হুমায়ুন কবীর ইসলামবিষয়ক গবেষক
দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। আর নামাজের জন্য অজু করা আবশ্যক। আল্লাহ তাআলা বলেন, ‘হে মুমিনগণ, তোমরা যখন নামাজের জন্য উঠবে, তখন নিজেদের চেহারা ও কনুই পর্যন্ত হাত ধুয়ে নেবে। নিজেদের মাথা মাসেহ করবে এবং টাখনু পর্যন্ত পা ধুয়ে নেবে।’ (সুরা মায়েদা: ৬) এই আয়াতে আল্লাহ তাআলা নামাজের আগে অজুর মৌলিক বিধান বর্ণনা করেছেন।
অজুর শুরুতে, মাঝে ও শেষে কিছু ফজিলতপূর্ণ দোয়া রয়েছে। যেমন অজুর শুরুতে মহানবী (সা.) ‘বিসমিল্লাহ’ পড়তেন। (মুসনাদে আহমাদ: ১২৬৯৪) অজুর মাঝে ‘আল্লাহুম্মাগ ফিরলি জাম্বি, ওয়াসসি-লি ফি দারি, ওয়া বারিক লি ফি রিজকি’ এই দোয়া পড়তেন। অর্থ: ‘হে আল্লাহ, আমার গুনাহ ক্ষমা করে দিন, আমার ঘর প্রশস্ত করে দিন এবং আমার রিজিকে বরকত দিন।’ (সুনানে নাসায়ি: ৮০)
অজুর শেষে আকাশের দিকে তাকিয়ে ‘আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওহদাহু লা শারিকালাহ, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলুহ। আল্লাহুম্মাজ আলনি মিনাত্তা ওয়াবিন, ওজআলনি মিনাল মুতাত্বহহিরিন’ পড়তেন তিনি। অর্থ: ‘আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি একক, তাঁর কোনো শরিক নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি, মুহাম্মদ (সা.) আল্লাহর বান্দা ও রাসুল। হে আল্লাহ, আমাকে বেশি বেশি তাওবাকারী এবং অধিক পবিত্রতা রক্ষাকারীদের অন্তর্ভুক্ত করে দিন। অজুর শেষে কালিমায়ে শাহাদাত এবং পরের দোয়া পাঠকারীর ফজিলত হাদিসে এসেছে, তার জন্য জান্নাতের আটটি দরজা খোলা থাকবে। সে যে দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করতে পারবে। (সুনানে তিরমিজি: ৫৫)
এই সব দোয়া পড়া আবশ্যক নয়, তবে অজুকে অধিক পুণ্যময় করে তোলার জন্য এসব দোয়া পাঠের বিকল্প নেই।
দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। আর নামাজের জন্য অজু করা আবশ্যক। আল্লাহ তাআলা বলেন, ‘হে মুমিনগণ, তোমরা যখন নামাজের জন্য উঠবে, তখন নিজেদের চেহারা ও কনুই পর্যন্ত হাত ধুয়ে নেবে। নিজেদের মাথা মাসেহ করবে এবং টাখনু পর্যন্ত পা ধুয়ে নেবে।’ (সুরা মায়েদা: ৬) এই আয়াতে আল্লাহ তাআলা নামাজের আগে অজুর মৌলিক বিধান বর্ণনা করেছেন।
অজুর শুরুতে, মাঝে ও শেষে কিছু ফজিলতপূর্ণ দোয়া রয়েছে। যেমন অজুর শুরুতে মহানবী (সা.) ‘বিসমিল্লাহ’ পড়তেন। (মুসনাদে আহমাদ: ১২৬৯৪) অজুর মাঝে ‘আল্লাহুম্মাগ ফিরলি জাম্বি, ওয়াসসি-লি ফি দারি, ওয়া বারিক লি ফি রিজকি’ এই দোয়া পড়তেন। অর্থ: ‘হে আল্লাহ, আমার গুনাহ ক্ষমা করে দিন, আমার ঘর প্রশস্ত করে দিন এবং আমার রিজিকে বরকত দিন।’ (সুনানে নাসায়ি: ৮০)
অজুর শেষে আকাশের দিকে তাকিয়ে ‘আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওহদাহু লা শারিকালাহ, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলুহ। আল্লাহুম্মাজ আলনি মিনাত্তা ওয়াবিন, ওজআলনি মিনাল মুতাত্বহহিরিন’ পড়তেন তিনি। অর্থ: ‘আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি একক, তাঁর কোনো শরিক নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি, মুহাম্মদ (সা.) আল্লাহর বান্দা ও রাসুল। হে আল্লাহ, আমাকে বেশি বেশি তাওবাকারী এবং অধিক পবিত্রতা রক্ষাকারীদের অন্তর্ভুক্ত করে দিন। অজুর শেষে কালিমায়ে শাহাদাত এবং পরের দোয়া পাঠকারীর ফজিলত হাদিসে এসেছে, তার জন্য জান্নাতের আটটি দরজা খোলা থাকবে। সে যে দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করতে পারবে। (সুনানে তিরমিজি: ৫৫)
এই সব দোয়া পড়া আবশ্যক নয়, তবে অজুকে অধিক পুণ্যময় করে তোলার জন্য এসব দোয়া পাঠের বিকল্প নেই।
দুনিয়ার সফরের শেষ গন্তব্য মৃত্যু। মৃত্যু এক অপ্রিয় সত্য, যা সুনিশ্চিত অনিবার্য ও অবশ্যম্ভাবী। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, ‘প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে।’ (সুরা আলে ইমরান: ১৮৫)
৪ ঘণ্টা আগেএকজন মুমিনের জন্য তার জীবনকে ইসলামের নির্দেশনা মোতাবেক পরিচালিত করা এবং ইসলামে যা কিছু নিষিদ্ধ, তা ত্যাগ করা আবশ্যক। হাদিস শরিফে এটাকে উত্তম ধার্মিকতা আখ্যা দেওয়া হয়েছে। হজরত আবু জর (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন...
১ দিন আগেআসর শব্দের অর্থ সময়। পবিত্র কোরআনে আসর নামে একটি সুরা রয়েছে। আল্লাহ তাআলা আসর বা সময়ের শপথ করেছেন। মুসলিমরা দৈনন্দিন যে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, তার তৃতীয় ওয়াক্তকে আসর নামে অভিহিত করা হয়। এ ছাড়াও পবিত্র কোরআনে এটিকে সালাত আল-ওসতা বা মধ্যবর্তী নামাজ হিসেবে সম্বোধন করা হয়েছে।
২ দিন আগেজ্ঞানগর্ভ ও উপদেশে ভরা কোরআন জীবনের জন্য অপরিহার্য একটি গাইড বই। মানুষ কোথায় কখন কী করবে, কেন করবে, কীভাবে করবে—তা বলে দেওয়া হয়েছে কোরআনে। কোরআন তথা আল্লাহপ্রদত্ত আসমানি কিতাবের হিদায়াতের বাইরে কোনো সঠিক জীবনদর্শন নেই, কোনো ধর্মদর্শন নেই, কোনো মুক্তির পথ নেই। মানবজাতির সূচনালগ্নেই কথাটি জানিয়ে দেওয়া
৩ দিন আগে