ইউক্রেনকে অপরিসীম সাহায্য দেওয়া সম্ভব নয়: জ্যাক সুলিভান 

অনলাইন ডেস্ক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৩, ১০: ২৭
আপডেট : ১২ অক্টোবর ২০২৩, ১০: ৩২

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, কংগ্রেস অতিরিক্ত তহবিল বরাদ্দ না করায় ওয়াশিংটনের পক্ষে ইউক্রেনকে আর অপরিসীম সাহায্য দেওয়া সম্ভব হবে না। স্থানীয় সময় গতকাল বুধবার ওয়াশিংটনের হোয়াইট হাউসে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সুলিভান এ কথা বলেন।

সুলিভান বলেন, ‘নিকটবর্তী সময় বিবেচনায় আমাদের ইউক্রেন ও ইসরায়েল উভয় দেশের জন্যই তহবিল সরবরাহ করার অনুরোধ পেয়েছি।’ যুক্তরাষ্ট্রের আর্থিক সংকটের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘কিন্তু আপনি যখন খাদের কিনারে দাঁড়িয়ে থাকবেন, তখন এসব বিষয়ে (ইউক্রেনে সহায়তা) দীর্ঘমেয়াদি সহায়তার ক্ষেত্রে কোনো চেষ্টা করার সুযোগ থাকবে না।’

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আরও বলেন, ‘এবং ইউক্রেন ও ইউক্রেনে তহবিল সরবরাহের বিষয়ে আমরা আসলে খাদের কিনারে চলে এসেছি। আমরা আজও ২০০ মিলিয়ন ডলার সহায়তা প্যাকেজ ঘোষণা করছি এবং যত দিন সম্ভব আমরা এমনটা করতে থাকব, কিন্তু এটি তো অপরিসীম বা অনির্দিষ্ট কালের জন্য চলতে পারে না।’

প্রেস ব্রিফিংয়ে সুলিভানকে জিজ্ঞেস করা হয়, তিনি আসলে ‘নিকটবর্তী সময়’ বলতে কী বুঝিয়েছেন। জবাবে সুলিভান নির্দিষ্ট কোনো দিন-তারিখ উল্লেখ করেননি। তবে বলেছেন, বিষয়টি নির্ভর করছে ইসরায়েল ও ইউক্রেন কত দ্রুত তাদের অস্ত্র-গোলাবারুদ ব্যবহার করে ফেলছে এবং তাদের চাহিদা কী ও এর বিপরীতে আমাদের কী কী সরবরাহের সক্ষমতা রয়েছে।

এদিকে শীতের মধ্যে রাশিয়ার সঙ্গে যুদ্ধে টিকে থাকতে মিত্র দেশগুলোকে অস্ত্র সরবরাহ বাড়ানোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রুশ আগ্রাসন শুরুর পর গতকাল বুধবার পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদর দপ্তরে প্রথমবারের মতো সফরে গিয়ে জেলেনস্কি এই আহ্বান জানান।

এর আগে পেন্টাগনের এক শীর্ষ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছিলেন, ‘আমরা একই সময়ে ইসরায়েল ও ইউক্রেন উভয় দেশকে অস্ত্রসহায়তা দিতে সক্ষম এবং বিশ্বের যেকোনো প্রান্তে যেকোনো সময়ে আমরা প্রয়োজনীয় সহায়তা দিতেও সক্ষম।’ ওই কর্মকর্তা আরও বলেছেন, ‘যদিও আমরা ইউক্রেনকে উল্লেখযোগ্য পরিমাণে সহায়তা প্রদান করছি এবং সেই সহায়তা অব্যাহত রাখব। তবে আমরা বিষয়টি নিশ্চিত করার বিষয়েও সতর্ক যে, আমরা অন্যান্য সংকট ও অপ্রত্যাশিত পরিস্থিতিতেও সাড়া দিতে সক্ষম।’

পেন্টাগনের এক মুখপাত্র নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ইসরায়েল যেসব অস্ত্রের চাহিদা আমাদের কাছে দিয়েছে, আমরা সেগুলো পূরণ করতে সক্ষম। তবে ইসরায়েল কী ধরনের অস্ত্র চেয়েছে সে বিষয়ে কোনো তথ্য দেননি ওই কর্মকর্তা। ওই কর্মকর্তা আয়রন ডোম আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দেওয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত