অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে সমর্থন দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাও। এতে দলীয় মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে কমলা হ্যারিসের সম্ভাবনা আরও বেড়ে গেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক টুইটে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা লেখেন, ‘চলতি সপ্তাহের শুরুর দিকে আমি ও মিশেল (ওবামা) আমাদের বন্ধু কমলা হ্যারিসকে ফোন করেছিলাম। আমরা তাঁকে বলেছি যে আমরা মনে করি তিনি যুক্তরাষ্ট্রের জন্য দারুণ একজন প্রেসিডেন্ট হবেন এবং এ কারণে তাঁর প্রতি আমাদের পূর্ণাঙ্গ সমর্থন আছে।’
কমলা হ্যারিসের প্রতি সমর্থন নিশ্চিত করে বারাক ওবামা আরও লেখেন, ‘আমাদের দেশের এই ক্রান্তিলগ্নে তিনি যেন নভেম্বরের নির্বাচনে জিততে পারেন, তা নিশ্চিত করতে আমরা সবকিছুই করব। আশা করব তিনিও শিগগির আমাদের (মার্কিন প্রেসিডেন্টের তালিকায়) সঙ্গে যুক্ত হবেন।’
যুক্তরাষ্ট্রের রাজনীতিতে বারাক ওবামা এখনো অনেক বেশি প্রভাবশালী। বিশেষ করে ডেমোক্রেটিক পার্টিতে তাঁর প্রভাব অন্য যেকোনো সাবেক প্রেসিডেন্টের চেয়ে বেশি। এরই মধ্যে ডেমোক্রেটিক পার্টির অনেক হেভিওয়েট নেতাই কমলা হ্যারিসকে সমর্থন দিয়েছেন। কিন্তু বারাক ওবামার সমর্থন পেতে দেরি হচ্ছিল তাঁর। বিষয়টি মার্কিন রাজনীতিতে বেশ আলোচনা-গুঞ্জনের জন্ম দিয়েছিল। বারাক ওবামার এই সমর্থন কমলাকে ব্যাপকভাবে এগিয়ে দেবে চূড়ান্তভাবে মনোনীত হওয়ার ক্ষেত্রে।
উল্লেখ্য, গত সপ্তাহের রোববার ৮১ বছর বয়সী প্রেসিডেন্ট জো বাইডেন ডেমোক্রেটিক পার্টির হয়ে তাঁর প্রার্থিতা প্রত্যাহারের পর ৫৯ বছর বয়সী কমলা হ্যারিসকে সমর্থন দেন পরবর্তী প্রার্থী হিসেবে। তবে এখনো কমলার মনোনয়ন চূড়ান্ত হয়নি। আগামী ১ থেকে ৭ আগস্ট অনুষ্ঠিত হতে যাওয়া ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনে বিষয়টি চূড়ান্ত করা হবে। তবে ডেমোক্রেটিক পার্টির অধিকাংশ অঙ্গরাজ্যের চেয়াররা এরই মধ্যে কমলাকে সমর্থন দেওয়ায় তাঁর মনোনয়ন এখন কেবলই আনুষ্ঠানিকতা মাত্র।
যুক্তরাষ্ট্রের বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে সমর্থন দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাও। এতে দলীয় মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে কমলা হ্যারিসের সম্ভাবনা আরও বেড়ে গেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক টুইটে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা লেখেন, ‘চলতি সপ্তাহের শুরুর দিকে আমি ও মিশেল (ওবামা) আমাদের বন্ধু কমলা হ্যারিসকে ফোন করেছিলাম। আমরা তাঁকে বলেছি যে আমরা মনে করি তিনি যুক্তরাষ্ট্রের জন্য দারুণ একজন প্রেসিডেন্ট হবেন এবং এ কারণে তাঁর প্রতি আমাদের পূর্ণাঙ্গ সমর্থন আছে।’
কমলা হ্যারিসের প্রতি সমর্থন নিশ্চিত করে বারাক ওবামা আরও লেখেন, ‘আমাদের দেশের এই ক্রান্তিলগ্নে তিনি যেন নভেম্বরের নির্বাচনে জিততে পারেন, তা নিশ্চিত করতে আমরা সবকিছুই করব। আশা করব তিনিও শিগগির আমাদের (মার্কিন প্রেসিডেন্টের তালিকায়) সঙ্গে যুক্ত হবেন।’
যুক্তরাষ্ট্রের রাজনীতিতে বারাক ওবামা এখনো অনেক বেশি প্রভাবশালী। বিশেষ করে ডেমোক্রেটিক পার্টিতে তাঁর প্রভাব অন্য যেকোনো সাবেক প্রেসিডেন্টের চেয়ে বেশি। এরই মধ্যে ডেমোক্রেটিক পার্টির অনেক হেভিওয়েট নেতাই কমলা হ্যারিসকে সমর্থন দিয়েছেন। কিন্তু বারাক ওবামার সমর্থন পেতে দেরি হচ্ছিল তাঁর। বিষয়টি মার্কিন রাজনীতিতে বেশ আলোচনা-গুঞ্জনের জন্ম দিয়েছিল। বারাক ওবামার এই সমর্থন কমলাকে ব্যাপকভাবে এগিয়ে দেবে চূড়ান্তভাবে মনোনীত হওয়ার ক্ষেত্রে।
উল্লেখ্য, গত সপ্তাহের রোববার ৮১ বছর বয়সী প্রেসিডেন্ট জো বাইডেন ডেমোক্রেটিক পার্টির হয়ে তাঁর প্রার্থিতা প্রত্যাহারের পর ৫৯ বছর বয়সী কমলা হ্যারিসকে সমর্থন দেন পরবর্তী প্রার্থী হিসেবে। তবে এখনো কমলার মনোনয়ন চূড়ান্ত হয়নি। আগামী ১ থেকে ৭ আগস্ট অনুষ্ঠিত হতে যাওয়া ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনে বিষয়টি চূড়ান্ত করা হবে। তবে ডেমোক্রেটিক পার্টির অধিকাংশ অঙ্গরাজ্যের চেয়াররা এরই মধ্যে কমলাকে সমর্থন দেওয়ায় তাঁর মনোনয়ন এখন কেবলই আনুষ্ঠানিকতা মাত্র।
যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, মুক্তির অন্তত ২৪ ঘণ্টা আগে হামাসকে জিম্মিদের নামের তালিকা সরবরাহ করতে হবে। তবে এখনো হামাস এই তালিকা প্রকাশ করেনি। রোববার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় বিকেল ৪টা পর্যন্ত জিম্মিদের মুক্তির সময়সীমা...
২২ মিনিট আগেএকজন বন্দুকধারী সুপ্রিম কোর্টে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই দুই বিচারক নিহত হন। এ সময় আদালতের একজন নিরাপত্তা কর্মী আহত হন। বন্দুকধারী পালানোর সময় আত্মহত্যা করেছে বলে জানিয়েছে মিজান।
২৫ মিনিট আগেপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় দেওয়া সাজার রায় চ্যালেঞ্জ করার ঘোষণা দিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলটির অভিযোগ, এই রায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তবে সরকার বলছে, এই সাজা ইমরান খানের প্রাপ্য ছিল।
৪ ঘণ্টা আগেআগামী ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি অ্যারো ইন্ডিয়া ২০২৫–এর ১৫ তম প্রদর্শনী বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা বিমানঘাঁটি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা বিমানঘাঁটির ১৩ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে মাংস বিক্রি ও পরিবেশনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
৪ ঘণ্টা আগে