অনলাইন ডেস্ক
ড্রোন হামলায় জেনারেল কাশেম সোলাইমানিকে হত্যার দায়ে এবার সেনা কর্মকর্তাসহ ৫১ জন মার্কিন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান। গতকাল শনিবার ‘সন্ত্রাসবাদ’ ও ‘মানবাধিকার লঙ্ঘনের’ অভিযোগ তুলে এ নিষেধাজ্ঞা আরোপের কথা জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
নিষেধাজ্ঞা অনুযায়ী, এই ৫১ মার্কিন নাগরিকের ইরানে থাকা সম্পদ বাজেয়াপ্ত করা হবে। তবে এ ধরনের সম্পদের উপস্থিতি না থাকায় এই নিষেধাজ্ঞাকে দেখা হচ্ছে প্রতীকী হিসেবে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আদেশে ২০২০ সালের ৩ জানুয়ারি ড্রোন হামলায় জেনারেল কাশেম সোলাইমানিকে হত্যা করা হয়। চলতি বছরের শুরুতে এ ঘটনার দুই বছর পার হলো। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে তেহরানের স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, জেনারেল কাশেম সোলাইমানি এবং তার সহযোগীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদী ভূমিকায় সংশ্লিষ্টতার দায়ে ওই ৫১ জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এর আগে কাশেম সোলাইমানির মৃত্যুর দ্বিতীয় বার্ষিকীতে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেন, ট্রাম্পকে বিচারের আওতায় আনতে হবে। না হলে কঠিন প্রতিশোধ নেবে ইরান।
এবার ইরানের দেওয়া নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অব স্টাফ জেনারেল মার্ক মিলি ও হোয়াইট হাউসের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রায়ান। গেল বছর একই ধরনের আরেকটি ঘোষণায় সে সময়ের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল ইরান।
ড্রোন হামলায় জেনারেল কাশেম সোলাইমানিকে হত্যার দায়ে এবার সেনা কর্মকর্তাসহ ৫১ জন মার্কিন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান। গতকাল শনিবার ‘সন্ত্রাসবাদ’ ও ‘মানবাধিকার লঙ্ঘনের’ অভিযোগ তুলে এ নিষেধাজ্ঞা আরোপের কথা জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
নিষেধাজ্ঞা অনুযায়ী, এই ৫১ মার্কিন নাগরিকের ইরানে থাকা সম্পদ বাজেয়াপ্ত করা হবে। তবে এ ধরনের সম্পদের উপস্থিতি না থাকায় এই নিষেধাজ্ঞাকে দেখা হচ্ছে প্রতীকী হিসেবে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আদেশে ২০২০ সালের ৩ জানুয়ারি ড্রোন হামলায় জেনারেল কাশেম সোলাইমানিকে হত্যা করা হয়। চলতি বছরের শুরুতে এ ঘটনার দুই বছর পার হলো। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে তেহরানের স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, জেনারেল কাশেম সোলাইমানি এবং তার সহযোগীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদী ভূমিকায় সংশ্লিষ্টতার দায়ে ওই ৫১ জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এর আগে কাশেম সোলাইমানির মৃত্যুর দ্বিতীয় বার্ষিকীতে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেন, ট্রাম্পকে বিচারের আওতায় আনতে হবে। না হলে কঠিন প্রতিশোধ নেবে ইরান।
এবার ইরানের দেওয়া নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অব স্টাফ জেনারেল মার্ক মিলি ও হোয়াইট হাউসের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রায়ান। গেল বছর একই ধরনের আরেকটি ঘোষণায় সে সময়ের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল ইরান।
গত ২৪ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত ইসলামাবাদে বিক্ষোভের ঘটনায় ইমরান খান, বুশরা বিবি ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির শত শত নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পাকিস্তান সরকার। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবাদ, পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা প্রদানসহ ১৪৪ ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। কাত
৩ মিনিট আগেযুক্তরাজ্যের সাতটি রাজনৈতিক দলের ৬০ জনেরও বেশি এমপি দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিকে চিঠি লিখে ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছেন। তারা ইসরায়েলের অবৈধ বসতিগুলোর সঙ্গে বাণিজ্য নিষিদ্ধ করার পাশাপাশি দেশটির সঙ্গে বিদ্যমান বাণিজ্যিক সম্পর্ক পর্যালোচনা করার আহ্বান জানান। আজ বৃহস্পতিব
৯ মিনিট আগেড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার যত দিন না সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি দিচ্ছে, তত দিন ভারতের উচিত বাংলাদেশিদের ভিসা বন্ধ রাখা। পাশাপাশি বাংলাদেশে আমদানি-রপ্তানিও বন্ধ করার আহ্বান জানিয়েছেন দেশটির ক্ষমতাসীন বিজেপির পশ্চিমবঙ্গ ইউনিটের সাবেক সভাপতি শুভেন্দু অধিকারী। বাংলাদেশ
৩৩ মিনিট আগেরয়টার্স জানিয়েছে, সন্ন্যাসী সিরিপান্নোর বিলিয়নিয়ার সেই বাবা মালয়েশিয়ার বিশিষ্ট টেলিকম এবং মিডিয়া টাইকুন আনন্দ কৃষ্ণণ ৮৬ বছর বয়সে মারা গেছেন। আনন্দ কৃষ্ণণের ব্যক্তিগত বিনিয়োগ প্রতিষ্ঠান উসাহা তেগাস সডিএন বিহাদ এই খবরটি নিশ্চিত করেছে। তাঁর পরিবার এই বিষয়ে গোপনীয়তা রক্ষার আহ্বান জানিয়েছে।
১ ঘণ্টা আগে