ইসলাম ডেস্ক
হাঁচি দেওয়ার পর দোয়া পড়া সুন্নত। নবীজি (সা.) এ বিষয়ে সুন্দর পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। যেমন হাদিসে এসেছে, হাঁচি দেওয়ার পর হাঁচিদাতা বলবেন, ‘আলহামদুলিল্লাহ’। অর্থ: ‘সব প্রশংসা আল্লাহর।’ এরপর যিনি হাঁচি শুনবেন, তিনি বলবেন, ‘ইয়ারহামুকাল্লাহ।’ অর্থ: ‘আল্লাহ আপনাকে রহম করুন।’ তখন হাঁচিদাতা ফের বলবেন, ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহু বালাকুম।’ অর্থ: ‘আল্লাহ আপনাদের সৎপথ প্রদর্শন করুন এবং আপনাদের অবস্থা উন্নত করুন।’ (বুখারি, হাদিস: ৫৮৭০)
হাঁচি দেওয়ার পর দোয়া পড়া সুন্নত। নবীজি (সা.) এ বিষয়ে সুন্দর পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। যেমন হাদিসে এসেছে, হাঁচি দেওয়ার পর হাঁচিদাতা বলবেন, ‘আলহামদুলিল্লাহ’। অর্থ: ‘সব প্রশংসা আল্লাহর।’ এরপর যিনি হাঁচি শুনবেন, তিনি বলবেন, ‘ইয়ারহামুকাল্লাহ।’ অর্থ: ‘আল্লাহ আপনাকে রহম করুন।’ তখন হাঁচিদাতা ফের বলবেন, ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহু বালাকুম।’ অর্থ: ‘আল্লাহ আপনাদের সৎপথ প্রদর্শন করুন এবং আপনাদের অবস্থা উন্নত করুন।’ (বুখারি, হাদিস: ৫৮৭০)
মহানবী হজরত মুহাম্মদ (সা.) হলেন মানবতার মুক্তির বার্তাবাহক, ইসলামের শেষ নবী এবং আল্লাহ প্রেরিত শ্রেষ্ঠ রাসুল। তাঁর প্রতি গভীর ভালোবাসা, শ্রদ্ধা ও আনুগত্য পোষণ করা ইমানের মৌলিক অংশ। তাঁর নাম উচ্চারণের সময় কিংবা তাঁর প্রতি শ্রদ্ধা প্রকাশের ক্ষেত্রে শব্দ ও ভাষার যথাযথ ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ।
৮ ঘণ্টা আগেপ্রবল ইচ্ছাশক্তি ও দৃঢ় মনোবলের কাছে যে সব প্রতিবন্ধকতা হেরে যায়, তারই উজ্জ্বল দৃষ্টান্ত দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজ মুহাম্মদ রুমান। ৪০-এর ঘর স্পর্শ করা এ হাফেজ রুমান নরসিংদীর রায়পুরার মাহমুদাবাদ এলাকার মৃত মগল গাজীর ছেলে।
৮ ঘণ্টা আগেসৃষ্টি জগতের সবকিছুই পরিবর্তনশীল। কোথাও যেমন গুড়ুম গুড়ুম মেঘের ডাক, রিনিঝিনি বৃষ্টি, কোথাও আবার প্রখর রোদের তপ্ত পরিবেশ। কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মাঝেও হেসে ওঠে সূর্য; কোথাও ঝলমল মিষ্টি রোদে ছেয়ে যায় প্রকৃতি। কোথাও আবার অন্ধকারের চাদরে মুড়িয়ে সন্ধ্যা নামে।
৮ ঘণ্টা আগেআরবি বর্ষপঞ্জির সপ্তম মাস রজব। রজব শব্দের অর্থ প্রাচুর্যময়। বিশেষণ যুক্ত করে আরবিতে এ মাসকে বলা হয় ‘রজবুল মুরাজ্জাব’ অর্থাৎ, সম্মানিত প্রাচুর্যময় মাস। আরবি বর্ষপঞ্জির যে চারটি মাসকে পবিত্র কোরআনে হারাম তথা পবিত্র ও সম্মানিত ঘোষণা করা হয়েছে, তার মধ্যে রজব অন্যতম।
১ দিন আগে