Ajker Patrika

গাজায় মিডিয়া ভবনে হামাসের কার্যক্রমের প্রমাণ দিতে পারেনি ইসরায়েল : যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
আপডেট : ১৮ মে ২০২১, ১৫: ৫৫
গাজায় মিডিয়া ভবনে হামাসের কার্যক্রমের প্রমাণ দিতে পারেনি ইসরায়েল : যুক্তরাষ্ট্র

ঢাকা: গাজায় বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এবং সংবাদমাধ্যম আল জাজিরার কার্যলায় ভবনটিতে হামাসের কোনো কার্যক্রম থাকার প্রমাণ ইসরায়েল দিতে পারেনি বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। গতকাল সোমবার ডেনমার্কের কোপেনহেগেনে তিনি এমনটি বলেন। অর্থনীতি, নিরাপত্তা এবং জলবায়ু পরিবর্তন ইস্যু নিয়ে আলোচনা করতে কোপেনহেগেন সফর করছেন ব্লিঙ্কেন।

অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, হামলা চালানোর পরই আমরা বিস্তারিত জানানোর জন্য অনুরোধ করেছি। আমি এখন পর্যন্ত কোনো তথ্য পাইনি।

এর আগে গতকাল রোববার যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিবিএস নিউজের একটি অনুষ্ঠানে অংশ নিয়ে ইসরায়েলের তত্ত্বাবধায়ক সরকার প্রধান বেনইয়ামিন নেতানিয়াহু বলেন, গাজায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা ও মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) ব্যুরো অফিস যে ভবনটিতে ছিল সেটিতে ছিল হামাসের গোপন দপ্তর। আর এ বিষয়ে মার্কিন গোয়েন্দাদের জানিয়েছিল ইসরায়েল।।

সিবিএস নিউজের ‘ফেস দ্য নেশন’ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্যে নেতানিয়াহু বলেন, আল জালা ভবনটিতে ফিলিস্তিনি সশস্ত্র জঙ্গি গোষ্ঠী হামাসের গোপন দপ্তর ছিল। তাই দেশের জনগণের নিরাপত্তার স্বার্থেই ভবনটি ধ্বংস করতে হয়েছে।

গত শনিবার গাজায় আল জালা নামের ১২ তলা ভবনটি গুঁড়িয়ে দেয় ইসরায়েলের বিমানবাহিনী। ওই ভবনটিতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরা ও মার্কিন বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) কার্যালয় ছাড়াও অনেকগুলো প্রতিষ্ঠানের কার্যালয় ও অ্যাপার্টমেন্ট ছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত