সম্পর্ক ভাঙলেও ভাঙবে না বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন

অনলাইন ডেস্ক
প্রকাশ : ০৪ মে ২০২১, ১২: ৫০
আপডেট : ০৪ মে ২০২১, ১৬: ০২

ঢাকা: বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন মাইক্রোসফট করপোরেশনের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস ও তার স্ত্রী মেলিন্ডা গেটস। বৈবাহিক সম্পর্ক ভাঙলেও ভাঙছে না তাঁদের দাতব্য প্রতিষ্ঠান বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

২৭ বছরের বৈবাহিক সম্পর্কের ইতি টানার ঘোষণা দিয়েছেন বিল গেটস এবং মেলিন্ডা। গতকাল সোমবার উভয়েই টুইট বার্তায় এই বিচ্ছেদের ঘোষণা দেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার ডিভোর্সের পিটিশন দায়ের করেছেন বিল এবং মেলিন্ডা । তবে বিচ্ছেদ হলেও মানবহিতৈষী কর্মকাণ্ড এক সঙ্গে পরিচালনা করবেন বলেও জানিয়েছেন তাঁরা।

২০০০ সালে সিয়াটলে এই দম্পতি প্রতিষ্ঠা করেন বিল অ্যান্ড গেটস ফাউন্ডেশন। প্রাথমিকভাবে জনস্বাস্থ্য, শিক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ওপর জোর দেয় এই ফাউন্ডেশন। কোভিড মহামারিতে ভ্যাকসিন উদ্ভাবন এবং গবেষণায় ফাউন্ডেশনের পক্ষ থেকে ১৭৫ কোটি ডলার অনুদান দেওয়া হয়েছে। ২০১৯ সালে ফাউন্ডেশনের নিট সম্পত্তি ছিল ৪৩ বিলিয়ন ডলার। ১৯৯৪ থেকে ২০১৮ সালের মধ্যে বিল এবং মেলিন্ডা গেটস তাঁদের ফাউন্ডেশনে ৩৬ বিলিয়স ডলারের বেশি অর্থ দেন।

প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী সংক্রামক রোগ এবং শিশুদের ভ্যাকসিন প্রদানে উৎসাহিত করার লড়াইয়ে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করছে। এই ফাউন্ডেশনটি পোলিও দূরীকরণ, শিশু পুষ্টি এবং ভ্যাকসিন কার্যক্রমের মাধ্যমে বিশ্বব্যাপী প্রশংসা পেয়েছে। গত বছর করোনামুক্ত বিশ্ব গড়ার জন্য এক দশমিক ৭৫ বিলিয়ন ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

বিবাহবিচ্ছেদের যৌথ পিটিশনে বিল এবং মেলিন্ডা বলেন, বিচ্ছেদ পরবর্তী সময়ে কিভাবে সম্পদের ভাগ হবে তা নিয়ে তাঁরা চুক্তিতে পৌঁছেছেন।

পিটিশনে আরও বলা হয়, বিল এবং মেলিন্ডা দম্পতির কোনো ছোট শিশু নেই। তাঁদের প্রত্যেকেই প্রাপ্তবয়স্ক।

এদিকে আলাদা একটি বিবৃতিতে গেটস ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়, এই দম্পতি ফাউন্ডেশনের সহ-সভাপতি এবং ট্রাস্টি পদে দায়িত্ব পালন করবেন।

১৯৮০’র দশকে মাইক্রোসফটে যোগদানের পর বিল গেটসের সঙ্গে শেষের দিকে পরিচয় হয় মেলিন্ডার। এই দম্পতির তিন সন্তান রয়েছে। বিল গেটস ও মিলিন্ডা গেটস মিলে গড়ে তোলেন দাতব্য প্রতিষ্ঠান ‘বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন’। প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী সংক্রামক রোগ এবং শিশুদের ভ্যাকসিন প্রদানে উৎসাহিত করার লড়াইয়ে এরই মধ্যে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করছে।

ফোর্বস সাময়িকীর মতে, বিল গেটস বর্তমানে বিশ্বের চতুর্থ শীর্ষ ধনী। তার সম্পদের পরিমাণ প্রায় ১২৪ বিলিয়ন ডলার। সফটওয়্যার কোম্পানি মাইক্রোসফট প্রতিষ্ঠার মাধ্যমে তিনি  প্রচুর সম্পদের মালিক হন। ১৯৭০ সালে প্রতিষ্ঠিত হওয়া মাইক্রোসফট বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় সফটওয়ার প্রতিষ্ঠান।

আরও পড়ুন:

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত