ইজাজুল হক, ঢাকা
সূর্যাস্তের সঙ্গে সঙ্গে কামানের গোলা ছুড়ে ইফতারের সংকেত দেওয়া রমজানের জনপ্রিয় ঐতিহ্যের একটি। মিসর, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ইয়েমেন, সৌদি আরবসহ অনেক মুসলিম দেশে এই রীতি এখনো চালু রয়েছে।
মক্কার পাহাড়ি অঞ্চলে এটির বেশ চল রয়েছে। মক্কাবাসীর কাছে এই কামানের বিশেষ মর্যাদা রয়েছে। প্রতি রমজানে মক্কা পুলিশ এটি পরিচালনা করে। সূর্যাস্তের আগে শিশুরা গোলার আওয়াজের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে।
এই কামান সম্পর্কে মক্কা পুলিশের মুখপাত্র মেজর আবদুল মহসিন আল-মাইমানি বলেন, ‘৭৫ বছর আগে যখন মক্কা পুলিশ প্রতিষ্ঠিত হয়েছিল, তখনই কামানটির দেখভালের দায়িত্ব পুলিশকে দেওয়া হয়। প্রতিবছর রমজানের কয়েক দিন আগে কামানটি পাহাড়ের ওপরে তোলা হয়। পুলিশের চৌকস একটি দল এটি পরিচালনা করে।’
মদিনায়ও দুটি কামান রয়েছে। প্রথমটি সালা পাহাড়ে স্থাপন করা হয়। বাদশাহ ফয়সালের সময়ে কুবা দুর্গের বাইরে দ্বিতীয় কামানটি বসানো হয়। ইফতারের সময় কামান দাগানোর এই রীতি চালু হয় ১৯ শতকের গোড়ার দিকে, মিসরে। তখন রোজাদারদের ইফতারের সময় জানান দেওয়ার জন্য সূর্যাস্তের পরপরই কামানের গোলা ছোড়া হতো। একইভাবে তখন সাহ্রির সময় শেষেও গোলা ছোড়া হতো।
কামান দাগানো ঘিরে একটি মজার গল্পও প্রচলিত আছে। কোনো এক মামলুক সুলতান কায়রোর প্রাসাদে একটি নতুন কামানের পরীক্ষা চালান। রমজান মাসে হওয়ায় এবং ইফতারের সময়ের সঙ্গে মিলে যাওয়ায় মানুষ ভেবেছিল, সুলতান হয়তো ইফতার করার জন্যই কামান দাগিয়েছেন। মানুষ বেশ খুশি হলো। তাই সুলতান এই রীতি প্রতিবছরের জন্য চালু করে দেন।
১৯ শতকের মিসরি শাসক মুহাম্মদ আলী পাশাকে নিয়েও একই গল্প শোনা যায়। একটি জার্মান কামান পরীক্ষার সময় এমন ঘটনা ঘটেছিল। ১৯ শতকের শেষের দিকে মিসরি শাসক খেদিভ ইসমাইলের সেনাবাহিনীর ব্যাপারেও একই গল্পের চল আছে। খেদিভের মেয়ে ফাতিমা তখন থেকে ইফতারের সময় ও ঈদের রাষ্ট্রীয় অনুষ্ঠানে এটি ব্যবহারের চল করেন। এ কারণে এই কামানকে ‘ফাতিমার কামান’ও
বলা হয়।
সূত্র: আরব নিউজ
সূর্যাস্তের সঙ্গে সঙ্গে কামানের গোলা ছুড়ে ইফতারের সংকেত দেওয়া রমজানের জনপ্রিয় ঐতিহ্যের একটি। মিসর, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ইয়েমেন, সৌদি আরবসহ অনেক মুসলিম দেশে এই রীতি এখনো চালু রয়েছে।
মক্কার পাহাড়ি অঞ্চলে এটির বেশ চল রয়েছে। মক্কাবাসীর কাছে এই কামানের বিশেষ মর্যাদা রয়েছে। প্রতি রমজানে মক্কা পুলিশ এটি পরিচালনা করে। সূর্যাস্তের আগে শিশুরা গোলার আওয়াজের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে।
এই কামান সম্পর্কে মক্কা পুলিশের মুখপাত্র মেজর আবদুল মহসিন আল-মাইমানি বলেন, ‘৭৫ বছর আগে যখন মক্কা পুলিশ প্রতিষ্ঠিত হয়েছিল, তখনই কামানটির দেখভালের দায়িত্ব পুলিশকে দেওয়া হয়। প্রতিবছর রমজানের কয়েক দিন আগে কামানটি পাহাড়ের ওপরে তোলা হয়। পুলিশের চৌকস একটি দল এটি পরিচালনা করে।’
