বলসোনারোর যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল চান মার্কিন আইনপ্রণেতারা

অনলাইন ডেস্ক
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৩, ১৩: ০০
Thumbnail image

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর মার্কিন ভিসা বাতিল করতে প্রেসিডেন্ট জো বাইডেনকে অনুরোধ করেছেন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক আইনপ্রণেতারা। তাঁরা বলেছেন, ব্রাজিলের নবনির্বাচিত সরকারের বিরুদ্ধে দাঙ্গায় জড়িত কাউকে যুক্তরাষ্ট্রের আশ্রয় দেওয়া উচিত নয়। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত জইর বলসোনারো। গত ১ জানুয়ারি ব্রাজিলের নব নির্বাচিত প্রেসিডেন্ট লুলা দ্য সিলভার শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। সেই অনুষ্ঠানে যোগ দিয়ে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর না করে যুক্তরাষ্ট্রে পাড়ি দেন বলসোনারো। তারপর থেকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় রয়েছেন তিনি। বলসোনারো গত অক্টোবরে অনুষ্ঠিত ব্রাজিলের নির্বাচনের বিরুদ্ধে ভোট জালিয়াতির অভিযোগ করেছেন। 

গত ৮ জানুয়ারি বলসোনারোর সমর্থকেরা ব্রাজিলের প্রেসিডেন্ট ভবন, পার্লামেন্ট ও সুপ্রিম কোর্টে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। এ হামলাকে অনেকেই ২০২১ সালের ৬ জানুয়ারিতে ট্রাম্পের সমর্থকদের ক্যাপিটল হিলে হামলার সঙ্গে তুলনা করছেন। 

সমর্থকদের হামলা ও বলসোনারোর যুক্তরাষ্ট্রে আশ্রয় গ্রহণের পরিপ্রেক্ষিতে স্থানীয় সময় বুধবার ৪১ জন মার্কিন আইনপ্রণেতা প্রেসিডেন্ট বাইডেনকে উদ্দেশ্য করে চিঠি লিখেছেন। চিঠিতে তাঁরা বলেছেন, যখন সরকারি কর্মকর্তারা গণতান্ত্রিক রীতিনীতিকে নষ্ট করে, ভুল তথ্য ছড়ায় এবং সহিংসতাকে উসকে দেয়, তখন এর তাৎক্ষণিক প্রভাব ও দীর্ঘমেয়াদি প্রভাব কেমন হতে পারে, তা আমরা জানি। আমাদের অবশ্যই জইর বলসোনারো বা অন্য কোনো সাবেক ব্রাজিলিয়ান নেতাদের যুক্তরাষ্ট্রে আশ্রয় নেওয়ার অনুমতি দেওয়া উচিত নয় যাতে তারা দায়িত্বে থাকাকালীন যে কোনো অপরাধের বিচার থেকে দূরে থাকতে পারে।’ 

বলসোনারো আইন মেনে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন কিনা, তা খতিয়ে দেখতে বাইডেন প্রশাসনকে আহ্বান জানিয়েছেন আইনপ্রণেতারা। কারণ প্রেসিডেন্ট পদে না থাকা সত্ত্বেও সরকারি ভিজিট ভিসায় যুক্তরাষ্ট্রে এসেছেন তিনি। 

এ ছাড়া ব্রাজিলে ৮ জানুয়ারির দাঙ্গায় যুক্তরাষ্ট্রের কেউ উসকানি দিয়েছে কিনা, কিংবা অর্থায়ন করেছে কিনা তাও খতিয়ে দেখতে বিচার বিভাগের প্রতি আহ্বান জানিয়েছেন আইনপ্রণেতারা। 

ফ্লোরিডার একটি হাসপাতাল থেকে টুইটারে ছবি পোস্ট করেছেন বলসোনারোএদিকে গতকাল বুধবার এক সংবাদ সম্মেলন করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। সেখানে সাংবাদিকেরা তাঁকে যুক্তরাষ্ট্রে বলসোনারোর উপস্থিতি সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ব্রাজিলের কাছ থেকে কোনো অনুরোধ পায়নি। তবে তেমন কোনো আবেদন বা অনুরোধ পেলে ‘দ্রুত’ সাড়া দেবে ওয়াশিংটন। 

তবে কোনো ব্যক্তির ভিসার অবস্থা সম্পর্কে মন্তব্য করা আমাদের উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। ব্লিংকেন আরও বলেছেন, প্রেসিডেন্ট বাইডেন ব্রাজিলের নতুন নেতা লুলার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবেন। আমরা ব্রাজিলের গণতন্ত্র এবং এর প্রতিষ্ঠানগুলোর পাশে আছি।’ 

আগামী মাসে যুক্তরাষ্ট্র সফরের কথা রয়েছে ব্রাজিলের নবনির্বাচিত প্রেসিডেন্ট ও প্রবীণ বামপন্থী নেতা লুইজ ইনাসিও লুলা দা সিলভার। 

এদিকে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলসোনারো বলেছেন, তিনি জানুয়ারির শেষের দিকে ব্রাজিলে ফিরে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু স্বাস্থ্যগত জটিলতার কারণ তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। এ কারণে তিনি আপাতত দেশে ফেরার সিদ্ধান্ত পাল্টেছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত