অনলাইন ডেস্ক
ক্রমেই বাড়ছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মামলার ব্যয়। চলতি বছরের প্রথম সাত মাসেই মামলার ব্যয় মেটাতে গিয়ে ট্রাম্পকে ব্যয় করতে হয়েছে প্রায় ৪০ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৪৩৫ কোটি টাকারও বেশি। বার্তা সংস্থা এপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ট্রাম্পের আইনি কার্যক্রম পরিচালনার সঙ্গে যুক্ত একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, চলতি বছরের জুলাই মাস পর্যন্ত ট্রাম্পের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনাসংক্রান্ত কমিটি সেভ আমেরিকা বাংলাদেশি মুদ্রায় ৪৩৫ কোটি টাকা খরচ করেছে কেবল আইনজীবীদের ফি দিতে।
ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই মামলার পুরো অর্থ ট্রাম্পের নিজের পকেট থেকে যায়নি। ট্রাম্পের নির্বাচনী প্রচারণা এবং তহবিল সংগ্রহের জন্য গঠিত মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন ইনকরপোরেশন ট্রাম্পকে মামলা চালানোর জন্য প্রায় ১ কোটি ২২ লাখ ডলার ফেরত দিয়েছে। যুক্তরাষ্ট্রের আইন অনুসারে, রাজনৈতিক প্রচারণা এবং তহবিল সংগ্রহের জন্য এমন সুপার পলিটিক্যাল অ্যাকশন কমিটি বা পিএসি গঠন বৈধ।
এদিকে, ক্রমবর্ধমান হারে মামলার ব্যয় মেটাতে গিয়ে ট্রাম্পকে যে পরিমাণ অর্থ ব্যয় করতে হচ্ছে, তার ভার লাঘব করতে নতুন আইনি সহায়তা তহবিল খোলার পরিকল্পনা করেছেন ট্রাম্পের সহযোগীরা। এর মাধ্যমে তাঁরা ট্রাম্পের মামলায় ব্যয় মেটানোর জন্য সমর্থকদের কাছ থেকে চাঁদা তুলতে পারবেন। এই গ্রুপ পরিচালনা করবেন ট্রাম্পের নির্বাচনী প্রচারণাবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা সুসি ওয়াইলস ও মাইকেল গ্লাসনার।
এদিকে সাবেক এই প্রেসিডেন্ট নিউইয়র্ক ও ফ্লোরিডায় একাধিক মামলায় অভিযুক্ত হয়েছেন। এর মধ্যে যেমন ফৌজদারি মামলা রয়েছে, তেমনি রয়েছে ফেডারেল মামলাও। আগামী মার্কিন নির্বাচনের জন্য রিপাবলিকান পার্টি থেকে মনোনয়ন লাভের ক্ষেত্রে সবার আগে রয়েছেন। তবে বিশ্লেষকদের আশঙ্কা, ট্রাম্পের বিরুদ্ধে থাকা ফেডারেল অভিযোগ এবং ফৌজদারি মামলাগুলোর রায় হয়ে গেলে হয়তো ট্রাম্প নির্বাচনের ক্ষেত্রে অযোগ্য হয়ে পড়বেন।
ক্রমেই বাড়ছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মামলার ব্যয়। চলতি বছরের প্রথম সাত মাসেই মামলার ব্যয় মেটাতে গিয়ে ট্রাম্পকে ব্যয় করতে হয়েছে প্রায় ৪০ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৪৩৫ কোটি টাকারও বেশি। বার্তা সংস্থা এপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ট্রাম্পের আইনি কার্যক্রম পরিচালনার সঙ্গে যুক্ত একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, চলতি বছরের জুলাই মাস পর্যন্ত ট্রাম্পের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনাসংক্রান্ত কমিটি সেভ আমেরিকা বাংলাদেশি মুদ্রায় ৪৩৫ কোটি টাকা খরচ করেছে কেবল আইনজীবীদের ফি দিতে।
ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই মামলার পুরো অর্থ ট্রাম্পের নিজের পকেট থেকে যায়নি। ট্রাম্পের নির্বাচনী প্রচারণা এবং তহবিল সংগ্রহের জন্য গঠিত মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন ইনকরপোরেশন ট্রাম্পকে মামলা চালানোর জন্য প্রায় ১ কোটি ২২ লাখ ডলার ফেরত দিয়েছে। যুক্তরাষ্ট্রের আইন অনুসারে, রাজনৈতিক প্রচারণা এবং তহবিল সংগ্রহের জন্য এমন সুপার পলিটিক্যাল অ্যাকশন কমিটি বা পিএসি গঠন বৈধ।
এদিকে, ক্রমবর্ধমান হারে মামলার ব্যয় মেটাতে গিয়ে ট্রাম্পকে যে পরিমাণ অর্থ ব্যয় করতে হচ্ছে, তার ভার লাঘব করতে নতুন আইনি সহায়তা তহবিল খোলার পরিকল্পনা করেছেন ট্রাম্পের সহযোগীরা। এর মাধ্যমে তাঁরা ট্রাম্পের মামলায় ব্যয় মেটানোর জন্য সমর্থকদের কাছ থেকে চাঁদা তুলতে পারবেন। এই গ্রুপ পরিচালনা করবেন ট্রাম্পের নির্বাচনী প্রচারণাবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা সুসি ওয়াইলস ও মাইকেল গ্লাসনার।
এদিকে সাবেক এই প্রেসিডেন্ট নিউইয়র্ক ও ফ্লোরিডায় একাধিক মামলায় অভিযুক্ত হয়েছেন। এর মধ্যে যেমন ফৌজদারি মামলা রয়েছে, তেমনি রয়েছে ফেডারেল মামলাও। আগামী মার্কিন নির্বাচনের জন্য রিপাবলিকান পার্টি থেকে মনোনয়ন লাভের ক্ষেত্রে সবার আগে রয়েছেন। তবে বিশ্লেষকদের আশঙ্কা, ট্রাম্পের বিরুদ্ধে থাকা ফেডারেল অভিযোগ এবং ফৌজদারি মামলাগুলোর রায় হয়ে গেলে হয়তো ট্রাম্প নির্বাচনের ক্ষেত্রে অযোগ্য হয়ে পড়বেন।
দীর্ঘ ১৬ বছর ধরে খোঁজাখুঁজির পর জীবনে গুরুত্বপূর্ণ এক ঘটনার মুখোমুখি হলেন ডিডি বোসওয়েল নামে এক মার্কিন নারী। সম্প্রতি তিনি প্রথমবারের মতো নিজের বাবার সঙ্গে দেখা হওয়ার একটি আবেগঘন মুহূর্তের ভিডিও শেয়ার করেছেন।
১ ঘণ্টা আগেপ্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরেই ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রশাসনের শীর্ষ মুখগুলোকে বেছে নিতে শুরু করেন। সর্বশেষ কৃষিমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন দীর্ঘদিনের সহকর্মী ব্রুক রোলিন্সকে। অর্থাৎ ২০ জানুয়ারি হোয়াইট হাউসে প্রবেশের আগে ১৫ সদস্য নিয়ে ট্রাম্প তাঁর মন্ত্রিসভা জন্য চূড়ান্ত করে ফেলেছেন।
২ ঘণ্টা আগেসাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে তাঁর সমর্থকেরা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বড় জমায়াতের প্রস্তুতি নিয়েছে। তবে এই মিছিল ঠেকাতে মরিয়া এখন দেশটির ক্ষমতাসীন সরকার। এ জন্য ইসলামাবাদে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার পাশাপাশি শহরের বেশ কয়েকটি এলাকায় মোবাইল ও ইন্টারনেট সেবা স্থগিত করা হয়েছে।
৩ ঘণ্টা আগেতীব্র ঝড়ের মধ্যে অত্যন্ত দক্ষতার সঙ্গে লন্ডনে বিমান অবতরণ করে প্রশংসার জোয়ারে ভাসছেন সৌদি পতাকাবাহী সৌদিয়া এয়ারলাইনসের এক পাইলট। সোমবার গালফ নিউজ জানিয়েছে, ব্রিটেনে আঘাত হানা শক্তিশালী স্টর্ম বার্ট ঝড়ে ভারী তুষার ও বৃষ্টিপাত এবং প্রবল বাতাসের সৃষ্টি হয়েছিল। এই ঝড় যোগাযোগ ব্যবস্থায়ও বড় ধরনের বিশৃঙ্খল
৫ ঘণ্টা আগে