Ajker Patrika

ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে কঠিন প্রশ্নের মুখোমুখি করবেন বাইডেন 

অনলাইন ডেস্ক
আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ১৪: ৫১
ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে কঠিন প্রশ্নের মুখোমুখি করবেন বাইডেন 

ইসরায়েল সফরের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তেল আবিবে পৌঁছে বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে কিছু কঠিন প্রশ্নের মুখোমুখি করবেন। এমনটাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের কৌশলগত যোগাযোগবিষয়ক সমন্বয়কারী জন কিরবি। আজ বুধবার তিনি এ কথা জানিয়েছেন।

জো বাইডেন এমন এক সময়ে ইসরায়েল সফরে যাচ্ছেন, যার মাত্র কয়েক ঘণ্টা আগে গাজায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৫০০ জন নিহত হয়েছে। এ ঘটনায় জাতিসংঘের মহাসচিবসহ বিশ্বের বিভিন্ন দেশ নিন্দা জানিয়েছে। এই বোমা হামলার জের ধরে জর্ডানের রাজধানী আম্মানে মিসর, জর্ডান ও ফিলিস্তিনের শীর্ষ নেতাদের সঙ্গে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠক বাতিল করেছেন জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ।

হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে বহনকারী বিমান এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানিয়েছেন, তেল আবিবে বাইডেন ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পাশাপাশি দেশটির যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্যদের সঙ্গেও বৈঠক করবেন। আগামী দিন ও সপ্তাহগুলো ইসরায়েল সরকার কী করতে চায় সেসব বিষয়ে পরিকল্পনা জানতে চাইবেন বাইডেন।

জন কিরবি নেতানিয়াহু ও তাঁর সরকারের মন্ত্রিসভাকে ইঙ্গিত করে বলেন, ‘তিনি সেখানে তাঁকে (নেতানিয়াহু) কঠিন কিছু প্রশ্ন জিজ্ঞেস করবেন, তিনি তাদের বন্ধু হিসেবেই বিষয়গুলো জানতে চাইবেন।’ জন কিরবি আরও বলেন, ‘তিনি (বাইডেন) ইসরায়েলের একজন প্রকৃত বন্ধু হিসেবে তাদের (মন্ত্রিসভা) কিছু কঠিন প্রশ্ন জিজ্ঞেস করবেন।’ তবে বাইডেন কোন ধরনের কঠিন প্রশ্ন করবেন সে বিষয়ে স্পষ্ট কোনো ধারণা দেননি কিরবি।

এদিকে, ইসরায়েল গাজার হাসপাতালে হামলা করে ৫০০ ফিলিস্তিনিকে হত্যা করায় জর্ডানের রাজধানী আম্মানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে হামাস-ইসরায়েল যুদ্ধ ইস্যুতে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকটি বাতিল করেছেন বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ। বৈঠকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের যোগ দেওয়ার কথা থাকলেও তিনিও এই বৈঠকে যোগ দেবেন না।

বাদশাহ আবদুল্লাহ গাজার আল-আহলি আরব হাসপাতালে ইসরায়েলি হামলার তীব্র সমালোচনা করেছেন। এই হামলায় অন্তত ৫০০ জন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। বাদশাহ আবদুল্লাহ বলেছেন, ‘এটি মানবতার জন্য একটি লজ্জা।’ এ সময় তিনি ইসরায়েলি নেতৃত্বকে গাজায় সামরিক অভিযান চালানো বন্ধের আহ্বান জানান।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার রাতে এই হামলা চালায় ইসরায়েলি বিমানবাহিনী। নিহতদের অধিকাংশই রোগী এবং বিভিন্ন স্থান থেকে আসা শরণার্থী। জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থা সামাজিক যোগাযোগমাধ্যমে ইসরায়েলের এই হামলার নিন্দা জানিয়েছে। সংস্থাটি বলেছে, ‘এটি ভয়াবহ অন্যায় এবং এই হামলার মাধ্যমে আবারও দেখিয়ে দেওয়া হলো, বেসামরিক নাগরিকদের প্রাণের কোনো দাম দেওয়া হচ্ছে না।’ 

ইসরায়েলের হামলার পর হতাহতের বিষয়টি জানিয়ে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, হাসপাতালটি রোগীদের সেবা দেওয়ার পাশাপাশি আশ্রয়হীনদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ আশ্রয়স্থল হয়ে উঠেছিল। বিবৃতিতে আরও বলা হয়, ‘হাসপাতালটি অসুস্থ ও আহতদের ঠাঁই দেওয়ার পাশাপাশি গাজার বিভিন্ন অঞ্চল থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষকেও আশ্রয় দিয়েছিল।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত