অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রে জালিয়াতির অপর এক মামলায় দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে আরও ১০ কোটি ডলার জরিমানা দিতে হবে। গত বৃহস্পতিবার মার্কিন আদালতের বিচারক ট্রাম্পকে এই জরিমানা দেওয়ার নির্দেশ দেন। এর আগেও এক জালিয়াতির মামলায় ৩৫ কোটি ৪৯ লাখ ডলার জরিমানা দেওয়ার দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জরিমানার এই অর্থের মধ্যে ম্যানহাটান আদালতের করা জরিমানার ৩৫ কোটি ৪৯ লাখ ডলারও অন্তর্ভুক্ত রয়েছে। ১৬ ফেব্রুয়ারি ট্রাম্পকে এ জরিমানা করেছিলেন ম্যানহাটান স্টেট কোর্টের বিচারপতি আর্থার অ্যাঙ্গরন।
ট্রাম্পের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ও এরিক ট্রাম্পকেও প্রায় ৪৭ লাখ ডলার করে জরিমানা করেন অ্যাঙ্গরন। এ ছাড়া ট্রাম্প অর্গানাইজেশনের সাবেক চিফ ফাইন্যান্সিয়াল অফিসার অ্যালেন ওয়েইসেলবার্গকে সুদসহ ১১ লাখ টাকা পরিশোধের নির্দেশ দেওয়া হয়।
গত বৃহস্পতিবার জরিমানা বাবদ মোট ৪৬ কোটি ৪৬ লাখ ডলার নির্ধারণ করেন আদালত। প্রতিদিনের হিসাবে ১ লাখ ১৪ হাজার ডলার সুদ নির্ধারিত হয়, যার বেশির ভাগ অর্থই ট্রাম্পকে একাই পরিশোধ করতে হবে।
অ্যাঙ্গরনের ওই রায়ে ট্রাম্পকে তিন বছরের জন্য নিউইয়র্কের যেকোনো প্রতিষ্ঠানে শীর্ষ দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা দেওয়া হয়। একই সঙ্গে ব্যাংক থেকে ঋণ নিতেও তাঁর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ট্রাম্পের প্রাপ্তবয়স্ক দুই ছেলেকে যেকোনো প্রতিষ্ঠান প্রধানের দায়িত্ব পালন থেকে দুই বছরের নিষেধাজ্ঞা দেন অ্যাঙ্গরন। এ সিদ্ধান্তের ফলে ট্রাম্পের ব্যবসা হুমকির মুখে পড়েছে।
এ ছাড়া রিপাবলিকান দলের সাবেক এই প্রেসিডেন্ট আরও চারটি ফৌজদারি মামলার মুখোমুখি হয়েছেন। এগুলোতে এখনো দোষী সাব্যস্ত হননি তিনি। তাই যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার ক্ষেত্রে তাঁর সামনে এখনো কোনো আইনি বাধা তৈরি হয়নি।
যুক্তরাষ্ট্রে জালিয়াতির অপর এক মামলায় দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে আরও ১০ কোটি ডলার জরিমানা দিতে হবে। গত বৃহস্পতিবার মার্কিন আদালতের বিচারক ট্রাম্পকে এই জরিমানা দেওয়ার নির্দেশ দেন। এর আগেও এক জালিয়াতির মামলায় ৩৫ কোটি ৪৯ লাখ ডলার জরিমানা দেওয়ার দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জরিমানার এই অর্থের মধ্যে ম্যানহাটান আদালতের করা জরিমানার ৩৫ কোটি ৪৯ লাখ ডলারও অন্তর্ভুক্ত রয়েছে। ১৬ ফেব্রুয়ারি ট্রাম্পকে এ জরিমানা করেছিলেন ম্যানহাটান স্টেট কোর্টের বিচারপতি আর্থার অ্যাঙ্গরন।
ট্রাম্পের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ও এরিক ট্রাম্পকেও প্রায় ৪৭ লাখ ডলার করে জরিমানা করেন অ্যাঙ্গরন। এ ছাড়া ট্রাম্প অর্গানাইজেশনের সাবেক চিফ ফাইন্যান্সিয়াল অফিসার অ্যালেন ওয়েইসেলবার্গকে সুদসহ ১১ লাখ টাকা পরিশোধের নির্দেশ দেওয়া হয়।
গত বৃহস্পতিবার জরিমানা বাবদ মোট ৪৬ কোটি ৪৬ লাখ ডলার নির্ধারণ করেন আদালত। প্রতিদিনের হিসাবে ১ লাখ ১৪ হাজার ডলার সুদ নির্ধারিত হয়, যার বেশির ভাগ অর্থই ট্রাম্পকে একাই পরিশোধ করতে হবে।
অ্যাঙ্গরনের ওই রায়ে ট্রাম্পকে তিন বছরের জন্য নিউইয়র্কের যেকোনো প্রতিষ্ঠানে শীর্ষ দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা দেওয়া হয়। একই সঙ্গে ব্যাংক থেকে ঋণ নিতেও তাঁর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ট্রাম্পের প্রাপ্তবয়স্ক দুই ছেলেকে যেকোনো প্রতিষ্ঠান প্রধানের দায়িত্ব পালন থেকে দুই বছরের নিষেধাজ্ঞা দেন অ্যাঙ্গরন। এ সিদ্ধান্তের ফলে ট্রাম্পের ব্যবসা হুমকির মুখে পড়েছে।
এ ছাড়া রিপাবলিকান দলের সাবেক এই প্রেসিডেন্ট আরও চারটি ফৌজদারি মামলার মুখোমুখি হয়েছেন। এগুলোতে এখনো দোষী সাব্যস্ত হননি তিনি। তাই যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার ক্ষেত্রে তাঁর সামনে এখনো কোনো আইনি বাধা তৈরি হয়নি।
একজন বাক্প্রতিবন্ধী তরুণকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেছিলেন। কিন্তু সৎকারের জন্য চিতায় ওঠানোর ঠিক আগমুহূর্তে প্রাণ ফিরে পেয়েছেন রোহিতাশ! দুপুর ২টা নাগাদ চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য ফ্রিজিং করে রাখা হয়।
৪ ঘণ্টা আগেউত্তর কোরিয়াকে তেল, ক্ষেপণাস্ত্র ও আর্থিক সহায়তা দিয়ে ইউক্রেন যুদ্ধের জন্য সৈন্য সহায়তা নিচ্ছে রাশিয়া। আজ শুক্রবার দক্ষিণ কোরিয়ার একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
৪ ঘণ্টা আগেইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানাকে ইসরায়েলের ‘‘শেষ এবং রাজনৈতিক মৃত্যু’ হিসাবে অভিহিত করেছে ইরান।
৫ ঘণ্টা আগেভারতের মণিপুর রাজ্যে নতুন করে শুরু হওয়া সহিংসতার পরিপ্রেক্ষিতে ভারতের কেন্দ্রীয় সরকার সেখানে আরও ১০ হাজার সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। মিয়ানমারের সীমান্তবর্তী ওই রাজ্যটিতে এ নিয়ে কেন্দ্রীয় বাহিনীর মোট ২৮৮টি কোম্পানি মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছে এনডিটিভি।
৬ ঘণ্টা আগে