সুরা লাহাব নাজিলের প্রেক্ষাপট

মাওলানা ইসমাইল নাজিম
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৩, ০৭: ১৫

সুরা লাহাব পবিত্র কোরআনের ১১১তম সুরা। এর আয়াত সংখ্যা ৫। এটি মক্কায় অবতীর্ণ। মহানবী (সা.)-এর চাচা আবু লাহাব ও তার পরিবার ইসলামের বিরুদ্ধে যে ঘৃণ্য কাজকর্ম করেছিল এবং তাদের প্রতি আল্লাহ যে ক্রুদ্ধ হয়েছিলেন—তার বিবরণ এই সুরায় এসেছে। সুরাটির প্রেক্ষাপট সংক্ষেপে তুলে ধরা হলো:

নিকটাত্মীয়দের ডেকে ইসলামের বার্তা প্রচারের নির্দেশ এলে মহানবী (সা.) সাফা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে সবার সামনে ঘোষণা করলেন, ‘যদি আমি বলি, শত্রুরা দ্রুতই এগিয়ে আসছে এবং যেকোনো সময় তোমাদের ওপর ঝাঁপিয়ে পড়বে, তবে আমার কথা কি বিশ্বাস করবে?’ সবাই বলল, ‘হ্যাঁ অবশ্যই করব।’ তখন তিনি বললেন, ‘(তোমাদের কুফরির কারণে) এক ভয়াবহ আজাব সম্পর্কে তোমাদের সতর্ক করছি।’ তখন আবু লাহাব বলে উঠল, ‘তুমি ধ্বংস হও! এ কথা বলতেই কি আমাদের এখানে ডেকেছ?’ এরপর সে নবীজিকে পাথর মারতে উদ্যত হলো। এ ঘটনাকে কেন্দ্র করেই সুরা লাহাব নাজিল হয়। (বুখারি ও মুসলিম)

নবুওয়তের প্রথম দিকে মহানবী (সা.) যখন সাধারণ মানুষের কাছে ইসলামের বার্তা তুলে ধরতেন এবং ইমানের দাওয়াত দিতেন, তখন আবু লাহাব মানুষকে নবীজির বিরুদ্ধে কথা বলে উসকাত। অথচ তিনি ছিলেন মহানবী (সা.)-এর চাচা। তার এসব অপকর্মের সহযোগী ছিল তার স্ত্রী, এই সুরায় তাকে ‘শুকনো কাঠ বহনকারী’ আখ্যা দেওয়া হয়েছে।

এ সুরায় আবু লাহাবের ধ্বংস কামনা করা হয়েছে। তার ধনসম্পদ যে পরকালে তাকে আল্লাহর কঠিন শাস্তি থেকে বাঁচাতে পারবে না, তা জানিয়ে দেওয়া হয়েছে। তার স্ত্রী তার অপকর্মের অংশীদার হওয়ায় তার শাস্তিও ঘোষণা করা হয়েছে। বদরের যুদ্ধে মুসলমানদের কাছে কাফিরদের শোচনীয় পরাজয়ের গ্লানি সহ্য করতে না পেরে এক সপ্তাহের মধ্যে আবু লাহাব মারা যায়।

লেখক: শিক্ষক ও গবেষক

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আবু সাঈদকে ৪–৫ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়—শেখ হাসিনার দাবির সত্যতা কতটুকু

মেট্রোরেল থেকে আমলাদের বিদায়, অগ্রাধিকার প্রকৌশলীদের

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

বিমানবন্দরে সাংবাদিক নূরুল কবীরকে হয়রানির তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার

কবি নজরুলের শিক্ষার্থীদের সঙ্গে ৩৫ কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত কয়েকজন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত