অনলাইন ডেস্ক
সীমান্তে নিরাপত্তা জোরদারে গতকাল রোববার ১১৮ বিলিয়ন ডলারের একটি বিল প্রকাশ করেছে মার্কিন সিনেট। আলোচনার পর বিলটি পাস হলে এখান থেকে ইউক্রেন ও ইসরায়েলকেও সহায়তা দেওয়া হবে। তবে ডোনাল্ড ট্রাম্প এবং কট্টর রিপাবলিকানদের বিরোধিতার মধ্যে এই বিল পাস করা যাবে কি না তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং সিনেটে ডেমোক্র্যাট ও রিপাবলিকান নেতারা ইউক্রেনকে আবারও যুদ্ধকালীন সহায়তা সরবরাহ করার জন্য চাপ দিয়ে যাচ্ছেন। কিন্তু রক্ষণশীল রিপাবলিকানরা এর বিরোধিতা করছেন। মেক্সিকো সীমান্তে অবৈধ অভিবাসন মোকাবিলায় ব্যবস্থা নেওয়ার জন্য তাঁরা জোর দিয়েছেন।
এই বিল অনুসারে ইউক্রেনকে ৬ হাজার কোটি ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। ইসরায়েলকে দেওয়া হবে ১৪১০ কোটি ডলারের সহায়তা। লোহিতসাগরে নিরাপত্তা জোরদারে দেওয়া হবে ২৪৪ কোটি ডলার। এশিয়ায় অংশীদারদের সমর্থন করার জন্য দেওয়া হবে ৪৮৩ কোটি ডলার।
চুক্তির অধীনে অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদন অবিলম্বে খারিজ করার ক্ষমতা দেওয়া হবে কর্তৃপক্ষকে। বলা হয়েছে, সীমান্তে আশ্রয় এবং প্রবেশের আবেদন অনেক বেশি হয়ে গেলে এবং দ্রুত সেগুলো সম্পন্ন করার চাপ থাকলে এই ক্ষমতা প্রয়োগ করা যাবে।
বাইডেন গতকাল কংগ্রেসকে বিলটি দ্রুত পাস করার আহ্বান জানিয়েছেন, যাতে এটিকে দ্রুত আইনে পরিণত করা যায়। সীমান্তের সুরক্ষা সম্পর্কে আশঙ্কা প্রকাশ করা রিপাবলিকানদের সতর্ক করে তিনি বলেন, ‘কিছুই না করা কখনোই কোনো বিকল্প নয়।’
মার্কিন সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা চাক শুমার বলেছেন যে, বিলের ব্যাপারে আগামী বুধবার প্রাথমিক ভোটের জন্য তিনি পদক্ষেপ নেবেন। বিলটি আইনে পরিণত হলে এটি মার্কিন অভিবাসন এবং সীমান্ত নিরাপত্তার ক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন হিসেবে বিবেচিত হবে।
অন্যদিকে, মার্কিন হাউসের স্পিকার মাইক জনসন এই সহায়তা বিলটি প্রত্যাখ্যান করেছেন। তিনি গতকাল বলেন, সীমান্ত নিরাপত্তা এবং ইউক্রেনকে সাহায্য নিয়ে নতুন করে উন্মোচিত বিলটি রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠ হাউস অব রিপ্রেজেনটেটিভসে পৌঁছালেই খারিজ হয়ে যাবে।
সামাজিক প্ল্যাটফর্ম এক্সে পোস্ট দিয়ে মাইক জনসন বলেন, ‘এই বিলটি আমাদের প্রত্যাশার চেয়েও খারাপ। প্রেসিডেন্ট যে সীমান্ত বিপর্যয় তৈরি করেছেন তা নিষ্পত্তিরও ধারেকাছে যেতে পারবে না এই বিল। যদি এই বিল হাউসে (হাউস অব রিপ্রেজেনটেটিভস) পৌঁছায় তবে সঙ্গে সঙ্গেই এটি বাতিল হবে।’
যুক্তরাষ্ট্রে বসবাসকারী অনথিভুক্ত ১ কোটি ১০ লাখ মানুষকে নাগরিকত্ব দেওয়ার জন্য কিছুই থাকছে না এই বিলে। এ জন্য অসন্তুষ্ট বেশ কয়েকজন প্রগতিশীল ডেমোক্র্যাট। সে সঙ্গে, গাজায় মানবিক সংকটের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপের মধ্যে থাকা ইসরায়েলকে আরও সহায়তা দেওয়ার কথা থাকায় ডেমোক্র্যাটদের কাছ থেকেও প্রতিরোধের মুখে পড়তে পারে এই বিল।
প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসেবে প্রাণঘাতী অস্ত্রের জন্য নির্ধারিত ১ হাজার কোটি ডলারের তহবিল অপসারণের দাবি জানিয়েছেন ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স।
সীমান্তে নিরাপত্তা জোরদারে গতকাল রোববার ১১৮ বিলিয়ন ডলারের একটি বিল প্রকাশ করেছে মার্কিন সিনেট। আলোচনার পর বিলটি পাস হলে এখান থেকে ইউক্রেন ও ইসরায়েলকেও সহায়তা দেওয়া হবে। তবে ডোনাল্ড ট্রাম্প এবং কট্টর রিপাবলিকানদের বিরোধিতার মধ্যে এই বিল পাস করা যাবে কি না তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং সিনেটে ডেমোক্র্যাট ও রিপাবলিকান নেতারা ইউক্রেনকে আবারও যুদ্ধকালীন সহায়তা সরবরাহ করার জন্য চাপ দিয়ে যাচ্ছেন। কিন্তু রক্ষণশীল রিপাবলিকানরা এর বিরোধিতা করছেন। মেক্সিকো সীমান্তে অবৈধ অভিবাসন মোকাবিলায় ব্যবস্থা নেওয়ার জন্য তাঁরা জোর দিয়েছেন।
