যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন: সাবেক বস ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি মাইক পেনস 

অনলাইন ডেস্ক
আপডেট : ০৬ জুন ২০২৩, ১৩: ০০
Thumbnail image

২০২৪ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী হতে চান সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেনস। এর জন্য সাবেক বস ডোনাল্ড ট্রাম্পসহ প্রার্থী হতে ইচ্ছুক দলের একগুচ্ছ নেতার সঙ্গে লড়াই করতে হবে তাঁকে। 

ফ্লোরিডার গভর্নর রন ডিস্যানটিস, সেনেটর টিম স্কট, সাউথ ক্যারোলিনার সাবেক গভর্নর নিক্কি হ্যালের মধ্যেই প্রেসিডেন্ট পদে রিপাবলিকান প্রার্থী হতে নিজেদের নাম ঘোষণা করেছেন। নর্থ ডাকোটার গভর্নর ডগ বারগাম এবং নিউ জার্সির সাবেক গভর্নর ক্রিস ক্রিসটিও কিছুদিনের মধ্যেই নিজেদের নাম ঘোষণা করতে পারেন। 

সোমবারই নিজের প্রার্থী হওয়ার কাগজপত্র জমা দিয়েছেন মাইক পেনস। আইওয়া থেকে তিনি প্রচার শুরু করতে পারেন। পেনস প্রথমে একটি ভিডিও বার্তা, তার পরে একটি বক্তৃতা দিয়ে প্রচার শুরু করবেন বলে তাঁর ভোট ম্যানেজাররা সংবাদমাধ্যমকে জানিয়েছেন। 

৬৩ বছরের পেনস অর্থডক্স বলে পরিচিত। ইউক্রেনে সেনা পাঠানোর ক্ষেত্রে তিনি সরব ছিলেন। আবার অ্যাবরশন বা গর্ভপাতের তিনি তীব্র বিরোধী। 

ক্যাপিটল ভবনে হামলার পর থেকে পেনস ক্রমশ ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে ব্যবধান তৈরি করতে শুরু করেন। প্রকাশ্যে ক্যাপিটলে হামলার প্রতিবাদ করেন। শুধু তাই নয়, ট্রাম্প দাবি করেছিলেন, ২০২০ সালের নির্বাচনে কারচুপি হয়েছে। পেনস সেই অভিমতও সম্পূর্ণ খারিজ করে দেন। বস্তুত, তখন থেকেই দুই রিপাবলিকান নেতার দূরত্ব তৈরি হতে শুরু করে। 

ট্রাম্প অবশ্য ঘোষণা দিয়েছেন, ফের নির্বাচিত হলে ক্যাপিটলে আক্রমণকারীদের শাস্তি মওকুফ করে দেবেন তিনি। তবে ট্রাম্পের তদন্তে পেনসকে তলব করা হয়েছে। ট্রাম্প অতি গোপন তথ্য কীভাবে আলোচনা করতেন, সবার সঙ্গে তা ভাগ করে নিতেন কি না—এসংক্রান্ত এক তদন্তে পেনসকে তদন্তকারীদের সামনে বিবৃতি দিতে হয়েছে। 

বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য, দীর্ঘদিনের এই রাজনীতিকের পক্ষে ২০২৪ সালের লড়াইয়ে জেতা কঠিন। ট্রাম্পপন্থিরা তাঁকে বিশ্বাসঘাতক বলে মনে করেন। অন্যদিকে ট্রাম্পবিরোধীরা তাঁকে একসময় ট্রাম্পের সঙ্গী হিসেবে চিহ্নিত করেন। ফলে কোনো পক্ষই তাঁকে ভালো চোখে দেখে না বলে বিশেষজ্ঞদের ধারণা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত