অনলাইন ডেস্ক
ভারতের একটি রাসায়নিক নির্মাতা প্রতিষ্ঠান এবং এর তিন উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ভয়ংকর মাদক ফেন্টানিল তৈরির জন্য ব্যবহৃত প্রি-কর্সার পাচার করার অভিযোগ আনা হয়েছে। গত বৃহস্পতিবার (২০ মার্চ) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির একটি ফেডারেল আদালতে এই অভিযোগ আনা হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে মার্কিন বিচার বিভাগ।
অভিযোগপত্র অনুযায়ী, অভিযুক্ত রাসায়নিক নির্মাতা প্রতিষ্ঠানটি ভারতে অবস্থিত বসুধা ফার্মা ক্যাম লিমিটেড (ভিপিসি)। আর অভিযুক্ত কর্মকর্তারা হলেন—ওই কোম্পানির প্রধান বৈশ্বিক বিপণন কর্মকর্তা তানবীর আহমেদ মোহামেদ হোসেন পার্কার (৬৩), বিপণন পরিচালক বেঙ্কাটা নাগা মধুসূদন রাজু মানথেনা (৪৮) এবং বিপণন প্রতিনিধি কৃষ্ণা ভেরিচার্লা (৪০)।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, প্রতিষ্ঠানটি তাদের ওয়েবসাইটে বিপণন উপকরণ এবং আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ফেন্টানিল তৈরির জন্য ব্যবহৃত হয় এমন রাসায়নিক বিক্রির বিজ্ঞাপন দিয়েছিল। ২০২৪ সালের মার্চ থেকে নভেম্বরের মধ্যে আসামিরা প্রি-কর্সার রাসায়নিক বিতরণ করার ষড়যন্ত্র করেছিলেন। যুক্তরাষ্ট্রে বেআইনিভাবে পাচারের মাধ্যমে ফেন্টানিল উৎপাদন করাই ছিল তাঁদের লক্ষ্য।
২০২৪ সালের মার্চ এবং আগস্ট মাসে আসামিরা একজন গোপন তদন্তকারীর ফাঁদে পা দিয়ে তাঁর কাছে ২৫ কেজি ফেন্টানিল প্রি-কর্সার রাসায়নিক বিক্রি করেছিলেন।
অভিযোগে আরও বলা হয়েছে, ২০২৪ সালের আগস্ট ও সেপ্টেম্বর মাসে আসামিরা এবং গোপন তদন্তকারী এজেন্ট মোট চার মেট্রিক টন প্রি-কর্সার পাচারের বিষয়ে আলোচনা করেন। এর মধ্যে দুই মেট্রিক টন মেক্সিকোর সিনালোয়া এবং অপর দুই মেট্রিক টন যুক্তরাষ্ট্রে পাঠানোর পরিকল্পনা ছিল। এই রাসায়নিকের মোট মূল্য প্রায় ৩ লাখ ৮০ হাজার ডলার নির্ধারণ করা হয়েছিল।
এ অবস্থায় আসামিদের বিরুদ্ধে বেআইনি রাসায়নিক তৈরির ষড়যন্ত্র, বেআইনি আমদানি এবং বেআইনি মাদকদ্রব্য বিতরণের অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া ভিপিসি, ভেরিচার্লা ও মানথেনার বিরুদ্ধে দ্বিতীয় দফায় বেআইনি রাসায়নিক তৈরি ও বিতরণের অভিযোগ আনা হয়েছে।
অপরাধ প্রমাণিত হলে, মার্কিন আদালতে আসামিরা সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ডের সম্মুখীন হতে পারেন এবং অভিযুক্ত রাসায়নিক নির্মাতা প্রতিষ্ঠানটিকে ৫ লাখ ডলার পর্যন্ত জরিমানা করা হতে পারে।
গত ২০ মার্চ সকালেই নিউ ইয়র্ক সিটিতে পার্কার এবং মানথেনাকে গ্রেপ্তার করে মার্কিন ফেডারেল এজেন্টরা। এই সংক্রান্ত তদন্তটি পরিচালনা করছে মার্কিন ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের মায়ামি ফিল্ড ডিভিশনের কাউন্টার নারকোটিক সাইবার ইনভেস্টিগেশনস টাস্ক ফোর্স, হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনস, অভ্যন্তরীণ রাজস্ব সংস্থার অপরাধ তদন্ত বিভাগ এবং দক্ষিণ ফ্লোরিডার বিভিন্ন স্থানীয় সংস্থার সদস্যরা।
ভারতের একটি রাসায়নিক নির্মাতা প্রতিষ্ঠান এবং এর তিন উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ভয়ংকর মাদক ফেন্টানিল তৈরির জন্য ব্যবহৃত প্রি-কর্সার পাচার করার অভিযোগ আনা হয়েছে। গত বৃহস্পতিবার (২০ মার্চ) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির একটি ফেডারেল আদালতে এই অভিযোগ আনা হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে মার্কিন বিচার বিভাগ।