এই বিল অনুসারে ইউক্রেনকে ৬ হাজার কোটি ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। ইসরায়েলকে দেওয়া হবে ১৪১০ কোটি ডলারের সহায়তা। লোহিতসাগরে নিরাপত্তা জোরদারে দেওয়া হবে ২৪৪ কোটি ডলার। এশিয়ায় অংশীদারদের সমর্থন করার জন্য দেওয়া হবে ৪৮৩ কোটি ডলার।
চুক্তির অধীনে অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদন অবিলম্বে খারিজ করার ক্ষমতা দেওয়া হবে কর্তৃপক্ষকে। বলা হয়েছে, সীমান্তে আশ্রয় এবং প্রবেশের আবেদন অনেক বেশি হয়ে গেলে এবং দ্রুত সেগুলো সম্পন্ন করার চাপ থাকলে এই ক্ষমতা প্রয়োগ করা যাবে।
বাইডেন গতকাল কংগ্রেসকে বিলটি দ্রুত পাস করার আহ্বান জানিয়েছেন, যাতে এটিকে দ্রুত আইনে পরিণত করা যায়। সীমান্তের সুরক্ষা সম্পর্কে আশঙ্কা প্রকাশ করা রিপাবলিকানদের সতর্ক করে তিনি বলেন, ‘কিছুই না করা কখনোই কোনো বিকল্প নয়।’
মার্কিন সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা চাক শুমার বলেছেন যে, বিলের ব্যাপারে আগামী বুধবার প্রাথমিক ভোটের জন্য তিনি পদক্ষেপ নেবেন। বিলটি আইনে পরিণত হলে এটি মার্কিন অভিবাসন এবং সীমান্ত নিরাপত্তার ক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন হিসেবে বিবেচিত হবে।
অন্যদিকে, মার্কিন হাউসের স্পিকার মাইক জনসন এই সহায়তা বিলটি প্রত্যাখ্যান করেছেন। তিনি গতকাল বলেন, সীমান্ত নিরাপত্তা এবং ইউক্রেনকে সাহায্য নিয়ে নতুন করে উন্মোচিত বিলটি রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠ হাউস অব রিপ্রেজেনটেটিভসে পৌঁছালেই খারিজ হয়ে যাবে।
সামাজিক প্ল্যাটফর্ম এক্সে পোস্ট দিয়ে মাইক জনসন বলেন, ‘এই বিলটি আমাদের প্রত্যাশার চেয়েও খারাপ। প্রেসিডেন্ট যে সীমান্ত বিপর্যয় তৈরি করেছেন তা নিষ্পত্তিরও ধারেকাছে যেতে পারবে না এই বিল। যদি এই বিল হাউসে (হাউস অব রিপ্রেজেনটেটিভস) পৌঁছায় তবে সঙ্গে সঙ্গেই এটি বাতিল হবে।’
যুক্তরাষ্ট্রে বসবাসকারী অনথিভুক্ত ১ কোটি ১০ লাখ মানুষকে নাগরিকত্ব দেওয়ার জন্য কিছুই থাকছে না এই বিলে। এ জন্য অসন্তুষ্ট বেশ কয়েকজন প্রগতিশীল ডেমোক্র্যাট। সে সঙ্গে, গাজায় মানবিক সংকটের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপের মধ্যে থাকা ইসরায়েলকে আরও সহায়তা দেওয়ার কথা থাকায় ডেমোক্র্যাটদের কাছ থেকেও প্রতিরোধের মুখে পড়তে পারে এই বিল।
প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসেবে প্রাণঘাতী অস্ত্রের জন্য নির্ধারিত ১ হাজার কোটি ডলারের তহবিল অপসারণের দাবি জানিয়েছেন ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স।
লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেছেন, আগামী ৫ নভেম্বরের আগেই ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধবিরতি হতে পারে। গতকাল বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিশেষ দূত আমোস হচস্টেইন টেলিফোনে আলাপকালে তাঁকে এই ইঙ্গিত দিয়েছেন বলেও জানিয়েছেন মিকাতি
১১ মিনিট আগেবাংলাদেশ-ত্রিপুরা সীমান্তে জরাজীর্ণ কাঁটাতারের বেড়ার ফায়দা তুলতে পারে স্বার্থান্বেষী মহল। এমন আশঙ্কা ব্যক্ত করেছেন ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী ও লোকসভা সদস্য বিপ্লব কুমার দেব। তাঁর মতে, বাংলাদেশে আইনশৃঙ্খলার ‘অস্থির’ পরিস্থিতির কারণে এই বিষয়টি থেকে ফায়দা লুটতে পারে স্বার্থান্বেষী মহল
১ ঘণ্টা আগেকুয়েতে ঘরের ভেতরে চোখ ও হাত বেঁধে এক পুরুষকে লাঞ্ছিত ও নির্যাতনের অভিযোগে বাংলাদেশি এক নারীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।
১ ঘণ্টা আগেআসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে শেষ মুহূর্তে ট্রাম্পকে পেছনে ফেলে এগিয়ে গেছেন কমলা হ্যারিস। গত মঙ্গলবার রয়টার্স-ইপসোস প্রকাশিত জরিপে দেখা গেছে, ৪৪ শতাংশ কমলা হ্যারিস এবং ৪৩ শতাংশ ডোনাল্ড ট্রাম্পের প্রতি সমর্থনের কথা জানিয়েছেন। বাকি ১৩ শতাংশ লিবার্টেরিয়ান পার্টি, গ্রিন পার্টিসহ অন্যদের
১ ঘণ্টা আগে