আবদুল আযীয কাসেমি
পবিত্র কোরআন মহান আল্লাহ তাআলার বাণী। মুসলিম-অমুসলিমনির্বিশেষে কোরআন সবার জন্য পথপ্রদর্শক। বিশেষত মুসলিমদের জন্য কোরআন তিলাওয়াতের গুরুত্ব অশেষ। নিঃসন্দেহে বুঝে বুঝে তিলাওয়াত করা এবং কোরআন থেকে হিদায়েত ও উপদেশ গ্রহণ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তবু শুধু সওয়াবের নিয়তেও কোরআন তিলাওয়াত করা কিছুতেই গুরুত্বহীন নয়। এটাও মহান আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম। তিলাওয়াতকারী ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে অসংখ্য রহমতের ভাগীদার হয়। যে ঘরে তিলাওয়াত হয়, সে ঘরে খোদার রহমত নাজিল হয়।
কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের মধ্যে কোরআন তিলাওয়াতের ধারাবাহিকতা নেই। আমাদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক মানুষ রমজানে নিয়মিত তিলাওয়াত করলেও পুরো বছর আর কোনো খোঁজখবর থাকে না। অথচ পবিত্র কোরআন নিয়মিত তিলাওয়াত করাই বাঞ্ছনীয়। ইসলামের তৃতীয় খলিফা হজরত ওসমান (রা.) বলেন, ‘আমি চাই না একদিনও আমার দেখে দেখে কোরআন তিলাওয়াত ছাড়া কাটুক।’ এমনকি তিনি কোরআন কারিম তিলাওয়াতরত অবস্থায় শহীদ হয়েছিলেন। প্রায়শ এমন হতো, তিনি তাহাজ্জুদে পুরো কোরআন মজিদ পড়ে ফেলতেন। তিনি কোরআনের যে কপি থেকে তিলাওয়াত করতেন, অধিক হারে তিলাওয়াতের কারণে সে কপির অধিকাংশ জায়গা জীর্ণ হয়ে পড়েছিল।
বিখ্যাত লেখক মুহাদ্দিস ঐতিহাসিক ও গবেষক আল্লামা ইবনুল জাওযি (রহ.) প্রতি সপ্তাহে একবার কোরআন খতম করতেন। বায়তুল মুকাদ্দাস বিজেতা বিখ্যাত সুলতান সালাউদ্দিন আইয়ুবি নিয়মিতই তিন থেকে চার পারা তিলাওয়াত করতেন। হিজরি অষ্টম শতকের বিখ্যাত সংস্কারক ও ইমাম আল্লামা ইবনে তাইমিয়া জীবনের শেষ দুই বছর জেলখানায় বন্দী ছিলেন। এই সময়ে তিনি ৮০ বার কোরআন খতম করেন। আমাদেরও উচিত, পরিমাণে যত স্বল্পই হোক না কেন, ধারাবাহিকভাবে কোরআন তিলাওয়াত করা।
লেখক: শিক্ষক ও হাদিস গবেষক
পবিত্র কোরআন মহান আল্লাহ তাআলার বাণী। মুসলিম-অমুসলিমনির্বিশেষে কোরআন সবার জন্য পথপ্রদর্শক। বিশেষত মুসলিমদের জন্য কোরআন তিলাওয়াতের গুরুত্ব অশেষ। নিঃসন্দেহে বুঝে বুঝে তিলাওয়াত করা এবং কোরআন থেকে হিদায়েত ও উপদেশ গ্রহণ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তবু শুধু সওয়াবের নিয়তেও কোরআন তিলাওয়াত করা কিছুতেই গুরুত্বহীন নয়। এটাও মহান আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম। তিলাওয়াতকারী ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে অসংখ্য রহমতের ভাগীদার হয়। যে ঘরে তিলাওয়াত হয়, সে ঘরে খোদার রহমত নাজিল হয়।
কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের মধ্যে কোরআন তিলাওয়াতের ধারাবাহিকতা নেই। আমাদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক মানুষ রমজানে নিয়মিত তিলাওয়াত করলেও পুরো বছর আর কোনো খোঁজখবর থাকে না। অথচ পবিত্র কোরআন নিয়মিত তিলাওয়াত করাই বাঞ্ছনীয়। ইসলামের তৃতীয় খলিফা হজরত ওসমান (রা.) বলেন, ‘আমি চাই না একদিনও আমার দেখে দেখে কোরআন তিলাওয়াত ছাড়া কাটুক।’ এমনকি তিনি কোরআন কারিম তিলাওয়াতরত অবস্থায় শহীদ হয়েছিলেন। প্রায়শ এমন হতো, তিনি তাহাজ্জুদে পুরো কোরআন মজিদ পড়ে ফেলতেন। তিনি কোরআনের যে কপি থেকে তিলাওয়াত করতেন, অধিক হারে তিলাওয়াতের কারণে সে কপির অধিকাংশ জায়গা জীর্ণ হয়ে পড়েছিল।
বিখ্যাত লেখক মুহাদ্দিস ঐতিহাসিক ও গবেষক আল্লামা ইবনুল জাওযি (রহ.) প্রতি সপ্তাহে একবার কোরআন খতম করতেন। বায়তুল মুকাদ্দাস বিজেতা বিখ্যাত সুলতান সালাউদ্দিন আইয়ুবি নিয়মিতই তিন থেকে চার পারা তিলাওয়াত করতেন। হিজরি অষ্টম শতকের বিখ্যাত সংস্কারক ও ইমাম আল্লামা ইবনে তাইমিয়া জীবনের শেষ দুই বছর জেলখানায় বন্দী ছিলেন। এই সময়ে তিনি ৮০ বার কোরআন খতম করেন। আমাদেরও উচিত, পরিমাণে যত স্বল্পই হোক না কেন, ধারাবাহিকভাবে কোরআন তিলাওয়াত করা।
লেখক: শিক্ষক ও হাদিস গবেষক
আসর শব্দের অর্থ সময়। পবিত্র কোরআনে আসর নামে একটি সুরা রয়েছে। আল্লাহ তাআলা আসর বা সময়ের শপথ করেছেন। মুসলিমরা দৈনন্দিন যে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, তার তৃতীয় ওয়াক্তকে আসর নামে অভিহিত করা হয়। এ ছাড়াও পবিত্র কোরআনে এটিকে সালাত আল-ওসতা বা মধ্যবর্তী নামাজ হিসেবে সম্বোধন করা হয়েছে।
৯ ঘণ্টা আগেজ্ঞানগর্ভ ও উপদেশে ভরা কোরআন জীবনের জন্য অপরিহার্য একটি গাইড বই। মানুষ কোথায় কখন কী করবে, কেন করবে, কীভাবে করবে—তা বলে দেওয়া হয়েছে কোরআনে। কোরআন তথা আল্লাহপ্রদত্ত আসমানি কিতাবের হিদায়াতের বাইরে কোনো সঠিক জীবনদর্শন নেই, কোনো ধর্মদর্শন নেই, কোনো মুক্তির পথ নেই। মানবজাতির সূচনালগ্নেই কথাটি জানিয়ে দেওয়া
১ দিন আগেএকজন মুমিনের কাছে রমজান বছরের শ্রেষ্ঠ মাস। মহানবী (সা.) এ পবিত্র মাসকে বেশ গুরুত্ব দিতেন। অন্যান্য কাজকর্ম থেকে নিজেকে গুটিয়ে অধিক পরিমাণে ইবাদতে মশগুল হতেন। সাহাবিদের অভ্যাসও ছিল একই রকম। গুরুত্ব বিবেচনায় রমজানের প্রস্তুতিও শুরু হতো বেশ আগে থেকেই। রজব মাসের চাঁদ দেখার পর থেকেই মহানবী (সা.) অধীর আগ
১ দিন আগেহাজার বছরের মুসলিম ঐতিহ্যের স্মারক টুপি। ইসলামের সূচনাকাল থেকেই টুপি পরিধানের চল রয়েছে। ফিকহের দৃষ্টিকোণে টুপি পরা সুন্নত। মহানবী (সা.) সর্বদা টুপি পরতেন, হাদিসের একাধিক বর্ণনায় তার প্রমাণ মেলে। সাহাবায়ে কেরাম ও পরবর্তী যুগের সব অনুসরণীয় মুসলিম টুপি পরেছেন। শালীনতা ও সৌন্দর্যের আবরণ টুপি মুসলমানদের
১ দিন আগে