অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রে রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প আজ সোমবার বলেছেন যে, মার্কিন রাজ্যগুলোর উচিত গর্ভপাত আইনের বিষয়ে ইতিবাচক হওয়া। আগামী নভেম্বরের নির্বাচন মাথায় রেখে মধ্যপন্থী অবস্থান বেছে নিয়ে ট্রাম্প বলেন, গর্ভপাত বিষয়ে জাতীয় নিষেধাজ্ঞার প্রস্তাব তোলা উচিত হবে না।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তার সামাজিক প্ল্যাটফর্মে পোস্ট করা একটি ভিডিওতে বলেছেন যে, তিনি ধর্ষণ, অজাচার এবং মায়ের জীবন রক্ষার ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যতিক্রম নিয়মকে সমর্থন করেন।
গর্ভাবস্থায় ভ্রূণের বয়স কয়েক সপ্তাহের বেশি হলে গর্ভপাত নিষিদ্ধ করার ব্যাপারে কোনো ধরনের জাতীয় নিষেধাজ্ঞা দেওয়াকে সমর্থন করেননি ট্রাম্প। তবে তার বেশ কিছু ধর্মীয় ও রক্ষণশীল সমর্থক আশা করেছিলেন যে, ট্রাম্প হোয়াইট হাউসে ফিরলে গর্ভপাতের বিষয়ে জাতীয় নিষেধাজ্ঞা দেওয়া হবে।
ট্রাম্প এর আগে ১৫ সপ্তাহের গর্ভাবস্থার পর গর্ভপাতে নিষেধাজ্ঞায় সমর্থনের ইঙ্গিত দিয়েছিলেন। তবে বলেছিলেন যে, ২০২২ সালে সুপ্রিম কোর্টের যে রায়ে প্রায় ৫০ বছরের পুরোনো গর্ভপাতের অধিকার বাতিল করা হয়েছিল সেই রায়ের পর থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাজনৈতিক বিবেচনাগুলোই অগ্রাধিকার পেয়েছে।
ভিডিওতে ট্রাম্প বলেছেন, ‘হৃদয়ের কথা শুনুন। তবে আমাদের অবশ্যই জিততে হবে।’
রাজনৈতিকভাবে ট্রাম্পের এই মধ্যমপন্থী বিবৃতিকে ঘিরে সমালোচনা করছে অনেকেই। গর্ভপাতের অধিকারের পক্ষে থাকা বামঘেঁষা ডেমোক্র্যাট এবং গর্ভপাত বিরোধী ডানপন্থীরাও ট্রাম্পের এই অবস্থানের সমালোচনা করেছে।
যুক্তরাষ্ট্রে ২৪ থেকে ২৮ সপ্তাহ পর্যন্ত গর্ভপাতের অধিকার রক্ষা করতে ১৯৭৩ সালে সুপ্রিম কোর্টে দেওয়া হয়েছিল ঐতিহাসিক ‘রো বনাম ওয়েড’ রায়। পরে ২০২২ সালে ট্রাম্প সুপ্রিম কোর্টের তিন বিচারপতিকে মনোনীত করেছিলেন, যারা ‘রো বনাম ওয়েড’ রায়কে বাতিল করার জন্য ভোট দিয়েছিলেন।
ট্রাম্প বলেন, ‘রো বনাম ওয়েড রায়ের বিরুদ্ধে এই ৫০ বছরের যুদ্ধ বিষয়টিকে ফেডারেল সরকারের হাত থেকে বের করে এনে প্রতিটি রাজ্যের মানুষের হৃদয়, মন এবং ভোটে নিয়ে এসেছে। এখন সঠিক কাজটি করা নির্ভর করছে রাজ্যগুলোর ওপর।’
যুক্তরাষ্ট্রে রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প আজ সোমবার বলেছেন যে, মার্কিন রাজ্যগুলোর উচিত গর্ভপাত আইনের বিষয়ে ইতিবাচক হওয়া। আগামী নভেম্বরের নির্বাচন মাথায় রেখে মধ্যপন্থী অবস্থান বেছে নিয়ে ট্রাম্প বলেন, গর্ভপাত বিষয়ে জাতীয় নিষেধাজ্ঞার প্রস্তাব তোলা উচিত হবে না।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তার সামাজিক প্ল্যাটফর্মে পোস্ট করা একটি ভিডিওতে বলেছেন যে, তিনি ধর্ষণ, অজাচার এবং মায়ের জীবন রক্ষার ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যতিক্রম নিয়মকে সমর্থন করেন।
