ইসলাম ডেস্ক
হিজরি সনের ১১তম মাস জিলকদ। চার পবিত্র মাসের একটি এটি। এই মাসে ইসলামের ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। এখানে ইসলামের প্রাথমিক যুগের কয়েকটির কথা তুলে ধরা হলো—
১ জিলকদ: পঞ্চম হিজরির এই দিনে মহানবী (সা.) ফুফাতো বোন জয়নব বিনতে জাহাশকে বিয়ে করেন। জয়নব এর আগে জায়েদ ইবনে হারিসার স্ত্রী ছিলেন। তাঁর সঙ্গে বিচ্ছেদের পর আল্লাহর আদেশে মহানবী (সা.) তাঁকে ঘরে তোলেন। এ ছাড়া ষষ্ঠ হিজরির এই দিনে মহানবী (সা.) দেড় হাজার সাহাবি নিয়ে মক্কায় ওমরাহ করতে রওনা করেছিলেন। তবে মক্কার কাফিরদের বাধায় সেবার তাঁকে ফিরে আসতে হয়।
৪ জিলকদ: ৬৪ হিজরির এই দিনে উমাইয়া সাম্রাজ্যের চতুর্থ খলিফা মারওয়ান ইবনুল হাকাম দামেশকের সিংহাসনে আরোহণ করেন।
৮ জিলকদ: পঞ্চম হিজরির এই দিনে খন্দকের যুদ্ধ চলাকালে হজরত আলি (রা.) আমর ইবন আবদে উদ আল-আমিরি নামের এক গোত্রপ্রধানকে মহানবী (সা.)-এর অনুমতি নিয়ে সম্মুখ লড়াইয়ে পরাজিত এবং হত্যা করেন।
১২ জিলকদ: পঞ্চম হিজরির এই দিনে মহানবী (সা.) মদিনার বনি কুরাইজার ইহুদিদের চুক্তি লঙ্ঘনের অপরাধে অবরোধ আরোপ করেন।
১৬ জিলকদ: ষষ্ঠ হিজরির এই দিনে মহানবী (সা.) মক্কার কাফিরদের সঙ্গে ঐতিহাসিক হুদায়বিয়ার চুক্তি সম্পন্ন করেন।
২৪ জিলকদ: দশম হিজরির এই দিনে মহানবী (সা.) সাহাবিদের বিশাল বহর নিয়ে মদিনা থেকে মক্কার উদ্দেশে হজ পালনের জন্য বের হন।
হিজরি সনের ১১তম মাস জিলকদ। চার পবিত্র মাসের একটি এটি। এই মাসে ইসলামের ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। এখানে ইসলামের প্রাথমিক যুগের কয়েকটির কথা তুলে ধরা হলো—
১ জিলকদ: পঞ্চম হিজরির এই দিনে মহানবী (সা.) ফুফাতো বোন জয়নব বিনতে জাহাশকে বিয়ে করেন। জয়নব এর আগে জায়েদ ইবনে হারিসার স্ত্রী ছিলেন। তাঁর সঙ্গে বিচ্ছেদের পর আল্লাহর আদেশে মহানবী (সা.) তাঁকে ঘরে তোলেন। এ ছাড়া ষষ্ঠ হিজরির এই দিনে মহানবী (সা.) দেড় হাজার সাহাবি নিয়ে মক্কায় ওমরাহ করতে রওনা করেছিলেন। তবে মক্কার কাফিরদের বাধায় সেবার তাঁকে ফিরে আসতে হয়।
৪ জিলকদ: ৬৪ হিজরির এই দিনে উমাইয়া সাম্রাজ্যের চতুর্থ খলিফা মারওয়ান ইবনুল হাকাম দামেশকের সিংহাসনে আরোহণ করেন।
৮ জিলকদ: পঞ্চম হিজরির এই দিনে খন্দকের যুদ্ধ চলাকালে হজরত আলি (রা.) আমর ইবন আবদে উদ আল-আমিরি নামের এক গোত্রপ্রধানকে মহানবী (সা.)-এর অনুমতি নিয়ে সম্মুখ লড়াইয়ে পরাজিত এবং হত্যা করেন।
১২ জিলকদ: পঞ্চম হিজরির এই দিনে মহানবী (সা.) মদিনার বনি কুরাইজার ইহুদিদের চুক্তি লঙ্ঘনের অপরাধে অবরোধ আরোপ করেন।
১৬ জিলকদ: ষষ্ঠ হিজরির এই দিনে মহানবী (সা.) মক্কার কাফিরদের সঙ্গে ঐতিহাসিক হুদায়বিয়ার চুক্তি সম্পন্ন করেন।
২৪ জিলকদ: দশম হিজরির এই দিনে মহানবী (সা.) সাহাবিদের বিশাল বহর নিয়ে মদিনা থেকে মক্কার উদ্দেশে হজ পালনের জন্য বের হন।
প্রত্যেক মুসলমানের জন্যই ইমানের অতি আবশ্যকীয় বিষয়গুলোর প্রতি ইমান আনা জরুরি। তবে মুমিন বান্দার ইমানের অবস্থা সব সময় সমান থাকে না। কখনো বাড়ে। কখনো কমে। তাই আমাদের উচিত, কীভাবে নিজের ইমান মজবুত ও তাজা রাখা যায়, সেই চেষ্টা অব্যাহত রাখা। এখানে ইমানি শক্তি বৃদ্ধির তিনটি আমলের কথা তুলে ধরা হলো..
১২ ঘণ্টা আগেনামাজের ইমামতি শুদ্ধ হওয়ার জন্য কয়েকটি শর্ত পূরণ করা আবশ্যক। প্রাথমিক শর্তের মধ্যে রয়েছে পুরুষ হওয়া, মুসলমান হওয়া ও বালেগ হওয়া। (সুনানে কুবরা লিল-বায়হাকি: ৬০৬৯) এ ছাড়া মানসিকভাবে সুস্থ হওয়াও আবশ্যক।
১ দিন আগেপূর্ণ ধৈর্য ধারণ করে ইসলামের মহত্ত তুলে ধরার বিকল্প নেই। আল্লাহ তাআলা বলেন, ‘সুসংবাদ দাও ধৈর্যশীলদের। যাদের ওপরে কোনো বিপদ এলে তারা বলে, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং তাঁর দিকেই আমরা ফিরে যাব।
২ দিন আগেদুনিয়ার সফরের শেষ গন্তব্য মৃত্যু। মৃত্যু এক অপ্রিয় সত্য, যা সুনিশ্চিত অনিবার্য ও অবশ্যম্ভাবী। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, ‘প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে।’ (সুরা আলে ইমরান: ১৮৫)
৪ দিন আগে