যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ

অনলাইন ডেস্ক
আপডেট : ১২ জানুয়ারি ২০২৩, ২০: ৪৬
Thumbnail image

ফ্লাইট নিয়ন্ত্রণ ব্যবস্থায় ত্রুটির কারণে যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলো থেকে উড়োজাহাজ চলাচল কয়েক ঘণ্টা ধরে বন্ধ থাকার পর চালু হতে শুরু করেছে বলে বিবিসি জানিয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার রাতভর বন্ধ থাকার পর ক্রটি সারিয়ে সকাল ৯টা (বাংলাদেশ সময় রাত ৮টা) থেকে আস্তে আস্তে ফ্লাইট উড্ডয়ন পুনরায় শুরু হচ্ছে বলে জানিয়েছে ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এক টুইট বার্তায় জানিয়েছে।

জো বাইডেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে উদ্ধৃত করে বিবিসি বলেছে, ফ্লাইট বন্ধের কারণ তাঁকে এখনো জানাতে পারেনি এফএএ কর্তৃপক্ষ। ‘কয়েক ঘণ্টার মধ্যে’ কারণ জানতে পারবেন বলে তিনি আশা করছেন।

এর আগে এ ঘটনায় এখন পর্যন্ত ‘সাইবার হামলার’ কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয়।

ত্রুটির কারণে যুক্তরাষ্ট্রের ভেতরে আসা ও যাওয়া মিলিয়ে সহস্রাধিক ফ্লাইট বিলম্বিত হওয়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরাএফএএর টুইট বার্তায় বলা হয়, পাইলটদের ফ্লাইট রুটে সম্ভাব্য বিপদ নিয়ে সতর্ক করে যে ব্যবস্থা, তাতে ত্রুটি দেখা দিয়েছিল।

‘বিভ্রাটের পর এফএএ নোটিস টু এয়ার মিশন (এনওটিএএম) সিস্টেমকে পুরোপুরি পুনরুদ্ধারে কাজ করছে। কিছু কিছু কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করেছে। তবে ন্যাশনাল এয়ারস্পেস সিস্টেমের কার্যক্রম এখনও সীমিত।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ‘ফ্লাইটঅ্যাওয়ারে’ দেওয়া তথ্যানুযায়ী, স্থানীয় সময় বুধবার সকাল ৭টা ১৯ মিনিট পর্যন্ত যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে, আসা ও যাওয়া মিলিয়ে মোট ১,২৩০টি ফ্লাইট এই যান্ত্রিক ত্রুটির কারণে বিলম্বিত হয়েছে।

বিমান চলাচলে এই বিভ্রাটের বিষয়টি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে জানানো হয়েছে জানিয়ে হোয়াইট হাউজের পক্ষ থেকে বলা হয়, এখন পর্যন্ত এ ঘটনায় ‘সাইবার হামলার’ কোনো প্রমাণ পাওয়া যায়নি।

ত্রুটির কারণে যুক্তরাষ্ট্রের ভেতরে আসা ও যাওয়া মিলিয়ে সহস্রাধিক ফ্লাইট বিলম্বিত হওয়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। কী কারণে এমন ঘটনা ঘটেছে সেটা খুঁজে দেখতে প্রেসিডেন্ট বাইডেন ‘একটি পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন’ বলে টুইটারে জানান হোয়াইট হাউজের প্রেসসচিব। মূলত এয়ার মিশন্স সিস্টেমের নোটিস দেওয়ার অংশে এই ত্রুটি দেখা দিয়েছে বলে এফএএ জানিয়েছে। 

আমেরিকান এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানান, এই ঘটনায় মালবাহী উড়োজাহাজসহ সব ফ্লাইটের উপর প্রভাব ফেলেছে।

ইউনাইটেড এয়ারলাইন্স বলেছে, এফএএ থেকে পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত সব অভ্যন্তরীণ ফ্লাইট ছাড়তে বিলম্ব করবে।

তবে শেষ খবর পাওয়া পর্যন্ত, নিওয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ও আটলান্টা এয়ারপোর্ট থেকে ফ্লাইট উড্ডয়ন শুরু হচ্ছে বলে জানিয়ে এফএএ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত