ইতিহাসে প্রথম নারী চিফ অব স্টাফ পেতে যাচ্ছে হোয়াইট হাউস

অনলাইন ডেস্ক
আপডেট : ০৮ নভেম্বর ২০২৪, ১১: ২৬
Thumbnail image
গত বুধবার পাম বিচে ট্রাম্পের বিজয় মঞ্চে তাঁর সঙ্গে উপস্থিত সুজি ওয়াইলস। ছবি: এএফপি

মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী চিফ অব স্টাফ পেতে যাচ্ছে হোয়াইট হাউস। আর তাঁকে নিয়োগ দিতে যাচ্ছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্প তাঁর নতুন প্রশাসনের চিফ অব স্টাফ হিসেবে সুজি ওয়াইলসের (৬৭) নাম ঘোষণা করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সুজি ওয়াইলস ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারাভিযানের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন। গতকাল বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্প সুজি ওয়াইলসের নাম ঘোষণা করেন হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে।

উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প আগামী ২০ জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭ তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেন রিপাবলিকান পার্টির প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই জয়ের দুদিন পর নতুন প্রশাসনের চিফ অব স্টাফ হিসেবে সুজি উইলির নাম ঘোষণা করলেন ট্রাম্প।

ট্রাম্প বলেন, ‘সুজি ওয়াইলস আমাকে আমেরিকার ইতিহাসে অন্যতম বড় রাজনৈতিক বিজয় অর্জনে সহায়তা করেছেন এবং ২০১৬ ও ২০২০ সালে আমার সফল নির্বাচনী প্রচারণায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি কঠোর পরিশ্রমী, বুদ্ধিমতী, উদ্ভাবনী এবং সবাই তাঁকে শ্রদ্ধা করে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী চিফ অব স্টাফ হওয়ার এই সম্মান সুজির প্রাপ্য।’

এর আগে, গত বুধবার নির্বাচনে জয়ের পর দেওয়া ভাষণেও ট্রাম্প সুজির প্রশংসা করেন। তাঁর বিষয়ে ট্রাম্প বলেন, ‘আমরা তাঁকে “আইস মেইডেন” বলে ডাকি...সুজি সাধারণত পেছনের সারিতে থাকতেই বেশি পছন্দ করেন।’

উল্লেখ্য, চলতি বছরই মুক্তি পেয়েছে সিনেমা ‘আইস মেইডেন’। এটি এক তরুণীর অসীম দৃঢ়তার গল্প। অস্ট্রেলিয়ার লিসা ব্লেয়ারের এককভাবে আন্টার্কটিকার চারপাশে পাল তোলা নৌকায় ঘুরে আসার ইতিহাস উঠে এসেছে এই সিনেমায়। প্রথম নারী হিসেবে এই ইতিহাস গড়েছেন লিসা।

ট্রাম্পের রানিং মেট ও মনোনীত ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সুজি ওয়াইলসের নিয়োগকে দারুণ খবর বলে অভিহিত করে বলেছেন, ‘সুজি ট্রাম্পের প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।’

তিনি আরও বলেন, ‘হোয়াইট হাউসে তিনি অত্যন্ত মূল্যবান একজন সহকর্মী হবেন। পাশাপাশি, তিনি সত্যিকার অর্থেই একজন ভালো মানুষ।’

সুজি ওয়াইলস ১৯৫৭ সালের ১৪ মে জন্মগ্রহণ করেন। তিনি বিখ্যাত ফুটবল খেলোয়াড় ও ক্রীড়া সঞ্চালক প্যাট সামারঅলের কন্যা। ওয়াইলস দীর্ঘদিন ধরেই ‘রাজনৈতিক কৌশলবিদ’ বা পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট হিসেবে কাজ করে আসছেন। তিনি ১৯৮০ সালে রোনাল্ড রিগ্যানের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণায় কাজ করেছেন এবং ২০১৮ সালে ফ্লোরিডার রিপাবলিকান গভর্নর রন ডিস্যান্টিসের বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

কর্মজীবনের শুরুতে তিনি রিপাবলিকান মার্কিন প্রতিনিধি জ্যাক কেম্প এবং টিলি ফাউলারের হয়ে কাজ করেন। ওয়াইলস ২০১২ সালের প্রাক্তন ইউটাহ গভর্নর জন হান্টসম্যান জুনিয়রের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেন। এ ছাড়া, তিনি ২০১৬ ও ২০২০ সালে ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে কাজ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত