইন্ডিয়া ২০২৫–এর ১৫ তম প্রদর্শনী বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা বিমানঘাঁটি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা বিমানঘাঁটির ১৩ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে মাংস বিক্রি ও পরিবেশনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
৮ ঘণ্টা আগে