মদিনায়ও দুটি কামান রয়েছে। প্রথমটি সালা পাহাড়ে স্থাপন করা হয়। বাদশাহ ফয়সালের সময়ে কুবা দুর্গের বাইরে দ্বিতীয় কামানটি বসানো হয়। ইফতারের সময় কামান দাগানোর এই রীতি চালু হয় ১৯ শতকের গোড়ার দিকে, মিসরে। তখন রোজাদারদের ইফতারের সময় জানান দেওয়ার জন্য সূর্যাস্তের পরপরই কামানের গোলা ছোড়া হতো। একইভাবে তখন সাহ্রির সময় শেষেও গোলা ছোড়া হতো।
কামান দাগানো ঘিরে একটি মজার গল্পও প্রচলিত আছে। কোনো এক মামলুক সুলতান কায়রোর প্রাসাদে একটি নতুন কামানের পরীক্ষা চালান। রমজান মাসে হওয়ায় এবং ইফতারের সময়ের সঙ্গে মিলে যাওয়ায় মানুষ ভেবেছিল, সুলতান হয়তো ইফতার করার জন্যই কামান দাগিয়েছেন। মানুষ বেশ খুশি হলো। তাই সুলতান এই রীতি প্রতিবছরের জন্য চালু করে দেন।
১৯ শতকের মিসরি শাসক মুহাম্মদ আলী পাশাকে নিয়েও একই গল্প শোনা যায়। একটি জার্মান কামান পরীক্ষার সময় এমন ঘটনা ঘটেছিল। ১৯ শতকের শেষের দিকে মিসরি শাসক খেদিভ ইসমাইলের সেনাবাহিনীর ব্যাপারেও একই গল্পের চল আছে। খেদিভের মেয়ে ফাতিমা তখন থেকে ইফতারের সময় ও ঈদের রাষ্ট্রীয় অনুষ্ঠানে এটি ব্যবহারের চল করেন। এ কারণে এই কামানকে ‘ফাতিমার কামান’ও
বলা হয়।
সূত্র: আরব নিউজ
আসর শব্দের অর্থ সময়। পবিত্র কোরআনে আসর নামে একটি সুরা রয়েছে। আল্লাহ তাআলা আসর বা সময়ের শপথ করেছেন। মুসলিমরা দৈনন্দিন যে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, তার তৃতীয় ওয়াক্তকে আসর নামে অভিহিত করা হয়। এ ছাড়াও পবিত্র কোরআনে এটিকে সালাত আল-ওসতা বা মধ্যবর্তী নামাজ হিসেবে সম্বোধন করা হয়েছে।
১৭ ঘণ্টা আগেজ্ঞানগর্ভ ও উপদেশে ভরা কোরআন জীবনের জন্য অপরিহার্য একটি গাইড বই। মানুষ কোথায় কখন কী করবে, কেন করবে, কীভাবে করবে—তা বলে দেওয়া হয়েছে কোরআনে। কোরআন তথা আল্লাহপ্রদত্ত আসমানি কিতাবের হিদায়াতের বাইরে কোনো সঠিক জীবনদর্শন নেই, কোনো ধর্মদর্শন নেই, কোনো মুক্তির পথ নেই। মানবজাতির সূচনালগ্নেই কথাটি জানিয়ে দেওয়া
২ দিন আগেএকজন মুমিনের কাছে রমজান বছরের শ্রেষ্ঠ মাস। মহানবী (সা.) এ পবিত্র মাসকে বেশ গুরুত্ব দিতেন। অন্যান্য কাজকর্ম থেকে নিজেকে গুটিয়ে অধিক পরিমাণে ইবাদতে মশগুল হতেন। সাহাবিদের অভ্যাসও ছিল একই রকম। গুরুত্ব বিবেচনায় রমজানের প্রস্তুতিও শুরু হতো বেশ আগে থেকেই। রজব মাসের চাঁদ দেখার পর থেকেই মহানবী (সা.) অধীর আগ
২ দিন আগেহাজার বছরের মুসলিম ঐতিহ্যের স্মারক টুপি। ইসলামের সূচনাকাল থেকেই টুপি পরিধানের চল রয়েছে। ফিকহের দৃষ্টিকোণে টুপি পরা সুন্নত। মহানবী (সা.) সর্বদা টুপি পরতেন, হাদিসের একাধিক বর্ণনায় তার প্রমাণ মেলে। সাহাবায়ে কেরাম ও পরবর্তী যুগের সব অনুসরণীয় মুসলিম টুপি পরেছেন। শালীনতা ও সৌন্দর্যের আবরণ টুপি মুসলমানদের
২ দিন আগে