গাজা-লেবাননে ‘তোমার মনে যা চায়, করো’: নেতানিয়াহুকে ট্রাম্প

অনলাইন ডেস্ক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৪, ১৭: ৩৬
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা ও লেবাননে যা মন চায় করতে পারেন। চলতি মাসের শুরুর দিকে নেতানিয়াহুর সঙ্গে টেলিফোন আলাপে ট্রাম্প এ কথা বলেছিলেন। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী গাজায় হামাস ও লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের আক্রমণাত্মক পদক্ষেপগুলোর পক্ষে সমর্থন প্রকাশ করেন। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প বলেছেন, ‘আপনার যা করতে মনে চায়, করুন।’ বিষয়টির সঙ্গে পরিচিত ছয়জন ব্যক্তির উদ্ধৃতি দিয়ে এই কথা জানিয়েছে পোস্ট।

নেতানিয়াহু এক উপদেষ্টার কাছে এই টেলিফোন আলাপের বিষয়ে জানতে চাইলে তিনি মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

এদিকে, গাজা উপত্যকায় গত বছরের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া অসম যুদ্ধে এখন পর্যন্ত ইসরায়েলের ৭৬৫ সেনা নিহত হয়েছে এবং ৫ হাজার ৮৭ আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। গত বছর হামাসের আক্রমণের জবাবে, ইসরায়েল গাজায় একটি কঠোর সামরিক অভিযান চালিয়েছে যার ফলে প্রায় ৪৩ হাজার মানুষ নিহত হয়েছে এবং আহত হয়েছে লক্ষাধিক।

গাজার এই সংঘর্ষ ইসরায়েলের আরেক প্রতিবেশী লেবাননেও ছড়িয়ে পড়েছে। দেশটিতে ইসরায়েলের প্রাণঘাতী হামলায় গত বছরের অক্টোবর থেকে এখন পর্যন্ত ২ হাজার ৬০০ এর বেশি মানুষ নিহত এবং ১২ হাজার ২০০ এরও বেশি মানুষ আহত হয়েছে।

আন্তর্জাতিক সতর্কতা সত্ত্বেও ইসরায়েলের নির্বিচার আগ্রাসনের কারণে মধ্যপ্রাচ্যের এই অঞ্চলটি একটি আঞ্চলিক যুদ্ধের প্রান্তে। সর্বশেষ, আজ শনিবার সকালে ইসরায়েল ইরানে বিমান হামলা চালিয়ে এই যুদ্ধের আশঙ্কা আরও বহুগুণে বাড়িয়ে দিয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত