অনলাইন ডেস্ক
আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে একটি পিটিশনে সই করা ভোটারদের লটারির মাধ্যমে ১০ লাখ ডলার করে দিয়েছেন ধনকুবের ইলন মাস্ক। ওই পিটিশন আসলে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা শিবিরের একটি উদ্যোগ। এ ঘটনাকে কেন্দ্র করে ইলন মাস্ককে ডেকে পাঠিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার ফিলাডেলফিয়ার আদালতে তাঁকে উপস্থিত থাকার আদেশ দেওয়া হয়।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ফিলাডেলফিয়া কাউন্টি কোর্ট অব কমন প্লিসের আদেশে গতকাল বুধবার একজন বিচারক জানিয়েছেন, শুনানির সময় সব দলকে অবশ্যই উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হলো। শুনানির দিন প্রথমে শুক্রবার নির্ধারিত হলেও তা পরবর্তীকালে বৃহস্পতিবার সকালে নিয়ে আসা হয়।
ফিলাডেলফিয়া ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় থেকে সোমবার এই মামলা করা হয়। গত সপ্তাহে প্রতিযোগিতাটি শুরু করেন মাস্ক। মার্কিন নির্বাচনের আগপর্যন্ত প্রতিদিন লটারির মাধ্যমে একজন বিজয়ীকে ১০ লাখ ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা করা হয়। লটারিতে অংশগ্রহণের জন্য দুটো শর্ত দিয়েছেন ইলন মাস্ক।
স্বাক্ষরকারীদের যুক্তরাষ্ট্রের নিবন্ধিত ভোটার হতে হবে ও বাক্স্বাধীনতা ও অস্ত্র বহন আইনে সমর্থনে একটি পিটিশনে সই করতে হবে। তাঁর এই উদ্যোগ নিয়ে কিছুটা বিভক্ত হয়ে পড়েছিলেন বিশেষজ্ঞরা। অনেকের মতে, সরাসরি কোনো নির্বাচনী আইন ভঙ্গ করেননি মাস্ক। কিন্তু কেউ কেউ একে দেখেছেন ট্রাম্পের পক্ষে ভোটারদের টানার এক অভিনব পদ্ধতি হিসেবে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন থেকে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে আমেরিকা পিএসিকে সতর্ক করে একটি নোটিশ পাঠিয়েছিল বিচার বিভাগ। সেখানে বলা হয়, নিবন্ধিত ভোটারদের আর্থিক পুরস্কার দেওয়া ফেডেরাল আইনের লঙ্ঘন হতে পারে।
আসন্ন মার্কিন নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ অবস্থায় প্রচারণার জন্য ট্রাম্পশিবির প্রভাবশালী সব গোষ্ঠীর ওপরই নির্ভরশীল হয়ে পড়েছে। তাই বিশ্বের শীর্ষ ধনীর সুপার পিএসসি প্রেসিডেন্ট নির্বাচনের মোড় ঘুরিয়ে দিতে পারে।
আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে একটি পিটিশনে সই করা ভোটারদের লটারির মাধ্যমে ১০ লাখ ডলার করে দিয়েছেন ধনকুবের ইলন মাস্ক। ওই পিটিশন আসলে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা শিবিরের একটি উদ্যোগ। এ ঘটনাকে কেন্দ্র করে ইলন মাস্ককে ডেকে পাঠিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার ফিলাডেলফিয়ার আদালতে তাঁকে উপস্থিত থাকার আদেশ দেওয়া হয়।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ফিলাডেলফিয়া কাউন্টি কোর্ট অব কমন প্লিসের আদেশে গতকাল বুধবার একজন বিচারক জানিয়েছেন, শুনানির সময় সব দলকে অবশ্যই উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হলো। শুনানির দিন প্রথমে শুক্রবার নির্ধারিত হলেও তা পরবর্তীকালে বৃহস্পতিবার সকালে নিয়ে আসা হয়।
ফিলাডেলফিয়া ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় থেকে সোমবার এই মামলা করা হয়। গত সপ্তাহে প্রতিযোগিতাটি শুরু করেন মাস্ক। মার্কিন নির্বাচনের আগপর্যন্ত প্রতিদিন লটারির মাধ্যমে একজন বিজয়ীকে ১০ লাখ ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা করা হয়। লটারিতে অংশগ্রহণের জন্য দুটো শর্ত দিয়েছেন ইলন মাস্ক।
স্বাক্ষরকারীদের যুক্তরাষ্ট্রের নিবন্ধিত ভোটার হতে হবে ও বাক্স্বাধীনতা ও অস্ত্র বহন আইনে সমর্থনে একটি পিটিশনে সই করতে হবে। তাঁর এই উদ্যোগ নিয়ে কিছুটা বিভক্ত হয়ে পড়েছিলেন বিশেষজ্ঞরা। অনেকের মতে, সরাসরি কোনো নির্বাচনী আইন ভঙ্গ করেননি মাস্ক। কিন্তু কেউ কেউ একে দেখেছেন ট্রাম্পের পক্ষে ভোটারদের টানার এক অভিনব পদ্ধতি হিসেবে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন থেকে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে আমেরিকা পিএসিকে সতর্ক করে একটি নোটিশ পাঠিয়েছিল বিচার বিভাগ। সেখানে বলা হয়, নিবন্ধিত ভোটারদের আর্থিক পুরস্কার দেওয়া ফেডেরাল আইনের লঙ্ঘন হতে পারে।
আসন্ন মার্কিন নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ অবস্থায় প্রচারণার জন্য ট্রাম্পশিবির প্রভাবশালী সব গোষ্ঠীর ওপরই নির্ভরশীল হয়ে পড়েছে। তাই বিশ্বের শীর্ষ ধনীর সুপার পিএসসি প্রেসিডেন্ট নির্বাচনের মোড় ঘুরিয়ে দিতে পারে।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় দেওয়া সাজার রায় চ্যালেঞ্জ করার ঘোষণা দিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলটির অভিযোগ, এই রায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তবে সরকার বলছে, এই সাজা ইমরান খানের প্রাপ্য ছিল।
৩ ঘণ্টা আগেআগামী ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি অ্যারো ইন্ডিয়া ২০২৫–এর ১৫ তম প্রদর্শনী বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা বিমানঘাঁটি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা বিমানঘাঁটির ১৩ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে মাংস বিক্রি ও পরিবেশনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
৩ ঘণ্টা আগে২০১৭ সালে প্রথম মেয়াদে নির্বাচিত হয়ে, প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েই ‘ওবামা কেয়ার’ বাতিলে নির্বাহী আদেশ জারি করেন ডোনাল্ড ট্রাম্প। এবার দ্বিতীয় মেয়াদে ফিরে এসে, প্রথম দিনেই নির্বাহী আদেশে একাধিক প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা বলেছেন তিনি।
৫ ঘণ্টা আগেগাজায় যুদ্ধবিরতি চুক্তি আলোচনা শুরুর পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানালেন লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান নাঈম কাশেম। আজ শনিবার ফিলিস্তিনিদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, এই চুক্তি ইসরায়েলের বিরুদ্ধে অটল প্রতিরোধ গড়ে তোলার প্রমাণ। টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
৭ ঘণ্টা আগে