অনলাইন ডেস্ক
ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের প্রধান শহর ব্যাটন রগে। সম্প্রতি সেখানকার মিলিয়নিয়ার বাসিন্দা ম্যাট বিউবিস জরুরি ‘ফায়ার অ্যালার্ম’ শুনে তড়িঘড়ি করে বাড়ি থেকে বের হয়েছিলেন। কিন্তু কোথাও কোনো অগ্নিকাণ্ড না দেখে ৪২ বছর বয়সী এই ধনী নাগরিক কাছাকাছি একটি কফিশপের দিকে এগিয়ে যান। সেখানেই ঘটে ব্যতিক্রম এক ঘটনা!
বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই কফিশপের সামনেই স্থানীয় ৯ বছরের এক বালক ম্যাটকে একজন গৃহহীন মানুষ ভেবে বসে। ঘটনাটি ছিল এমন—একটি কফির অর্ডার দিয়ে শপের সামনেই দাঁড়িয়েছিলেন ম্যাট। আর এই ফাঁকে তিনি চোখ বন্ধ করে সকালের প্রার্থনাটুকু সেরে নিচ্ছিলেন।
এদিকে মধ্যবয়স্ক একজন মানুষকে এভাবে চোখ বুজে প্রার্থনারত অবস্থায় দেখে ক্যালভিন অ্যালিস জুনিয়র নামের সেই বালকটি তাঁর দিয়ে এগিয়ে যায়। শুধু তা-ই নয়, পকেট থেকে এক ডলারের একটি নোট বের করে এটি ম্যাটকে দিতে চায় সে।
ম্যাটের কাছে গিয়ে ক্যালভিন বলে, ‘এক্সকিউজ মি স্যার, আপনি কি একজন গৃহহীন? যদি তা হয়ে থাকেন, তবে এই নিন ডলার।’
এ বিষয়ে স্থানীয় একটি সংবাদমাধ্যমকে ক্যালভিন বলে, ‘আমার কাছে এর বেশি অর্থ ছিল না। ভেবেছিলাম, এক ডলার দিয়েই হয়তো ওই ব্যক্তি কিছু কিনে খেতে পারবেন।’
ক্যালভিন জানায়, স্কুলের পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য ওই এক ডলার তার বাবা তাকে দিয়েছিলেন।
তবে এই ঘটনাটি ম্যাট নামের সেই ভদ্রলোককে চমকে দিয়েছে। ছোট্ট এক বালকের এমন মহানুভবতায় তিনি মুগ্ধ হয়েছেন। পরে তিনি ক্যালভিনকে নাশতা কিনে খাওয়ান। আর তার বাবাকে একটি কফি পান করান এবং দুজনকেই ধন্যবাদ দেন। শুধু তাই নয়, ক্যালভিনকে তিনি শহরের একটি খেলার সরঞ্জামের দোকানে নিয়ে যান। আর বলেন, ‘তোমাকে ৪০ সেকেন্ড সময় দেওয়া হলো—এর মধ্যে তুমি যা যা নিতে চাও, পছন্দ করো।’
এ বিষয়ে সিবিএস নিউজকে ম্যাট বিউবিস বলেন, ‘আপনি যদি কিছু দেন, তবে আপনি আসলে এর থেকে আরও বেশি কিছু ফিরে পাবেন। ছোটবেলায় আমি এটা বুঝতে পারিনি। যদি আমরা এটাকে চারপাশে ছড়িয়ে দিতে পারি, সবকিছু বদলে যাবে।’
স্থানীয় সংবাদমাধ্যমগুলোকে ক্যালভিন জানায়, ঘটনাটি দারুণ ছিল। তবে ডলার দেওয়ার বিপরীতে কোনো কিছু পাওয়ার আশা ছিল না তার। কাউকে সাহায্য করলে আনন্দ অনুভব হয় বলেও জানায় সে।
উল্লেখ্য, গত কয়েক বছরে লুইজিয়ানা অঙ্গরাজ্যে গৃহহীন মানুষের সংখ্যা তুলনামূলকভাবে বেড়েছে। ধারণা করা হচ্ছে, ২০২১ সালে হারিকেন ইডার বিধ্বংসী প্রভাবে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের প্রধান শহর ব্যাটন রগে। সম্প্রতি সেখানকার মিলিয়নিয়ার বাসিন্দা ম্যাট বিউবিস জরুরি ‘ফায়ার অ্যালার্ম’ শুনে তড়িঘড়ি করে বাড়ি থেকে বের হয়েছিলেন। কিন্তু কোথাও কোনো অগ্নিকাণ্ড না দেখে ৪২ বছর বয়সী এই ধনী নাগরিক কাছাকাছি একটি কফিশপের দিকে এগিয়ে যান। সেখানেই ঘটে ব্যতিক্রম এক ঘটনা!
বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই কফিশপের সামনেই স্থানীয় ৯ বছরের এক বালক ম্যাটকে একজন গৃহহীন মানুষ ভেবে বসে। ঘটনাটি ছিল এমন—একটি কফির অর্ডার দিয়ে শপের সামনেই দাঁড়িয়েছিলেন ম্যাট। আর এই ফাঁকে তিনি চোখ বন্ধ করে সকালের প্রার্থনাটুকু সেরে নিচ্ছিলেন।
এদিকে মধ্যবয়স্ক একজন মানুষকে এভাবে চোখ বুজে প্রার্থনারত অবস্থায় দেখে ক্যালভিন অ্যালিস জুনিয়র নামের সেই বালকটি তাঁর দিয়ে এগিয়ে যায়। শুধু তা-ই নয়, পকেট থেকে এক ডলারের একটি নোট বের করে এটি ম্যাটকে দিতে চায় সে।
ম্যাটের কাছে গিয়ে ক্যালভিন বলে, ‘এক্সকিউজ মি স্যার, আপনি কি একজন গৃহহীন? যদি তা হয়ে থাকেন, তবে এই নিন ডলার।’
এ বিষয়ে স্থানীয় একটি সংবাদমাধ্যমকে ক্যালভিন বলে, ‘আমার কাছে এর বেশি অর্থ ছিল না। ভেবেছিলাম, এক ডলার দিয়েই হয়তো ওই ব্যক্তি কিছু কিনে খেতে পারবেন।’
ক্যালভিন জানায়, স্কুলের পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য ওই এক ডলার তার বাবা তাকে দিয়েছিলেন।
তবে এই ঘটনাটি ম্যাট নামের সেই ভদ্রলোককে চমকে দিয়েছে। ছোট্ট এক বালকের এমন মহানুভবতায় তিনি মুগ্ধ হয়েছেন। পরে তিনি ক্যালভিনকে নাশতা কিনে খাওয়ান। আর তার বাবাকে একটি কফি পান করান এবং দুজনকেই ধন্যবাদ দেন। শুধু তাই নয়, ক্যালভিনকে তিনি শহরের একটি খেলার সরঞ্জামের দোকানে নিয়ে যান। আর বলেন, ‘তোমাকে ৪০ সেকেন্ড সময় দেওয়া হলো—এর মধ্যে তুমি যা যা নিতে চাও, পছন্দ করো।’
এ বিষয়ে সিবিএস নিউজকে ম্যাট বিউবিস বলেন, ‘আপনি যদি কিছু দেন, তবে আপনি আসলে এর থেকে আরও বেশি কিছু ফিরে পাবেন। ছোটবেলায় আমি এটা বুঝতে পারিনি। যদি আমরা এটাকে চারপাশে ছড়িয়ে দিতে পারি, সবকিছু বদলে যাবে।’
স্থানীয় সংবাদমাধ্যমগুলোকে ক্যালভিন জানায়, ঘটনাটি দারুণ ছিল। তবে ডলার দেওয়ার বিপরীতে কোনো কিছু পাওয়ার আশা ছিল না তার। কাউকে সাহায্য করলে আনন্দ অনুভব হয় বলেও জানায় সে।
উল্লেখ্য, গত কয়েক বছরে লুইজিয়ানা অঙ্গরাজ্যে গৃহহীন মানুষের সংখ্যা তুলনামূলকভাবে বেড়েছে। ধারণা করা হচ্ছে, ২০২১ সালে হারিকেন ইডার বিধ্বংসী প্রভাবে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় দেওয়া সাজার রায় চ্যালেঞ্জ করার ঘোষণা দিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলটির অভিযোগ, এই রায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তবে সরকার বলছে, এই সাজা ইমরান খানের প্রাপ্য ছিল।
৩ ঘণ্টা আগেআগামী ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি অ্যারো ইন্ডিয়া ২০২৫–এর ১৫ তম প্রদর্শনী বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা বিমানঘাঁটি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা বিমানঘাঁটির ১৩ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে মাংস বিক্রি ও পরিবেশনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
৩ ঘণ্টা আগে২০১৭ সালে প্রথম মেয়াদে নির্বাচিত হয়ে, প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েই ‘ওবামা কেয়ার’ বাতিলে নির্বাহী আদেশ জারি করেন ডোনাল্ড ট্রাম্প। এবার দ্বিতীয় মেয়াদে ফিরে এসে, প্রথম দিনেই নির্বাহী আদেশে একাধিক প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা বলেছেন তিনি।
৪ ঘণ্টা আগেগাজায় যুদ্ধবিরতি চুক্তি আলোচনা শুরুর পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানালেন লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান নাঈম কাশেম। আজ শনিবার ফিলিস্তিনিদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, এই চুক্তি ইসরায়েলের বিরুদ্ধে অটল প্রতিরোধ গড়ে তোলার প্রমাণ। টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
৭ ঘণ্টা আগে