অনলাইন ডেস্ক
আগামী ছয় মাসের মধ্যে যুক্তরাষ্ট্রে হামলা চালানোর সক্ষমতা অর্জন করতে পারে আফগানিস্তানের জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। গতকাল মঙ্গলবার এমনটি বলেছেন পেন্টাগনের জ্যেষ্ঠ কর্মকর্তা কলিন কাহল।
মার্কিন প্রতিরক্ষা দপ্তরের আন্ডার সেক্রেটারি কলিন কাহল কংগ্রেসকে বলেছেন, গত আগস্টে শেষ হওয়া দুই দশকের যুদ্ধে পরাজিত আফগানিস্তান এখনো যুক্তরাষ্ট্রের গুরুতর জাতীয় নিরাপত্তা উদ্বেগ তৈরি করতে পারে।
সিনেটের আর্মড সার্ভিস কমিটির শুনানিতে অংশ নিয়ে কাহল আরও বলেন, গত আগস্টে মার্কিন সৈন্য প্রত্যাহারের পর ইসলামিক স্টেটের বিরুদ্ধে তালেবান সফলভাবে লড়তে পারবে কি-না তা এখনো পরিষ্কার নয়। তালেবান ছাড়াও ইসলামিক স্টেট এবং আল-কায়েদার মতো হামলাকারী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই করেছে যুক্তরাষ্ট্র।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর জোড়া বিমান হানায় কেঁপে উঠেছিল আমেরিকা। ধুলোয় মিশে গিয়েছিল ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। হামলার মূল হোতা ওসামা বিন লাদেনকে আশ্রয় দিয়েছেন আফগানিস্তানের তালিবান নেতৃত্ব, এই অভিযোগে আফগানিস্তানে হামলা চালায় যুক্তরাষ্ট্র।
গত আগস্টে আফগানিস্তানের ক্ষমতায় আসা তালেবানের অন্যতম শত্রু এখন ইসলামিক স্টেট (আইএস)। মার্কিন সৈন্য প্রত্যাহারের পর আত্মঘাতী বোমা হামলা এবং অন্যান্য হামলা চালিয়ে দেশটিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করছে আইএস। বেশ কয়েকটি হামলার দায়ও স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের আফগান অনুসারী ইসলামিক স্টেট ইন খোরাসান প্রদেশ, আইএসকেপি (আইএসআইএস-কে)।
কাহলের দাবি, আফগানিস্তানের বাইরে হামলা চালানোর মতো ক্ষমতা অর্জন করতে আল-কায়দার এখনো এক-দু’বছর সময় লাগবে। কিন্তু আফগান আইএস আগামী ছয়’মাসের মধ্যেই আমেরিকায় হামলা চালাতে সক্ষম হয়ে উঠেছে।
আফগানিস্তান থেকে বিশৃঙ্খলাপূর্ণ সেনা প্রত্যাহারের ঘটনা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের জনপ্রিয়তায় ধস নামিয়েছে। তারপরও তিনি বলেছেন, আফগানিস্তানে উদ্ভূত হুমকির ব্যাপারে সজাগ থাকবে যুক্তরাষ্ট্র।
আগামী ছয় মাসের মধ্যে যুক্তরাষ্ট্রে হামলা চালানোর সক্ষমতা অর্জন করতে পারে আফগানিস্তানের জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। গতকাল মঙ্গলবার এমনটি বলেছেন পেন্টাগনের জ্যেষ্ঠ কর্মকর্তা কলিন কাহল।
মার্কিন প্রতিরক্ষা দপ্তরের আন্ডার সেক্রেটারি কলিন কাহল কংগ্রেসকে বলেছেন, গত আগস্টে শেষ হওয়া দুই দশকের যুদ্ধে পরাজিত আফগানিস্তান এখনো যুক্তরাষ্ট্রের গুরুতর জাতীয় নিরাপত্তা উদ্বেগ তৈরি করতে পারে।
সিনেটের আর্মড সার্ভিস কমিটির শুনানিতে অংশ নিয়ে কাহল আরও বলেন, গত আগস্টে মার্কিন সৈন্য প্রত্যাহারের পর ইসলামিক স্টেটের বিরুদ্ধে তালেবান সফলভাবে লড়তে পারবে কি-না তা এখনো পরিষ্কার নয়। তালেবান ছাড়াও ইসলামিক স্টেট এবং আল-কায়েদার মতো হামলাকারী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই করেছে যুক্তরাষ্ট্র।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর জোড়া বিমান হানায় কেঁপে উঠেছিল আমেরিকা। ধুলোয় মিশে গিয়েছিল ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। হামলার মূল হোতা ওসামা বিন লাদেনকে আশ্রয় দিয়েছেন আফগানিস্তানের তালিবান নেতৃত্ব, এই অভিযোগে আফগানিস্তানে হামলা চালায় যুক্তরাষ্ট্র।
গত আগস্টে আফগানিস্তানের ক্ষমতায় আসা তালেবানের অন্যতম শত্রু এখন ইসলামিক স্টেট (আইএস)। মার্কিন সৈন্য প্রত্যাহারের পর আত্মঘাতী বোমা হামলা এবং অন্যান্য হামলা চালিয়ে দেশটিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করছে আইএস। বেশ কয়েকটি হামলার দায়ও স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের আফগান অনুসারী ইসলামিক স্টেট ইন খোরাসান প্রদেশ, আইএসকেপি (আইএসআইএস-কে)।
কাহলের দাবি, আফগানিস্তানের বাইরে হামলা চালানোর মতো ক্ষমতা অর্জন করতে আল-কায়দার এখনো এক-দু’বছর সময় লাগবে। কিন্তু আফগান আইএস আগামী ছয়’মাসের মধ্যেই আমেরিকায় হামলা চালাতে সক্ষম হয়ে উঠেছে।
আফগানিস্তান থেকে বিশৃঙ্খলাপূর্ণ সেনা প্রত্যাহারের ঘটনা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের জনপ্রিয়তায় ধস নামিয়েছে। তারপরও তিনি বলেছেন, আফগানিস্তানে উদ্ভূত হুমকির ব্যাপারে সজাগ থাকবে যুক্তরাষ্ট্র।
একজন বাক্প্রতিবন্ধী তরুণকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেছিলেন। কিন্তু সৎকারের জন্য চিতায় ওঠানোর ঠিক আগমুহূর্তে প্রাণ ফিরে পেয়েছেন রোহিতাশ! দুপুর ২টা নাগাদ চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য ফ্রিজিং করে রাখা হয়।
৬ ঘণ্টা আগেউত্তর কোরিয়াকে তেল, ক্ষেপণাস্ত্র ও আর্থিক সহায়তা দিয়ে ইউক্রেন যুদ্ধের জন্য সৈন্য সহায়তা নিচ্ছে রাশিয়া। আজ শুক্রবার দক্ষিণ কোরিয়ার একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
৬ ঘণ্টা আগেইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানাকে ইসরায়েলের ‘‘শেষ এবং রাজনৈতিক মৃত্যু’ হিসাবে অভিহিত করেছে ইরান।
৭ ঘণ্টা আগেভারতের মণিপুর রাজ্যে নতুন করে শুরু হওয়া সহিংসতার পরিপ্রেক্ষিতে ভারতের কেন্দ্রীয় সরকার সেখানে আরও ১০ হাজার সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। মিয়ানমারের সীমান্তবর্তী ওই রাজ্যটিতে এ নিয়ে কেন্দ্রীয় বাহিনীর মোট ২৮৮টি কোম্পানি মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছে এনডিটিভি।
৮ ঘণ্টা আগে