হাইতির প্রেসিডেন্ট হত্যা করে ২৮ বিদেশি ভাড়াটে খুনি

অনলাইন ডেস্ক
আপডেট : ০৯ জুলাই ২০২১, ১৮: ২৭
Thumbnail image

হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোইস হত্যার সঙ্গে জড়িতে ২৬ কলোম্বিয়ান এবং দুই আমেরিকান। স্থানীয় সময় বৃহস্পতিবার হাইতির পুলিশের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এমনটি জানানো হয়। 

সংবাদ সম্মেলনে হাইতির জাতীয় পুলিশ মহাপরিচালক লিওন চার্লস বলেন, আমরা ১৫ কলোম্বিয়ানকে গ্রেপ্তার করেছি এবং দুই হাইতিয়ান বংশোদ্ভূত আমেরিকান জড়িত। এই পর্যন্ত তিন কলোম্বিয়ান পুলিশের গুলিতে নিহত হয়েছে। 

হাইতি পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে। 

এর আগে গত বুধবার হাইতি পুলিশের গুলিতে জোভেনেল মোইস হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজন চারজন পুলিশের গুলিতে নিহত হন। 

গত বুধবার হামলার শিকার হয়ে প্রাণ হারান হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোইস। দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ক্লদ জোসেফ জানান, রাজধানী পর্তোপ্রাঁসে রাষ্ট্রপতির ব্যক্তিগত বাসভবনে স্থানীয় বুধবার সময় বেলা ১টায় অজ্ঞাত অস্ত্রধারীরা নির্বিচারে গুলি চালায়। হাইতির প্রেসিডেন্টের মৃত্যুর পর দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত