অনলাইন ডেস্ক
আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে আফগানিস্তানের সাবেক স্পিকার, আইনপ্রণেতা ও সংশ্লিষ্ট ৪৪ প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞা আরোপের তথ্য জানানো হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, আফগান নিরাপত্তা বাহিনীর জন্য যুক্তরাষ্ট্র সরকারের তহবিলের মিলিয়ন মিলিয়ন ডলার পাচার করার অভিযোগে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় সাবেক দুই আফগান কর্মকর্তার পরিচয় প্রকাশ করেছে। তারা হচ্ছেন মীর রহমান রাহমানি এবং তার ছেলে আজমল রাহমানি। ২০১৯ সাল থেকে ২০২১ পর্যন্ত আফগান পার্লামেন্টের স্পিকারের দায়িত্ব পালন করেছেন মীর রহমান রাহমানি। তার ছেলে আজমল রাহমানি একজন সাবেক আইনপ্রণেতা, যিনি কাবুলের অভিজাতদের কাছে বুলেটপ্রুফ যানবাহন বিক্রির ব্যবসার জন্য ‘আর্মার্ড আজমল’ নামে পরিচিত।
অর্থ মন্ত্রণালয়ের বিবৃতিতে কয়েকটি পরিকল্পনার কথা বর্ণনা করা হয়েছে, যেখানে রাহমানি পরিবার নিজেদের সম্পদ বাড়িয়েছে। কৃত্রিমভাবে দাম বাড়িয়ে আফগান ন্যাশনাল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ফোর্সেসকে (এএনডিএসএফ) জ্বালানি সরবরাহ করার জন্য চুক্তি করেছিল বলে রাহমানিদের বিরুদ্ধে কারচুপির অভিযোগ আনা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ২০১৪ সালে রাহমানিরা সহ জ্বালানি ব্যবসার সঙ্গে জড়িত বেশ কয়েকটি পরিবার যুক্তরাষ্ট্রের অর্থায়ন করা চুক্তিতে জ্বালানির দাম ২০০ মিলিয়ন ডলারেরও বেশি বাড়াতে এবং নিলামে অন্যান্য প্রতিযোগীদের বাদ দেওয়ার ষড়যন্ত্র করেছিল।
আরও একটি দুর্নীতির অভিযোগ আনা হয়েছে রাহমানিদের বিরুদ্ধে। প্রতারণামূলকভাবে করমুক্ত জ্বালানি আমদানি ও বিক্রি করা এবং চুক্তির অধীনের চেয়ে কম জ্বালানি সরবরাহের অভিযোগ এনেছে অর্থ মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, দুর্নীতিকে স্থায়ী করার জন্য আফগানিস্তানের পার্লামেন্টে ঘুষ দেওয়া সহ নিজেদের সরকারি অবস্থানকে ব্যবহার করেছিল তারা।
যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় বিভিন্ন দেশের আরও ৪৪টি কোম্পানিকেও নিষেধাজ্ঞা দিয়েছে। যার মধ্যে রয়েছে জার্মানির ২৩, সাইপ্রাসের ৮, সংযুক্ত আরব আমিরাতের ৬, আফগানিস্তানের ২, অস্ট্রিয়ান ২, নেদারল্যান্ডসের ২ এবং বুলগেরিয়ার ১টি কোম্পানি।
হোয়াইট হাউসের জারি করা পৃথক এক বিবৃতিতে বলা হয়েছে, দুর্নীতিতে জড়িত বিদেশিদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যদেরও যুক্তরাষ্ট্রে প্রবেশ সীমিত করা হবে।
আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে আফগানিস্তানের সাবেক স্পিকার, আইনপ্রণেতা ও সংশ্লিষ্ট ৪৪ প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞা আরোপের তথ্য জানানো হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, আফগান নিরাপত্তা বাহিনীর জন্য যুক্তরাষ্ট্র সরকারের তহবিলের মিলিয়ন মিলিয়ন ডলার পাচার করার অভিযোগে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় সাবেক দুই আফগান কর্মকর্তার পরিচয় প্রকাশ করেছে। তারা হচ্ছেন মীর রহমান রাহমানি এবং তার ছেলে আজমল রাহমানি। ২০১৯ সাল থেকে ২০২১ পর্যন্ত আফগান পার্লামেন্টের স্পিকারের দায়িত্ব পালন করেছেন মীর রহমান রাহমানি। তার ছেলে আজমল রাহমানি একজন সাবেক আইনপ্রণেতা, যিনি কাবুলের অভিজাতদের কাছে বুলেটপ্রুফ যানবাহন বিক্রির ব্যবসার জন্য ‘আর্মার্ড আজমল’ নামে পরিচিত।
