মামলা চালাতে ৭ মাসে ৪৩৫ কোটি টাকা খরচ ট্রাম্পের

অনলাইন ডেস্ক
আপডেট : ০১ আগস্ট ২০২৩, ১০: ০৩
Thumbnail image

ক্রমেই বাড়ছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মামলার ব্যয়। চলতি বছরের প্রথম সাত মাসেই মামলার ব্যয় মেটাতে গিয়ে ট্রাম্পকে ব্যয় করতে হয়েছে প্রায় ৪০ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৪৩৫ কোটি টাকারও বেশি। বার্তা সংস্থা এপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

ট্রাম্পের আইনি কার্যক্রম পরিচালনার সঙ্গে যুক্ত একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, চলতি বছরের জুলাই মাস পর্যন্ত ট্রাম্পের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনাসংক্রান্ত কমিটি সেভ আমেরিকা বাংলাদেশি মুদ্রায় ৪৩৫ কোটি টাকা খরচ করেছে কেবল আইনজীবীদের ফি দিতে। 

ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই মামলার পুরো অর্থ ট্রাম্পের নিজের পকেট থেকে যায়নি। ট্রাম্পের নির্বাচনী প্রচারণা এবং তহবিল সংগ্রহের জন্য গঠিত মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন ইনকরপোরেশন ট্রাম্পকে মামলা চালানোর জন্য প্রায় ১ কোটি ২২ লাখ ডলার ফেরত দিয়েছে। যুক্তরাষ্ট্রের আইন অনুসারে, রাজনৈতিক প্রচারণা এবং তহবিল সংগ্রহের জন্য এমন সুপার পলিটিক্যাল অ্যাকশন কমিটি বা পিএসি গঠন বৈধ। 

এদিকে, ক্রমবর্ধমান হারে মামলার ব্যয় মেটাতে গিয়ে ট্রাম্পকে যে পরিমাণ অর্থ ব্যয় করতে হচ্ছে, তার ভার লাঘব করতে নতুন আইনি সহায়তা তহবিল খোলার পরিকল্পনা করেছেন ট্রাম্পের সহযোগীরা। এর মাধ্যমে তাঁরা ট্রাম্পের মামলায় ব্যয় মেটানোর জন্য সমর্থকদের কাছ থেকে চাঁদা তুলতে পারবেন। এই গ্রুপ পরিচালনা করবেন ট্রাম্পের নির্বাচনী প্রচারণাবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা সুসি ওয়াইলস ও মাইকেল গ্লাসনার। 

এদিকে সাবেক এই প্রেসিডেন্ট নিউইয়র্ক ও ফ্লোরিডায় একাধিক মামলায় অভিযুক্ত হয়েছেন। এর মধ্যে যেমন ফৌজদারি মামলা রয়েছে, তেমনি রয়েছে ফেডারেল মামলাও। আগামী মার্কিন নির্বাচনের জন্য রিপাবলিকান পার্টি থেকে মনোনয়ন লাভের ক্ষেত্রে সবার আগে রয়েছেন। তবে বিশ্লেষকদের আশঙ্কা, ট্রাম্পের বিরুদ্ধে থাকা ফেডারেল অভিযোগ এবং ফৌজদারি মামলাগুলোর রায় হয়ে গেলে হয়তো ট্রাম্প নির্বাচনের ক্ষেত্রে অযোগ্য হয়ে পড়বেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত