নির্বাচনে প্রার্থী হিসেবে নিজেকে কতটুকু যোগ্য মনে করেন?
ওয়াসিম আলিম: ২০১৩ সাল থেকে আমি বাংলাদেশের ই-কমার্স সেক্টরের অগ্রযাত্রায় কাজ করে যাচ্ছি। এ দীর্ঘ পথচলায় বলা যায়, আমি প্রতিদিন আমার জীবনের অধিকাংশ সময় ব্যয় করেছি এই সেক্টরের কোনো না কোনো সমস্যা সমাধানে। গ্রাহকের দরজায় পণ্য ডেলিভারি থেকে শুরু করে ই-কমার্স সেক্টরের জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং কাজ বিনিয়োগকারীদের অংশগ্রহণ—সব ক্ষেত্রেই আমি অবদান রাখার চেষ্টা করেছি। ওয়াই কম্বিনেটর থেকে শুরু করে আইএফসি, আইডিএলসিসহ অনেকগুলো দেশি ও বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠানকে বাংলাদেশে আনতে সক্ষম হয়েছি। দেশের অধিকাংশ প্রধান শহরে আমাদের সেবা কার্যক্রম বিস্তৃত এবং প্রতিনিয়ত আমরা এই পরিসর বড় করছি। সাড়ে ৩ হাজারের বেশি সদস্য কাজ করেন আমাদের পরিবারে এবং ১২ লাখের বেশি গ্রাহককে আমরা প্রতিনিয়ত সেবা দিয়ে যাচ্ছি। জাতীয় রাজস্ব বোর্ড, তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, এটুআই, বাংলাদেশ ব্যাংকসহ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে আমরা কাজ করছি; যাতে করে একটি সমৃদ্ধিশালী দেশ গড়তে পারি।
গত মেয়াদে নিজের সফলতা কতটা দেখছেন?
ওয়াসিম আলিম: গত মেয়াদে আমি এক্সিকিউটিভ কমিটির অংশ ছিলাম না। তবে আমি গভর্নমেন্ট অ্যাফেয়ার্স কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে অনেক নীতিনির্ধারণী আলোচনায় অংশগ্রহণের সুযোগ পেয়েছি এবং আমার অবস্থান থেকে বিভিন্ন পরামর্শ দিয়েছি। ‘চালডাল’ করোনা মহামারির সময় মানুষের সেবায় বিশেষ অবদান রাখার সুযোগ পেয়েছে এবং এই সময়ে সরকারের বিভিন্ন নীতিনির্ধারণে অবদান রাখার সুযোগ পেয়েছে, যা পুরো ই-কমার্স সেক্টরের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা বলা যায়।
নির্বাচিত হলে এ সেক্টরের উন্নয়নে আপনার পরিকল্পনা কী?
ওয়াসিম আলিম: ই-কমার্স সেক্টরে আমাদের সাধারণ মানুষের আস্থা অর্জনে দৃষ্টান্তমূলক অবদান রাখা উচিত। এই লক্ষ্যে সরকার ও অন্যান্য মহলের অংশগ্রহণ নিশ্চিত করতে চাই। একই সঙ্গে দেশি বা বিদেশি বিনিয়োগকে সহজীকরণ; প্রযুক্তিনির্ভর ব্যবসার জন্য সহজ ও সময়োপযোগী করনীতি; নীতিনির্ধারণে গতির সঞ্চার, আধুনিকায়ন ও বাস্তব অভিজ্ঞতার সমন্বয় বাড়াতে চাই।
আসন্ন ই-ক্যাব নির্বাচন নিয়ে আপনাদের প্রত্যাশা কী?
ওয়াসিম আলিম: সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি যোগ্য, প্রতিশ্রুতিশীল এবং কর্মঠ প্যানেল নির্বাচিত হবে বলে আমি বিশ্বাস করি।
নির্বাচনে প্রার্থী হিসেবে নিজেকে কতটুকু যোগ্য মনে করেন?