অভিযোগপত্র অনুযায়ী, অভিযুক্ত রাসায়নিক নির্মাতা প্রতিষ্ঠানটি ভারতে অবস্থিত বসুধা ফার্মা ক্যাম লিমিটেড (ভিপিসি)। আর অভিযুক্ত কর্মকর্তারা হলেন—ওই কোম্পানির প্রধান বৈশ্বিক বিপণন কর্মকর্তা তানবীর আহমেদ মোহামেদ হোসেন পার্কার (৬৩), বিপণন পরিচালক বেঙ্কাটা নাগা মধুসূদন রাজু মানথেনা (৪৮) এবং বিপণন প্রতিনিধি কৃষ্ণা ভেরিচার্লা (৪০)।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, প্রতিষ্ঠানটি তাদের ওয়েবসাইটে বিপণন উপকরণ এবং আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ফেন্টানিল তৈরির জন্য ব্যবহৃত হয় এমন রাসায়নিক বিক্রির বিজ্ঞাপন দিয়েছিল। ২০২৪ সালের মার্চ থেকে নভেম্বরের মধ্যে আসামিরা প্রি-কর্সার রাসায়নিক বিতরণ করার ষড়যন্ত্র করেছিলেন। যুক্তরাষ্ট্রে বেআইনিভাবে পাচারের মাধ্যমে ফেন্টানিল উৎপাদন করাই ছিল তাঁদের লক্ষ্য।
২০২৪ সালের মার্চ এবং আগস্ট মাসে আসামিরা একজন গোপন তদন্তকারীর ফাঁদে পা দিয়ে তাঁর কাছে ২৫ কেজি ফেন্টানিল প্রি-কর্সার রাসায়নিক বিক্রি করেছিলেন।
অভিযোগে আরও বলা হয়েছে, ২০২৪ সালের আগস্ট ও সেপ্টেম্বর মাসে আসামিরা এবং গোপন তদন্তকারী এজেন্ট মোট চার মেট্রিক টন প্রি-কর্সার পাচারের বিষয়ে আলোচনা করেন। এর মধ্যে দুই মেট্রিক টন মেক্সিকোর সিনালোয়া এবং অপর দুই মেট্রিক টন যুক্তরাষ্ট্রে পাঠানোর পরিকল্পনা ছিল। এই রাসায়নিকের মোট মূল্য প্রায় ৩ লাখ ৮০ হাজার ডলার নির্ধারণ করা হয়েছিল।
এ অবস্থায় আসামিদের বিরুদ্ধে বেআইনি রাসায়নিক তৈরির ষড়যন্ত্র, বেআইনি আমদানি এবং বেআইনি মাদকদ্রব্য বিতরণের অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া ভিপিসি, ভেরিচার্লা ও মানথেনার বিরুদ্ধে দ্বিতীয় দফায় বেআইনি রাসায়নিক তৈরি ও বিতরণের অভিযোগ আনা হয়েছে।
অপরাধ প্রমাণিত হলে, মার্কিন আদালতে আসামিরা সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ডের সম্মুখীন হতে পারেন এবং অভিযুক্ত রাসায়নিক নির্মাতা প্রতিষ্ঠানটিকে ৫ লাখ ডলার পর্যন্ত জরিমানা করা হতে পারে।
গত ২০ মার্চ সকালেই নিউ ইয়র্ক সিটিতে পার্কার এবং মানথেনাকে গ্রেপ্তার করে মার্কিন ফেডারেল এজেন্টরা। এই সংক্রান্ত তদন্তটি পরিচালনা করছে মার্কিন ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের মায়ামি ফিল্ড ডিভিশনের কাউন্টার নারকোটিক সাইবার ইনভেস্টিগেশনস টাস্ক ফোর্স, হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনস, অভ্যন্তরীণ রাজস্ব সংস্থার অপরাধ তদন্ত বিভাগ এবং দক্ষিণ ফ্লোরিডার বিভিন্ন স্থানীয় সংস্থার সদস্যরা।
নয় বছর বয়সী মেয়ের স্কুলের হোয়াটসঅ্যাপ গ্রুপে কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ তোলায় বাবা-মাকে ধরে নিয়ে যায় পুলিশ। ম্যাক্সি অ্যালেন ও রোজালিন্ড লেভাইন নামের ওই দম্পতিকে লন্ডনের উত্তরে হার্টফোর্ডশায়ারের ৬ পুলিশ কর্মকর্তা তাদের ৩ বছর বয়সী ছোট মেয়ের সামনে থেকে ধরে নিয়ে যায় এবং আট ঘণ্টা ধরে একটি সেলে আটকে
৪ ঘণ্টা আগেগত শুক্রবার ভয়াবহ ভূমিকম্পের সময় ব্যাংককের উঁচু ভবনগুলো বিপজ্জনকভাবে দুলতে দেখা গেছে, এমনকি ছাদের সুইমিং পুল থেকে পানি ছিটকে পড়তে দেখা গেছে। তবে চাটুহাক জেলার অডিটর–জেনারেলের অফিসের নির্মাণাধীন সদর দপ্তরটিই একমাত্র বহুতল ভবন যা ধসে পড়েছে। প্রশ্ন উঠেছে, কেন শুধু এই ভবনটিই ধসে পড়ল? বাকিগুলো কেন অক্ষত?
৭ ঘণ্টা আগেব্রিটিশদের হতাশ করে ইউরোপের জনপ্রিয় লটারি প্রতিযোগিতা ‘ইউরোমিলিয়নস’ জিতে নিয়েছেন এক অস্ট্রিয়ান। ব্রিটিশ টিকিটধারীদের হতাশ হওয়ার কারণ হলো, এবারে যিনি এই জ্যাকপট জিতেছেন, তার পরিমাণ এখন পর্যন্ত সর্বকালের সবচেয়ে বেশি, ২৭ কোটি ডলারেও বেশি।
৭ ঘণ্টা আগেঅবিলম্বে গাজা যুদ্ধ বন্ধের লক্ষ্যে নতুন এক যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়েছে হামাস। গতকাল শনিবার ঈদু ফিতর উপলক্ষে দেওয়া এক ভাষণে গাজায় হামাসের প্রধান খলিল আল-হাইয়া এ কথা জানান। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, হামাস অস্ত্র ছাড়বে না। লেবাননের সংবাদমাধ্যম আল-মায়েদিনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৭ ঘণ্টা আগে