অর্থ মন্ত্রণালয়ের বিবৃতিতে কয়েকটি পরিকল্পনার কথা বর্ণনা করা হয়েছে, যেখানে রাহমানি পরিবার নিজেদের সম্পদ বাড়িয়েছে। কৃত্রিমভাবে দাম বাড়িয়ে আফগান ন্যাশনাল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ফোর্সেসকে (এএনডিএসএফ) জ্বালানি সরবরাহ করার জন্য চুক্তি করেছিল বলে রাহমানিদের বিরুদ্ধে কারচুপির অভিযোগ আনা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ২০১৪ সালে রাহমানিরা সহ জ্বালানি ব্যবসার সঙ্গে জড়িত বেশ কয়েকটি পরিবার যুক্তরাষ্ট্রের অর্থায়ন করা চুক্তিতে জ্বালানির দাম ২০০ মিলিয়ন ডলারেরও বেশি বাড়াতে এবং নিলামে অন্যান্য প্রতিযোগীদের বাদ দেওয়ার ষড়যন্ত্র করেছিল।
আরও একটি দুর্নীতির অভিযোগ আনা হয়েছে রাহমানিদের বিরুদ্ধে। প্রতারণামূলকভাবে করমুক্ত জ্বালানি আমদানি ও বিক্রি করা এবং চুক্তির অধীনের চেয়ে কম জ্বালানি সরবরাহের অভিযোগ এনেছে অর্থ মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, দুর্নীতিকে স্থায়ী করার জন্য আফগানিস্তানের পার্লামেন্টে ঘুষ দেওয়া সহ নিজেদের সরকারি অবস্থানকে ব্যবহার করেছিল তারা।
যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় বিভিন্ন দেশের আরও ৪৪টি কোম্পানিকেও নিষেধাজ্ঞা দিয়েছে। যার মধ্যে রয়েছে জার্মানির ২৩, সাইপ্রাসের ৮, সংযুক্ত আরব আমিরাতের ৬, আফগানিস্তানের ২, অস্ট্রিয়ান ২, নেদারল্যান্ডসের ২ এবং বুলগেরিয়ার ১টি কোম্পানি।
হোয়াইট হাউসের জারি করা পৃথক এক বিবৃতিতে বলা হয়েছে, দুর্নীতিতে জড়িত বিদেশিদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যদেরও যুক্তরাষ্ট্রে প্রবেশ সীমিত করা হবে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানাকে ইসরায়েলের ‘‘শেষ এবং রাজনৈতিক মৃত্যু’ হিসাবে অভিহিত করেছে ইরান।
২ মিনিট আগেভারতের মণিপুর রাজ্যে নতুন করে শুরু হওয়া সহিংসতার পরিপ্রেক্ষিতে ভারতের কেন্দ্রীয় সরকার সেখানে আরও ১০ হাজার সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। মিয়ানমারের সীমান্তবর্তী ওই রাজ্যটিতে এ নিয়ে কেন্দ্রীয় বাহিনীর মোট ২৮৮টি কোম্পানি মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছে এনডিটিভি।
১ ঘণ্টা আগেমানবতাবিরোধী ও যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারের ইঙ্গিত দিয়েছে যুক্তরাজ্য। গতকাল নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।
১ ঘণ্টা আগেআয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস বলেছেন, গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) পরোয়ানা জারি করায় বেনিয়ামিন নেতানিয়াহু আয়ারল্যান্ডে এলে তাকে গ্রেপ্তার করা হবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি প
৩ ঘণ্টা আগে