ওয়াসিম আলিম: ২০১৩ সাল থেকে আমি বাংলাদেশের ই-কমার্স সেক্টরের অগ্রযাত্রায় কাজ করে যাচ্ছি। এ দীর্ঘ পথচলায় বলা যায়, আমি প্রতিদিন আমার জীবনের অধিকাংশ সময় ব্যয় করেছি এই সেক্টরের কোনো না কোনো সমস্যা সমাধানে। গ্রাহকের দরজায় পণ্য ডেলিভারি থেকে শুরু করে ই-কমার্স সেক্টরের জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং কাজ বিনিয়োগকারীদের অংশগ্রহণ—সব ক্ষেত্রেই আমি অবদান রাখার চেষ্টা করেছি। ওয়াই কম্বিনেটর থেকে শুরু করে আইএফসি, আইডিএলসিসহ অনেকগুলো দেশি ও বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠানকে বাংলাদেশে আনতে সক্ষম হয়েছি। দেশের অধিকাংশ প্রধান শহরে আমাদের সেবা কার্যক্রম বিস্তৃত এবং প্রতিনিয়ত আমরা এই পরিসর বড় করছি। সাড়ে ৩ হাজারের বেশি সদস্য কাজ করেন আমাদের পরিবারে এবং ১২ লাখের বেশি গ্রাহককে আমরা প্রতিনিয়ত সেবা দিয়ে যাচ্ছি। জাতীয় রাজস্ব বোর্ড, তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, এটুআই, বাংলাদেশ ব্যাংকসহ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে আমরা কাজ করছি; যাতে করে একটি সমৃদ্ধিশালী দেশ গড়তে পারি।
গত মেয়াদে নিজের সফলতা কতটা দেখছেন?
ওয়াসিম আলিম: গত মেয়াদে আমি এক্সিকিউটিভ কমিটির অংশ ছিলাম না। তবে আমি গভর্নমেন্ট অ্যাফেয়ার্স কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে অনেক নীতিনির্ধারণী আলোচনায় অংশগ্রহণের সুযোগ পেয়েছি এবং আমার অবস্থান থেকে বিভিন্ন পরামর্শ দিয়েছি। ‘চালডাল’ করোনা মহামারির সময় মানুষের সেবায় বিশেষ অবদান রাখার সুযোগ পেয়েছে এবং এই সময়ে সরকারের বিভিন্ন নীতিনির্ধারণে অবদান রাখার সুযোগ পেয়েছে, যা পুরো ই-কমার্স সেক্টরের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা বলা যায়।
নির্বাচিত হলে এ সেক্টরের উন্নয়নে আপনার পরিকল্পনা কী?
ওয়াসিম আলিম: ই-কমার্স সেক্টরে আমাদের সাধারণ মানুষের আস্থা অর্জনে দৃষ্টান্তমূলক অবদান রাখা উচিত। এই লক্ষ্যে সরকার ও অন্যান্য মহলের অংশগ্রহণ নিশ্চিত করতে চাই। একই সঙ্গে দেশি বা বিদেশি বিনিয়োগকে সহজীকরণ; প্রযুক্তিনির্ভর ব্যবসার জন্য সহজ ও সময়োপযোগী করনীতি; নীতিনির্ধারণে গতির সঞ্চার, আধুনিকায়ন ও বাস্তব অভিজ্ঞতার সমন্বয় বাড়াতে চাই।
আসন্ন ই-ক্যাব নির্বাচন নিয়ে আপনাদের প্রত্যাশা কী?
ওয়াসিম আলিম: সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি যোগ্য, প্রতিশ্রুতিশীল এবং কর্মঠ প্যানেল নির্বাচিত হবে বলে আমি বিশ্বাস করি।
ইউনিক গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন। পর্যটনের বিভিন্ন বিষয় নিয়ে তাঁর সঙ্গে কথা বলেছেন আজকের পত্রিকার বিশেষ প্রতিনিধি মনজুরুল ইসলাম।
০৩ অক্টোবর ২০২৪বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, সুফি এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়কে কোনো বিভাজনমূলক এজেন্ডায় রাজনীতির দাবার গুটি হিসেবে ব্যবহৃত না হওয়ার জন্য দৃঢ়প্রতিজ্ঞ। আমরা দৃঢ়ভাবে কোনো সাম্প্রদায়িক ফাঁদে আটকা পড়তে দৃঢ়ভাবে অস্বীকার করি। কোনোভাবেই তা হতে দেওয়া যাবে না।
০৪ সেপ্টেম্বর ২০২৪‘আমি এটাকে ঠিক রাজনৈতিক ভাবাদর্শ বলব না। আমি এটাকে বলব, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া, সেটা আমার পারিবারিক শিক্ষা। আমাদের ঘরের ডাইনিং টেবিল থেকে শুরু করে যেকোনো ক্ষেত্রে প্রয়োজনে পরিবারের বড়দের সাথে আমরা দ্বিমত পোষণ করতে পেরেছি। ছোট থেকে বড়, কারো কোনো কথা বা কাজ ভুল মনে হলে সেটাকে আমরা তার প্রতি স
৩১ আগস্ট ২০২৪নতুন ইতিহাস গড়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মাত্র ২৬ বছর বয়সে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন। দীর্ঘদিনে ক্রীড়াঙ্গনে জেঁকে বসা অনিয়ম, সমস্যা, সংকট দূর করতে সংস্কারের অঙ্গীকার আসিফের।
১০ আগস্ট ২০২৪