গর্ভাবস্থায় ভ্রূণের বয়স কয়েক সপ্তাহের বেশি হলে গর্ভপাত নিষিদ্ধ করার ব্যাপারে কোনো ধরনের জাতীয় নিষেধাজ্ঞা দেওয়াকে সমর্থন করেননি ট্রাম্প। তবে তার বেশ কিছু ধর্মীয় ও রক্ষণশীল সমর্থক আশা করেছিলেন যে, ট্রাম্প হোয়াইট হাউসে ফিরলে গর্ভপাতের বিষয়ে জাতীয় নিষেধাজ্ঞা দেওয়া হবে।
ট্রাম্প এর আগে ১৫ সপ্তাহের গর্ভাবস্থার পর গর্ভপাতে নিষেধাজ্ঞায় সমর্থনের ইঙ্গিত দিয়েছিলেন। তবে বলেছিলেন যে, ২০২২ সালে সুপ্রিম কোর্টের যে রায়ে প্রায় ৫০ বছরের পুরোনো গর্ভপাতের অধিকার বাতিল করা হয়েছিল সেই রায়ের পর থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাজনৈতিক বিবেচনাগুলোই অগ্রাধিকার পেয়েছে।
ভিডিওতে ট্রাম্প বলেছেন, ‘হৃদয়ের কথা শুনুন। তবে আমাদের অবশ্যই জিততে হবে।’
রাজনৈতিকভাবে ট্রাম্পের এই মধ্যমপন্থী বিবৃতিকে ঘিরে সমালোচনা করছে অনেকেই। গর্ভপাতের অধিকারের পক্ষে থাকা বামঘেঁষা ডেমোক্র্যাট এবং গর্ভপাত বিরোধী ডানপন্থীরাও ট্রাম্পের এই অবস্থানের সমালোচনা করেছে।
যুক্তরাষ্ট্রে ২৪ থেকে ২৮ সপ্তাহ পর্যন্ত গর্ভপাতের অধিকার রক্ষা করতে ১৯৭৩ সালে সুপ্রিম কোর্টে দেওয়া হয়েছিল ঐতিহাসিক ‘রো বনাম ওয়েড’ রায়। পরে ২০২২ সালে ট্রাম্প সুপ্রিম কোর্টের তিন বিচারপতিকে মনোনীত করেছিলেন, যারা ‘রো বনাম ওয়েড’ রায়কে বাতিল করার জন্য ভোট দিয়েছিলেন।
ট্রাম্প বলেন, ‘রো বনাম ওয়েড রায়ের বিরুদ্ধে এই ৫০ বছরের যুদ্ধ বিষয়টিকে ফেডারেল সরকারের হাত থেকে বের করে এনে প্রতিটি রাজ্যের মানুষের হৃদয়, মন এবং ভোটে নিয়ে এসেছে। এখন সঠিক কাজটি করা নির্ভর করছে রাজ্যগুলোর ওপর।’
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় দেওয়া সাজার রায় চ্যালেঞ্জ করার ঘোষণা দিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলটির অভিযোগ, এই রায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তবে সরকার বলছে, এই সাজা ইমরান খানের প্রাপ্য ছিল।
৩ ঘণ্টা আগেআগামী ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি অ্যারো ইন্ডিয়া ২০২৫–এর ১৫ তম প্রদর্শনী বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা বিমানঘাঁটি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা বিমানঘাঁটির ১৩ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে মাংস বিক্রি ও পরিবেশনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
৩ ঘণ্টা আগে২০১৭ সালে প্রথম মেয়াদে নির্বাচিত হয়ে, প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েই ‘ওবামা কেয়ার’ বাতিলে নির্বাহী আদেশ জারি করেন ডোনাল্ড ট্রাম্প। এবার দ্বিতীয় মেয়াদে ফিরে এসে, প্রথম দিনেই নির্বাহী আদেশে একাধিক প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা বলেছেন তিনি।
৪ ঘণ্টা আগেগাজায় যুদ্ধবিরতি চুক্তি আলোচনা শুরুর পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানালেন লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান নাঈম কাশেম। আজ শনিবার ফিলিস্তিনিদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, এই চুক্তি ইসরায়েলের বিরুদ্ধে অটল প্রতিরোধ গড়ে তোলার প্রমাণ। টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
৭ ঘণ্টা আগে